Array
(
[0] => Array
(
[name] => {:en}Baliati Palace{:}{:bn}বালিয়াটি জমিদার বাড়ি{:}
[post_id] => 2507
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baliati-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Baliati-Palace-by-Tanvir-and-Asraful-Alam-300x225.jpg
[post_content] => {:en}
The great Baliati Palace (বালিয়াটি জমিদার বাড়ি) is located at the Saturia Upazila of Manikganj(সাটুরিয়া, মানিকগঞ্জ) district, in the village of Baliati. This historic building is about 200 years of old. A river named Gazikhali(গাজীখালী নদী) which is demised interim of the time, flowed at the northern side of the palace.
The palace is situated on a lush and sprawling premise, approximately 16000 square meter. There are possibly 200 rooms available inside the premise. Back side of the palace has a pond having four ghats(ঘাট). Other side of the pond has a series of sanitary lavatory.
The story starts more than hundred and fifty years ago when the Baliati Zamindars were still a force to be reckoned with in Bangladesh, situated about 35 miles northwest of Dhaka and 5 miles east of Manikgonj district headquarters. The palaces used to be also known as “Dosh-ani-Zaminder bari” due to inheritance of a portion of the main complex from Roy Chand by the well wishers of his first wife among the Zaminders. Kishorilal Roy Chowdhury and Roybahadur Harendra Kumer Roy Chowdhury realized soon enough the necessity of knowledge which compelled them to establish the Jagarnath College and K.L Jubily High school. The Baliati Zaminderbari originally consisted of five similar but separate blocks. The south façade of grand palace presents an attractive frontage of about 400 feet of the extant four blocks of the palace, the two central blocks are two-storied and the other two terminal ones are three-storied. The lofty encircling walls of the imposing Zaminderbari complex are punctuated by three superb gateways, identical in their architectural features. This remarkable complex has been acquired by the Bangladesh archeological department and has been given a new name “Baliati Palace” as a protected cultural property.In exploring the expressiveness of this marvelous structure with time, culture and mood, the attached twelve snaps tell the story by dividing it into three constituent parts. First part expresses the thematic preamble of time and prestige, and style. The second part sequentially put expedition of the underlying interior in the picture capturing architectural details, vista and shape and shadow. Last part tells the present story of the exterior in light of the surrounding at present. In short, the justification of making this sequential development to bring the whole story inside out from it’s behind theme to the present.
{:}{:bn}
রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ মাইল উত্তরপশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা সদর থেকে ৫ মাইল পূর্বে সাটুরিয়া উপজেলায় বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি গ্রামে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রায় ২০০ বছর পুরাতন। এই জমিদারবাড়িটির উত্তরে একসময় গাজীখালী নদী প্রবাহিত হত। ১৬০০০ বর্গমিটার আয়তনের বিশাল এই জমিদারবাড়িটিতে প্রায় ২০০টি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির পেছনে অবস্থিত পুকুরের এক প্রান্তে চারটি ঘাট আছে এবং অপর প্রান্তে বেশকিছু শৌচাগার রয়েছে।
জমিদারবাড়ির একটি অংশ রায় চাঁদের কাছ থেকে অন্যান্য জমিদারদের প্রথম স্ত্রীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির কারনে এই প্রাসাদটি ‘দশ-আনি-জমিদারবাড়ি’ নামে পরিচিত ছিল। জমিদার কিশোরিলাল চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী এই অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এই কারনে জগন্নাথ কলেজ এবং কে এল জুবিলী হাইস্কুল প্রতিষ্ঠা করেন। মূল জমিদারবাড়িতে পাঁচটি একই রকম কিন্তু ভিন্ন ভাগ ছিল। জমিদারবাড়ির দক্ষিনে বর্তমানে স্থায়ী ৪টি আকর্ষণীয় অংশ অবস্থিত। এগুলোর মধ্যে মাঝের দুটি অংশ হল দোতলা এবং পাশের বাকি তিনটি অংশ তিনতলা। জমিদারবাড়িকে ঘিরে থাকা সুউচ্চ প্রাচীরে তিনটি চমৎকার স্থাপত্যশৈলীর ফটক রয়েছে। বর্তমানে ‘বালিয়াতি প্রাসাদ’ নামকরণ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতর এই জমিদারবাড়িটির অধিগ্রহন করে দেখাশোনা করছে। সময় এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে জমিদারবাড়িটিকে তিনভাগে ভাগ করা হয়েছে বারোটি অধ্যায়ের মাধ্যমে। প্রথমভাগে সময়, শৈলী এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ভাগে জমিদারবাড়ির স্থাপত্যশৈলীর বিস্তারিত বিবরন ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে। শেষভাগে বর্তমান প্রেক্ষাপটে জমিদারবাড়ির গুরুত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় বলা যায় প্রথম থেকে বর্তমান পর্যন্ত এই জমিদারবাড়ির ইতিহাস চমৎকারভাবে ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => Muktagacha Zamindar House
[post_id] => 22170
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/muktagacha-zamindar-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/Muktagacha-Zamindar-House-14-300x169.jpg
[post_content] =>
Mymensingh city is one of the old cities in Bangladesh. Historically & archaeologically it is very important from tourism point of views. Once a traveler wants to travel in this district, he/she will find several places to visit. Muktagacha Zamindar House (মুক্তাগাছা জমিদার বাড়ী) is one of those.
This old palace is located at the heart of the Muktagacha(মুক্তাগাছা) Upazila, 16km west to the Sadar Upazila. Previously the name of Muktagacha was Binodbari (বিনোদবাড়ী). It is believed that the Zamindars actually came from the Natore (নাটোর) or Bogra (বগুড়া) of our North Bengal. When the first ruler named Srikrishna Acharya (শ্রীকৃষ্ণ আচার্য) arrived here, a local inhabitant named Muktaram Kormokar (মুক্তারাম কর্মকার) welcomed them with a large lamp stand that was made from brass. In that portion of our country, people call a lamp stand as Gachha (গাছা)). This gratitude pleased the Zamindar and they have renamed the area as Muktagacha (মুক্তা গাছা) using that inhabitant's name and the lamp stand's local name.
Srikrishna Acharya (শ্রীকৃষ্ণ আচার্য) established the Zamindari at Muktagacha formerly known as Binodbari. Later, his four sons Ram Ram, Hore Ram (হরে রাম), Bishnu (বিষ্ণু), Shibram (শিবরাম)and their inheritor conducted the Zamindari. The Owner of the Muktagacha Rajabari was Jogot Kishor Acarya (জগত কিশোর আচার্য), the son of Hore Ram Acharya (হরে রাম আচার্য). His ancestors started to build that Palace in the year 1750-60 which signifies that the structure is almost 300 yrs old.
However, this old house from Muktagacha covers a vast area, though most of the structures are in very poor condition. Few things were stolen by the locals, and others are just dilapidated for not taking any care. We observed two storied iron & steel made house (though floors are all gone, only structure is standing there).
Most of the rulers from this family were cruel and hostile to the peasants. They have lot of allegations against them including raping, torturing, etc. It was considered as a crime whenever a peasant from that area use to cross the Zamindar House using any shoe or umbrella. Guards use to beat them whenever someone committed such crime.
)
[2] => Array
(
[name] => Haturia Zamindar Bari
[post_id] => 5290
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/haturia-zamindar-bari-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Haturia-Zamidar-bari-1-300x210.jpg
[post_content] =>
Haturia is the birth place of Zamindar Sekander Ali Chowdhury who was the Recognized Muslim Zamindar in British Period. Haturia is the place in Gosairhat Upazila where once upon a time, there was Stimar Station. The old structure of Haturia Zamindar Bari is now destroyed for lack of caring. If Government or any other not care it or take any steps, it will be distinct as soon as possible.
