নাটোর জেলা

Information

Description

নাটোর হল বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগের একটি জেলা। এক সময় রাজশাহী জেলার অংশ হলেও এই জেলার সীমানা রাজশাহীর সাথে অবস্থিত।একসময় নাটোর একটি বিল ছিল যখন এই স্থানের নাম ছিল ছাইহাঙ্গা। ১৭০৬ সালে রাজা রামজীবন রায় এই বিলটি ভরাট করে তাঁর রাজধানী স্থাপন করেন। ১৮২১ সাল পর্যন্ত নাটোর ছিল রাজশাহী জেলার প্রশাসনিক কার্যালয়। ১৮৪৫ সালে নাটোর মহাকুমা প্রতিষ্ঠা করা হয় এবং ১৮৬৯ সালে স্থাপিত হয় নাটোর মিউনিসিপালটি। ১৯৮৪ সালে নাটোর পূর্ণ জেলার মর্যাদা পায়। এই জেলায় “নীল বিদ্রোহ” হয়েছিল ১৮৫৯ এবং ১৮৬০ সালে। নাটোরের বেশিরভাগ এলাকাই সমতল এবং এই জেলা বাংলাদেশের সর্ব বৃহৎ বিল চলন বিলের অংশ। ১৭৬৯-১৮২৫ সাল পর্যন্ত নাটোর ছিল রাজশাহীর জেলা সদর দফতর। এর পর নাটোরকে সাব ডিভিশন হিসেবে ঘোষণা করা হয় ১৮২৫ সালে। জেলা হিসেবে নাটোর স্বীকৃতি পায় ১৯৮৪ সালে। এই জেলার অধীনে ৭ টি উপজেলা আছেঃ গুরুদাশপুর উপজেলা, নাটোর সদর উপজেলা, বরইগ্রাম উপজেলা, বাগাতিপাড়া উপজেলা, লালপুর উপজেলা, সিংরা উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা। ১৯৭১ সালের ২৯ মার্চ, মহান মুক্তিযুদ্ধে নাটোরে দখলদার পাক বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে সরাসরি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পাক বাহিনীর মেজর আসলাম এবং ক্যাপ্টেন ইসহাক সহ প্রায় ৪০ জন নিহত হন। ১৯৭১ সালের ৫ই মে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রধান ব্যাবস্থাপক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম সহ ৪২ জন কর্মকর্তা কর্মচারীকে মিলের ভেতর পুকুর পাড়ে সারিবদ্ধ ভাবে দাড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। “শহীদ সাগর” নামে পরিচিত এই পুকুরটির পাশে একটি স্মৃতিস্তম্ভ আছে।

Where to stay

How to go

It is approximately 196.2 km away from Dhaka. You can reach Natore by both bus and train.

Tour Packages

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat