Array
(
[0] => Array
(
[name] => Nayabad Mosque
[post_id] => 1990
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nayabad-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nayabad-mosque1-300x211.png
[post_content] =>
Nayabad Mosque is located in the bank of the river Dhepa, just 1.5 km south-west of the infamous Kantaji Temple at Dinajpur in Bangladesh. The mosque is named after the village “Nayabad” in which it stands in the Police Station of Kaharole. According to an inscription found on the central doorway, it was constructed at 1793 AD in the reign of Mughal Emperor Shah Alam II. During that period, Raja Baidyanath, the last of the Dinajpur Royal family, was the Zaminder (feudal land owner).
Nayabad Mosque was erected at a time when the soil of Dinajpur had already been enriched with one of the most remarkable Navaratna temples, the Kantajew Temple in 1752 AD. The founding Royal family of Dinajpur was still prominent. According to local traditions, the mosque was built by Muslim architectural workers who had come to this place from the west to build Kantaji Temple. They had settled in Nayabad, a village near the temple, and had built the mosque for their own use. There is a grave of an unknown person in the premises of the mosque. Local people believe, this is the grave of Kalu Khan, the master architect of Kantaji Temple.
It is an oblong three-domed mosque with octagonal towers at the four corners. There are three arched entrances to enter the mosque. Among them, the central one is bigger than the flanking ones. These are equal in height and width. There is an arched window each on the south and north sides. Inside in the western wall there are three Mihrabs in line with the three entrances. The central Mihrab is bigger than the flanking ones which are of equal size. Three hemispherical domes cover the mosque, of which the central one is bigger than the side ones. Pendentives have been used in their phase of transition. The parapet and cornice are straight.
Terracotta plaques have been used in decoration of the mosque. At present there are about 104 terracotta plaques rectangular in shape, used in the surface decoration of the mosque walls. The platform of the mosque is enclosed by a low brick wall with only one access from the east. On either side of the mosque are to be seen a number of tombs each of found fixed over the central doorway of the mosque.
)
[1] => Array
(
[name] => {:en}Baba Adam Shahid Mosque{:}{:bn}বাবা আদমের মসজিদ এবং দরগা {:}
[post_id] => 7979
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baba-adam-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/baba-adam-300x169.jpg
[post_content] => {:en}
Baba Adam Shahid Mosque (বাবা আদম শহীদ মসজিদ) is an archaeologically significant mosque situated in Munshiganj District.
Baba Adam's Mosque shows all the decorative and architectural characteristics of the sultanate architecture of Bengal. This mosque, in fact, bears the mature form of the sultanate mosque style of this region (Bangladesh).
It is a six-domed mosque. An inscription, fixed above the central doorway in the east, records 888 AH/1483 AD as the date of construction of the mosque. Malik Kafur built it during the reign of Sultan Fateh Shah. Baba Adam's Mosque is now protected monument under the Department of Archaeology, Bangladesh. It has been renovated and is in a comparatively good state of preservation. Besides the mosque there is a tomb known as Baba Adam's Mazar, where, according to a legend, baba adam shahid, who died in a holy war, was buried. It is difficult to ascertain the historicity of this tomb due to lack of authentic sources. There is a newly built small tomb structure situated on the south-east side of the courtyard of the mosque. Previously, there was no roof over the tomb.
The present tomb is square in plan (7.62m a side) and is undated and without any inscription tablet. The simple grave has no feature of architectural importance and the Department of Archaeology is not responsible for preserving it.
{:}{:bn}
বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।
সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।
বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে। বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।
বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।
{:}
)
[2] => Array
(
[name] => House of Poet Shamsur Rahman and Paratoly Mosque
[post_id] => 7325
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/house-of-poet-shamsur-rahman/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/IMG_20150411_121725462-300x169.jpg
[post_content] =>
Shamsur Rahman ( শামসুর রাহমান, 23 October 1929 – 17 August 2006) was a famous poet, columnist and journalist of Bangladesh. Shamsur Rahman, who emerged in the latter half of the 20th century, wrote more than sixty books of poetry and is considered a key figure in Bengali literature. He was regarded the ‘unofficial poet laureate’ of Bangladesh. Major themes in his poetry and writings include liberal humanism, human relations, romanticism, rebellion of youth, the emergence of and consequent events in Bangladesh, and opposition to religious fundamentalism.
Shamsur Rahman was born in his grandfather's house at Mahut-Tuli, Dhaka. His paternal home is situated on the bank of the river Meghna, a village named Paratoli, near the Raipura Upazila of Narshingdi district. He was the fourth of thirteen children. During leisure time, he used to go his Village and there beside the pond near to the house, he wrote one of the great poems
-
“স্বাধীনতা তুমি”
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল…
Still today, all the things are in same spatial context. But, the building of his house is in very poor condition. It’s almost on the way to decay.
Paratoly Shahi Jem-e Mosque:
There is a three domed mosque beside the house of Shamsur Rahman, which was built in the Islamic year 1299.This 137 years old mosque still architecturally fit and being used for regular prayers.
)
[3] => Array
(
[name] => Mirzapur Jame Masjid
[post_id] => 3073
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mirzapur-jame-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Mirzapur-Jamei-Masjid-300x187.jpg
[post_content] =>
Mirzapur Jame Mosque is located in Mirzapur about six kilometer far away from Atwari subdistrict on the Atwari-Panchagarh road of Panchagar district.
An inscription wrote in Persian language on the eastern wall of the Masjid provide its reconstruction and reparation by one Shaikh Malik-Uddin in 1252 BS (1831 AD). But nobody don’t know its actual construction date. Recently Department of Archaeology, Bangladesh taking care of this Masjid. There are two ancient graves to the south side of the mosque and north-east side stands an old well.
The mosque has three domes, an open courtyard (17meter / 14meter) surrounded by wall. Access gate room of the courtyard (4.12m / 2.12m with 0.60m thick wall) is situated its east middle side. The gate room covered by sloping four-ways roof.
The mosque is rectangular externally length is 13m width is 5.40m with 3 entry doors on the east and 3 mihrabs on the west wall inside. The middle door and the middle mihrab are bigger than the others, which are of same size and height. There is 2 window in the center of the south and north walls. On the roof there are four towers four corners of the masjid. The walls outside are now whitewashed and the terracotta plaques are painted red creating a very colorful exterior.
)
)