মাধনগর রথ বাড়ী

Type: ইতিহাস ও সংস্কৃতি
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

মাধনগর রথ বাড়ী উপমহাদেশের বৃহৎ ও প্রাচীনতম। ১৮৬৭ সালে পাবনার দিলালপুরের জমিদার যামিনী সুন্দরী বসাক এই রথটি প্রতিষ্ঠা করেছেন। রথের মালিকানায় ছিলেন নাটোরের জমিদার শৈলবালা ও কালিদাসী। প্রতি বছর আষাঢ় মাসের তিথি অনুসারে এখানে  মাস ব্যাপী রথের মেলা ও পুঁজা অর্চনা হত। বীরকুৎসা ও গোয়ালকান্দির জমিদারের হাতি এসে রথ যাত্রায় অংশ নিত এবং রথ টানার কাজ করতো। এখানকার যাবতীয় খরচ পাবনার দিলালপুরের জমিদার যামিনী সুন্দরী স্টেট থেকে আসতো।

১৮৬৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যামিনী সুন্দরী বসাক এই ব্যায় ভার বহন করেছেন। দেশ বিভাগের পর আর কোন অনুষ্ঠান হয়নি। ২০১২ সাল থেকে স্থানীয় হিন্দু-মুসলিম মিলে আবারও রথের মেলা ও হিন্দু সম্প্রদায়ের পূঁজা অর্চনা শুরু হয়। রথের নামে বর্তমানে ১৫ বিঘা জমি আছে। রথটি রক্ষণাবেক্ষন, পূঁজা অর্চনা করছেন পিন্টু অধিকারী।


How to go

মাধনগর রথবাড়ী মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর গ্রামে অবস্থিত। নলডাঙ্গা উপজেলা হইতে ভ্যান, অটো রিক্সা, মটর সাইকেল, নছিম এ চরে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে মাধনগর রথ বাড়ী যাওয়া যায়। অথবা, নাটোর উপজেলা হতে সিএনজি নিয়েও যাওয়া যায়।

How To Reach: নলডাঙ্গা উপজেলা

After reaching at Natore Sadar Upazila, take Auto or rickshaw from Dhaka bus stand or Madrasa Mor (মাদ্রাসা মোড়) to reach Natore Railway Station. From the Station Bazar, you can either take local train or auto-rickshaw or CNG to reach Naldanga Bazar.

Where to Stay

There are no staying facilities in Naldanga Upazila as it has been established as a new Upazila. You have to stay in Natore Sadar

Eating Facilities

নাটোরে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat