বিরিসিরির নীল পানির লেকটিকে স্থানীয়রা চিনামাটির লেক, চুনাপাথরের লেক, নীল পুকুর প্রভৃতি নামে সম্বোধন করে থাকে। শীতকালে এই লেকের নীল পানি হল সবচেয়ে বড় আকর্ষণ।ছোট এই লেকটিকে আপনি পুকুরও বলতে পারেন। সাধারণত শীতকালে পুকুরের পানি কাদাটে সবুজ রঙের হয়ে থাকে। কিন্তু এই লেকের পানি চিনামাটির জন্য নীল রঙ ধারন করে। চিনা মাটি খনন করার পর পুকুরের পানি নীল রঙ ধারন করে। স্থানীয়দের মতে পুকুরটির গভীরতা প্রায় ৬০ ফুট থেকে ৮০ ফুট।
চিনামাটিতে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকে। এই পুকুরের পানির স্বাদ তেতো। সম্ভবত প্রচুর পরিমানে কপার সালফেট থাকার কারনে এখানকার পানি নীল রঙ ধারন করেছে।
নীল এই লেকটিতে যাওয়ার পথে আশেপাশের ছবির মত দৃশ্যের পাশাপাশি সমেশ্বরী নদীর অপার সৌন্দর্যে আপনি বিমোহিত হবেন। পুরো যাত্রাপথটি এতটাই আনন্দদায়ক যে আপনার বারবার যেতে মন চাইবে। আপনি যদি একজন আত্মবিশ্বাসী সাঁতারু হয়ে থাকেন তবে লেকের পানিতে শরীরকে ঠাণ্ডা করতে সাথে করে শর্টস আনতে পারেন। তবে সাঁতার না জানলে ভুলেও লেকের পানিতে নামবেন না।
সম্ভবত এটি বাংলাদেশের একমাত্র নীল পানির চিনামাটির লেক। ময়মনসিংহে আরো একটি চিনা মাটির লেক থাকলেও সেটি এই লেকের মত এত সুন্দর নয়। তাই কোনকিছু ফেলে লেকের পানিকে দুষিত করবেন না।
ঢাকা থেকে নেত্রকোনা অথবা দুর্গাপুরে কিভাবে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন
দুর্গাপুরে পৌঁছে রিকশায় করে আপনি চিনামাটির পাহাড় ও লেক দেখতে আসতে পারবেন। এখানে পৌছাতে প্রায় ৩০০/- টাকা রিকশা ভাড়া দিতে হবে তবে রিকশাওয়ালাকে খুব সকালে আসতে বলাই ভাল। চিনামাটির পাহাড়ের জিপিএস অবস্থান হলো (২৫°৯’৩১.২৯”উ, ৯০°৩৮’২২.২১”পু). চিনামাটির পাহাড়ে পৌছানোর পথটি আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। ঢাকার মহাখালি থেকে বাসে করে নেত্রকোনার বিরিসিরিতে পৌছাবেন।
২। প্রায় ২৫০/- টাকা থেকে ৩০০/- টাকায় রিকশা ভাড়া করতে হবে। সবচেয়ে ভাল হবে যদি আগের রাতে রিকশাভাড়া করে রাখেন এবং পরদিন খুব সকালে রিকশাওয়ালাকে আসতে বলেন।
৩। রিকশাওয়ালা আপনার গাইড হিসেবে কাজ করবে।
৪। চিনামাটির পাহাড়ে চড়তে এবং আশেপাশের এলাকা দেখতে প্রায় ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা সময় লাগবে।
৫। হাতে সময় কম থাকলে আপনি মোটরসাইকেল ভাড়া করতে পারেন। তবে, দ্রুত চললে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন না।
By road approximately 16 km (Netrokona-Mymensingh -39 km, Mymensingh City -3 km and Mymensingh-Dhaka 120 km). Also to travel directly different locations from the main city.
1. Train No. 777 (Hawor Express Intercity)
From Dhaka to Mohonganj
Time: 23:50 pm
2. Train no. 43 (Mohua Express)
From Dhaka to Mohonganj
Time: 12:20 pm
1. Y M C A Rest House
Contact: Biplob Rangsa,
Birisiri, Durgapur
Phone: 01743306230
2. Shorna Guest House
Contact: Mrs. Binita Daowa,
Birisiri, Durgapur
Phone: 01712284698
3. Susong Resident Hotel
Contact: Md. Abdul Goni
Durgapur, Netrokona
Phone: 01914791254
4. Hotel Modina
Contact: Sorwardi Suruz
Durgapur, Netrokona
Phone: 01924181455
১। ছবি তুলতে পারেন।
২। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
৩। পাহাড়ে ওঠার পাশাপাশি পুরো এলাকাটি ঘুরে দেখতে পারেন।
দুর্গাপুরে খাওয়ার জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে।
১। সবসময় সাথে বিশুদ্ধ পানি রাখুন।
২। প্রয়োজনীয় জিনিসপত্র শহর এলাকা থেকে কিনুন।
৩। কোনকিছু ফেলার মাধ্যমে লেকের পানি ময়লা করবেন না।
Questions, issues or concerns? I'd love to help you!