)
[3] => Array
(
[name] => {:en}Uttara Gonobhaban{:}{:bn}উত্তরা গনভবন{:}
[post_id] => 3731
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/uttara-gonobhaban/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/IMG_20150716_145711-300x225.jpg
[post_content] => {:en}
Uttara Gonobhaban, often called Dighapatia Raj (sometimes called Dighapatia Raj Paribar literally Dighapatia Royal Family) was a zamindari in present day Rajshahi, which was ruled by this dynasty of 7 generations of Rajas from late 17th century till the mid-20th century; when the democratic government took power after the end of the British Monarchy’s rule in India, in 1950, the East Pakistan government abolished aristocracies and the zamindari system in present day Bangladesh. The family was seated at the Dighapatia Palace.
The family contributed largely to the development in education, infrastructure and culture of Rajshahi and North Bengal. They were especially famous for their generosity and public spirit. The Rajas built the Varendra Research Museum among other institutions of culture and education. The Rajas of Dighapatia were seated at the Dighapatia Palace. They received royal titles and titles of honor from the Mughal Empire such as Raja, Maharaja and Raja Bahadur and other titles from the British Crown, such as the Indian Orders of Knighthood.
It is also known as Maharajas palace. Raja of Dighpatia built it but it is used as residence for head of states in North Bengal. During regime of British Raj, East Pakistan many meetings took place. There is a marble front of late Raja Pramathanath Roy of Dighapatia.
The first Raja was Dayaram Roy who, at a very young age, received the help from Raja Ramjivan Roy, the first Raja of the Natore Raj family, and eventually became his dewan. Raja Dayaram led the army of Raja Ramjivan in aid of the Nawab of Bengal in 1716 and overthrew the rebellious Raja Sitaram Ray, who was a zamindar(and later king, or Raja) of neighboring Bhusna state. The sack of Muhammadpur, Raja Sitaram's capital, later enabled him to ultimately lay the foundation of the Dighapatia dynasty. For his loyalty, he received large tracts of land in Rajshahi and Jessore as grants and later acquired zamindari in Bogra and Mymensingh.
Nawab Murshid Quli Khan, who was the nawab of Bengal under Emperor Aurangzeb conferred on him the title of 'Rai-Raiyan' in recognition of his services. When the Earl Cornwallis introduced the Permanent Settlement Act, a large number of the old feudal lords and zamindars created during the time of the Nawab Murshid Quli Khan could not meet land revenue standards and thus became defaulters. Their estates were sold up to a new class of wealthy lords. The Dighapatia Raj was one of the few remnants of the old decaying 'jagirdars'. They were avidly following European dress, wine, horse race and various such other external glamour of life. The princely western influence is reflected not only in their palace architecture but also in their furniture and other interior decorations. However, during certain ceremonial occasions they donned extravagant robes, jeweled turbans and carried priceless inlaid swords in dainty scabbard tucked at their waists, following the bygone fashions of the Mughal nobility even when the Mughal dynasty and their imperial rule had faded. Pran Nath Roy and Pramada Nath Roy were some of the important zamindars of Dighapatia.
{:}{:bn}
১৭শ শতাব্দীর শেষ দিক থেকে ১৯শ শতকের মাঝামাঝি পর্যন্ত বর্তমান রাজশাহী শাসন করেছিল দিঘাপাতিয়া রাজ পরিবারের ৭ টি প্রজন্ম। এই রাজ পরিবারটি বসবাস করত উত্তরা গনভবনে যা দিঘাপাতিয়া রাজবাড়ি নামেও পরিচিত ছিল। এই বংশের প্রথম রাজা ছিলেন দয়ারাম রায় যিনি অল্প বয়সেই নাটোরের রাজ পরিবারের প্রথম রাজা রামজীবন রায়ের দেওয়ান নিযুক্ত হন। ১৭১৬ সালে বাংলার নবাবদের সহায়তা করতে রাজা দয়ারাম নেতৃত্ব দেন রাজা রাম জীবনের বাহিনীকে এবং পার্শ্ববর্তী ভূষনা রাজ্যের বিদ্রোহী রাজা শিতারাম রায়কে (যিনি জমিদার ছিলেন এবং পরবর্তীতে রাজা হন) উৎখাত করেন। রাজা শিতারাম রায়ের রাজধানী মুহাম্মাদপুরের পতনের ফলে রাজা দয়ারাম দিঘাপাতিয়া রাজবংশের গোড়াপত্তন করতে সমর্থ হন। বিশ্বস্ততা অর্জনের পরিপ্রেক্ষিতে তিনি রাজশাহী ও যশোরে দান হিসেবে অনেক জমি গ্রহন করেন এবং পরবর্তীতে বগুড়া ও ময়মনসিংহে জমিদার বাড়ি অধিগ্রহন করেন।
রাজা দয়ারামের কাজের স্বীকৃতি স্বরূপ সম্রাট আওরঙ্গজেবের অধীনে তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খান তাঁকে সম্মানসূচক ‘রায় রায়হান’ উপাধিতে ভূষিত করেন। লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন, নবাব মুর্শিদ কুলি খানের সময়কার অনেক জমিদাররা জমির খাজনা দিতে ব্যর্থ হন এবং খেলাপি হয়ে যান এবং তাঁদের এলাকা বিক্রি করে দেওয়া হয় ধনী ব্যাক্তিদের কাছে। দিঘাপাতিয়ার রাজা ছিলেন বিলুপ্তপ্রায় জগিরদারদের একজন। তাঁরা পশ্চিমা জীবনযাত্রা অনুসরণ করতেন যেমন ইউরোপিয়ান পোশাক, মদ, ঘোড়দৌড় ইত্যাদি। পশিমা প্রভাব শুধু যে তাঁদের ভবনের স্থাপত্তেই প্রতিফলিত হয়েছে তাই নয় বরং তা দেখা যেতো তাঁদের আসবাব এবং অন্দরমহলের সাজে। অবশ্য, মুঘল সাম্রাজ্যকালের শেষ প্রান্তেও কোন কোন অনুষ্ঠানে তাঁরা মুঘলদের অনুকরন করত যা তাদের পোশাক, পাগড়ি, তলোয়ার ও তলোয়ার রাখার খাপ থেকে প্রতিফলিত হত। দিঘাপাতিয়ার জমিদারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রান নাথ রায় এবং প্রমোদ নাথ রায়।
রাজশাহী এবং উত্তরবঙ্গের শিক্ষা, স্থাপনা এবং সংস্কৃতির উন্নয়নে এই রাজ পরিবারের অবদান অনেক যেমন এই পরিবারের রাজারা নির্মাণ করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর। জনপ্রিয়তা এবং উদারতার জন্য তারা বিশেষভাবে বিখ্যাত ছিল। এই পরিবারের শাসকরা বিভিন্ন সম্মানসূচক খেতাব ও উপাধি লাভ করে যেমন মুঘলদের কাছ থেকে রাজা, মহারাজা, রাজ বাহাদুর উপাধি এবং ইংরজেদের কাছ থেকে নাইটহুড খেতাব।
মহারাজার রাজবাড়ি নামে পরিচিত এই ভবনটি দিঘাপতিয়ার রাজা নির্মাণ করলেও উত্তর বঙ্গের রাজ্য প্রধানদের বাসা হিসেবে এটি ব্যাবহার হয়েছে। ইংরেজ এবং পূর্ব পাকিস্তান আমলে অনেক সরকারি বৈঠক এখানে অনুষ্ঠিত হয়। এখানে দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়ের মার্বেলের তৈরি ভাস্কর্য আছে।
{:}
)
)