Array
(
[0] => Array
(
[name] => Balia Zamindar House
[post_id] => 17418
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/balia-zamindar-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Balia-Zamindar-House-5-300x200.jpg
[post_content] =>
Balia Zamindar House or Palace is once known as a symbol of dignity in this region. Still some of the ancestors of this zamindari estate living in Kolkata. Interviewing local folks ORB team came to about its identity and partial history, which could be possibly will help to rebuild its actual history in near future.
So far we came to know from different sources that, this zamindari was founded by man named Zamindar Malik Muhammad Box (জমিদার মালিক মুহাম্মদ বক্স) who came to this region from Multan. His son Hazi Malik Karim Box (হাজি মালিক করিম বক্স) was chronologically the second successful famous zamindar of this estate who donated a big amount of money from ‘Kashmir & Kyed-E-Azam relief fund’.
According to the old people of Balia this building is more than 400 Years old. There is a little difference between this Zamindar house with others. It’s one of the few Zamindari estate in Bangladesh which was being founded by Muslim zamindars where as rest of others being established by Hindu zamindars.
This old house is on the way to ruin, most of its building material is being removed. Except its tall dome and a triangular pediment rest others element is lost in course of time.There is a three domed Mosque in front this old House which could be possibly built in some later time.
)
[1] => Array
(
[name] => Nateshwar Buddhist Temple
[post_id] => 8320
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nateshwar-buddhist-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/NT-12-300x225.jpg
[post_content] =>
Nateshwar Buddhist temple is one of the ancient Buddha temple in Bangladesh. Very recent years, Archaeologist discovered it by conducting recurring excavations. Joint team of archaeologists from Bangladesh and China has unearthed this ancient Buddhist temple with unique architectural features at the village Nateshwar in Munshiganj.
It is believed that this discovery will offer interesting glimpses into the early life of Atish Dipankar. A renowned Buddhist saint and scholar in Asia, who was born in this area over a thousand years ago. In the year of 2015, A 50-day excavation has been conducted in Nateshwar, which was started in 2013 by Agrasar Vikrampur Foundation.
Important Findings: Recent excavation has unearthed several valuable features from this renowned archaeological site. A massive octagonal stupa and a pair of stupas with a four-meter wide wall which are the first of their kinds in the history of the country's archaeological excavations. Discoveries of two roads and a 2.75 meters wide wall to the site's southeast side speak of a rich urban area of a bygone era.
Besides, other important relics including ash pits and pottery items have also been recovered from the site, they added. Archaeologists from both the countries expressed hope that these finds would reveal many hitherto unrevealed sides of Atish Diponkor life as well as shedding light on the advent and decline of Buddhism in this region.
)
[2] => Array
(
[name] => {:en}Ashrafpur Mosque{:}{:bn}আশরাফপুর মসজিদ{:}
[post_id] => 4267
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ashrafpur-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN10881-300x225.jpg
[post_content] => {:en}Ashrafpur is an ancient village of Shibpur Upazila under Narsingdi district. In this village there was two seventh century’s copperplate inscription discovered. Ashrafpur Mosque is situated 1 kilometer south to the finding place of these copperplates. An inscribed stone of this Mosque,Once which was attached to the mosque and now preserved in the Bangladesh national museum, reveals that the mosque was built in 930 AH/ 1524 AD by Dilwar Khan during the reign of Sultan Nasiruddin Abul Muzaffar Nusrat Shah (1519-1532).
The mosque, ruined by the earthquake of 1897, was abandoned, prayer in it discontinued and in course of time it got shrouded by jungle. In 1940 the jungle was cleared and the mosque recovered under the leadership of Mowlana Syed Ali. Even at that time the Mihrab and a portion of the western wall was extant. It was a single domed small mosque built in the sultanate style. Later on, a three-domed modern mosque has been built on the same site where once stood the Sultani mosque.{:}{:bn}
আশরাফপুর গ্রামে যে স্থানে ৭ শতকের দুটো তাম্রফলক পাওয়া গিয়েছিল সেই স্থানের ১ কিলোমিটার দক্ষিনে আশরাফপুর মসজিদটি অবস্থিত। আশরাফপুর মসজিদের শিলালিপিটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপি থেকে জানা যায় যে ৯৩০ হিজরী এবং ১৫২৪ খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ এর শাসনামলে (১৫১৯-১৫৩২) জনৈক দিলওয়ার খান এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন।
১৮৯৭ সালের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ হবার পর মসজিদটিকে পরিত্যাক্ত করা হয় এবং ধীরে ধীরে মসজিদটি জঙ্গলে ঢেকে যায়। ১৯৪০ সালে মওলানা সৈয়দ আলীর নেতৃত্বে জঙ্গল পরিষ্কারের পর মসজিদটিকে উদ্ধার করা হয়। সেসময় মসজিদের মিহরাব এবং পশ্চিমদিকের দেয়ালের অস্তিত্ব ছিল। এক গম্বুজ বিশিষ্ট ছোট এই মসজিদটি সুলতানাত শৈলীতে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই মসজিদের স্থানেই একটি তিন গম্বুজ বিশিষ্ট আধুনিক মসজিদ নির্মাণ করা হয়।
আশরাফপুরের তাম্রফলকের অভিলিখন:
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত আশরাফপুর গ্রামটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১১৮৫ সালে মিয়া বখশ খান নামের একজন গ্রামবাসী এখানে একটি মাটির স্তূপ থেকে ৭ শতকের দুটি তাম্রফলকের সন্ধান পান। তাম্রফলকের অভিলিখন থেকে জানা যায় খাডগা বংশের জনৈক দেবখাডগা এখানকার বৌদ্ধ সংঘ এবং বিহারকে কিছু জমি দান করেছিলেন। এখানে মাটি খনন করে কিছু প্রাচীন ইট এবং একটি ধ্বংসপ্রাপ্ত দেয়ালের অংশবিশেষও উদ্ধার করা হয়।
এই স্থানে আনুষ্ঠানিকভাবে খননকাজ করা না হলেও মানুষের বসতি নির্মাণের সময় কিছু খনন করার প্রয়োজন হয়েছিল। ইতিহাসবিদরা মনে করেন এখানে অবস্থিত বৌদ্ধ বিহারটি ছিল অত্র অঞ্চলে বৌদ্ধ ধর্ম চর্চা এবং শিক্ষার একটি কেন্দ্র।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Jagaddal Vihara{:}{:bn}জগদ্দল বিহার{:}
[post_id] => 3652
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/jogoddol-vihara/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Jogoddol-Bihar-Naogaon-01-300x225.jpg
[post_content] => {:en}
Jagaddal Vihara is located approximately 55km away from Noagaon Zilla sadar. It is a very ancient site. Locals call it as remnants of Bot Krishna Zamider Bari. Jagaddala Mahavihara was a Buddhist monastery founded by the later kings of the Pala dynasty, possibly Rampala (1077-1120), most likely at a site near the present village of Jagaddal in Dhamurhat Upazila in the north-west Bangladesh on the border of India, near Paharpur. Jagaddala Mahavihara (fl. late 11th century - mid-12th century) was a Buddhist monastery and seat of learning in Varendra, a geographical unit in present north Bengal. It was founded by the later kings of the Pāla dynasty, probably Ramapala (c. 1077-1120), most likely at a site near the present village of Jagdal in Dhamoirhat Upazila in the north-west Bangladesh on the border with India, near Paharapur. Some texts also spell the name Jaggadala.
A large number of monasteries or viharas were established in ancient Bengal and Magadha during the four centuries of Pala rule in North-eastern India (756-1174 AD).Dharmapala (781-821) is said to have founded 50 viharas himself, including Vikramashila, the premier university of the era. Jaggadala was founded toward the end of the Pāla dynasty, most likely by Rāmapāla (c. 1077-1120). According to Tibetan sources, five great Mahaviharas stood out: Vikramashila; Nalanda, past its prime but still illustrious, Somapura, Odantapurā, and Jagaddala. The five monasteries formed a network; "all of them were under state supervision" and their existed "a system of co-ordination among them ... it seems from the evidence that the different seats of Buddhist learning that functioned in eastern India under the Pāla were regarded together as forming a network, an interlinked group of institutions," and it was common for great scholars to move easily from position to position among them.
Jagaddala specialized in Vajrayana Buddhism. A large number of texts that would later appear in the Kanjur and Tengjur were known to have been composed or copied at Jagadala. It is likely that the earliest dated anthology of Sanskrit verse, the Subhāṣitaratnakoṣa, was compiled by Vidyākara at Jaggadala toward the end of the 11th century or the beginning of the 12th.
{:}{:bn}
জগদ্দল বিহার নওগাঁ জেলা সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন স্থান। স্থানীয়রা এটিকে বটকৃষ্ণ জমিদার বাড়িও বলে থাকে এবং জায়গাটিকে জজ্ঞদল হিসেবেও বলা হয়ে থাকে। বর্তমান উত্তরবঙ্গের বরেন্দ্রতে (১১শ শতাব্দীর শেষ থেকে ১২শ শতাব্দীর মধ্যে) এটি ছিল একটি বৌদ্ধ বিহার এবং শিক্ষাদান কেন্দ্র। পাল রাজবংশের রাজা সম্ভবত রামপাল (১০৭৭-১১২০) পাল শাসনামলের শেষার্ধে এটি প্রতিষ্ঠা করেন উত্তরপশ্চিম বাংলাদেশে অবস্থিত ধামরিহাট উপজেলার জাগদাল গ্রামে যে জায়গাটি ভারত সীমান্তবর্তী এবং পাহাড়পুরের নিকটে অবস্থিত।
উত্তর-পূর্ব ভারতে পাল শাসনামলের চার শতকে (খ্রিস্টপূর্ব ৭৫৬-১১৭৪) প্রাচীন বাংলা এবং মাগাধাতে অনেক বিহার প্রতিষ্ঠা করা হয়। ধর্মপাল (৭৮১-৮২১) একাই ৫০টি বিহার প্রতিষ্ঠা করেন যার মধ্যে ছিল সে সময়ের প্রধান বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা। তিব্বতের সূত্র অনুযায়ী পাঁচটি শ্রেষ্ঠ মহাবিহার ছিলঃ বিক্রমশীলা ছিল সেই যুগের প্রধান বিশ্ববিদ্যালয়; নালান্দা; সোমপুর মহাবিহার; অদন্তপুর এবং জাজ্ঞাদলা। পাল আমলে পূর্ব ভারতে শিক্ষাদানকারী সবগুলো বৌদ্ধবিহার রাষ্ট্রের তত্ত্বাবধানে ছিল এবং বৌদ্ধবিহারগুলো একটি নেটওয়ার্ক তৈরি করেছিল এবং বিহারগুলোর মধ্যে সমন্বয় ছিল এতে করে মহান মনিষীদের জন্য বৌদ্ধবিহারগুলোর মধ্যে অবস্থান বদলানো সহজ হত।
বজ্রানা বৌদ্ধশাস্ত্রে বিশেষায়িত ছিল জগদ্দল। পরবর্তীকালে জানা যায় যে কানজুর এবং তেংজুরে উল্লেখিত প্রচুর অক্ষর এই জগদ্দলেই গঠন করা হয়েছিল। সম্ভবত সাংস্কত ভাষার প্রাচীনতম সংকলন সুভাসিতারত্নকোষ জগদ্দলেই ১১শ শতাব্দীর শেষের দিকে অথবা ১২শ শতাব্দীর শুরুতে গঠন করা হয়।
{:}
)
)