মহেরা জমিদার বাড়ী

Type: প্রাসাদ
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা বিশ্বাস করেন যে এই অঞ্চলে জমিদারী প্রথার আরম্ভ হয়েছিল ১৮৯০ সালের দিকে। কালীচরণ সাহা ছিলেন এখানকার প্রথম জমিদার। এখানকার জমিদাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমান ভুসম্পত্তির মালিক ছিল এবং জমিদারী করার পাশাপাশি তাঁরা এখানে পাট ও লবনের ব্যাবসাও করত। দেশ বিভাগ এবং স্বাধীনতা যুদ্ধের সময় বেশীরভাগ জমিদার ভারতে চলে যান তবে টাঙ্গাইলে কিছু জমিদার এখনও বাস করছে। তাঁদের আকর্ষণীয় প্রাসাদগুলো বর্তমানে পর্যটন স্পটে পরিনত হয়েছে। যেহেতো জমিদারেরা ধনী ছিলেন তাই স্থানীয়রা মনে করেন এসব জমিদারবাড়ি জমিদারী প্রথা চালু হওয়ার পূর্বেই নির্মাণ করা হয়েছিল।

মহেরা জমিদার বাড়িতে কয়েকটি ভবন রয়েছে। নিম্নে এসব ভবনের বর্ণনা প্রদান করা হলঃ

চৌধুরী লজঃ মূল ফটক দিয়ে জমিদারবাড়ির সীমানায় প্রবেশ করলে সর্বপ্রথম চৌধুরী লজ আপনার চোখে পরবে। গোলাপি রঙের এই ভবনের সামনের দিকে রোমানশৈলীতে নির্মিত পিলার রয়েছে। চমৎকার নকশাখচিত এই ভবনের ভেতরের ছাদটি ঢেউ খেলানো। দোতলা এই ভবনের সামনে বাগান রয়েছে এবং শিশুদের খেলার মাঠ রয়েছে। এছাড়া ভবনের পেছনদিকটাও বেশ দৃষ্টিনন্দন।

আনন্দ লজঃ আনন্দ লজকে বলা যেতে পারে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। সাদা ও নীল রঙের ছোঁয়াসমৃদ্ধ ভবনটির সামনে আটটি কলাম রয়েছে। এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিন তলার ঝুলন্ত বারান্দা। এছাড়া আনন্দ লজের সামনে একটি চমৎকার বাগান রয়েছে।

মহারাজ লজঃ বাইজেনটাইন শৈলীতে নির্মিত এই গোলাপি ভবনের সামনে ৬ টি কলাম রয়েছে। মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিংটি ভবনের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে। অন্যান্য ভবনের মত মহারাজ লজের সামনেও একটি বাগান আছে। ভবনের পেছনে একটি টেনিস কোর্ট আছে।

কালীচরণ লজঃ জমিদারীর শেষ পর্যায়ে নির্মিত হওয়ায় এই ভবনটি দেখতে অন্যান্য তিনটি ভবন থেকে আলাদা। অন্যান্য ভবনগুলোর চেয়ে কালীচরণ লজে কক্ষের সংখ্যাও বেশি। ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকারের এই ভবনটির স্থাপত্যশৈলী ইংরেজ আমলের অন্যান্য ভবনের মতই। কালীচরণ লজের এই আকারের জন্য বিকালবেলা ভবনের ভেতর থেকে চমৎকার আলো আধারির খেলা দেখা যায়।

অন্যান্য ভবনসমূহঃ উপরোক্ত আকর্ষণীয় স্থাপত্যশৈলীর ভবনগুলো ছাড়াও জমিদারবাড়ির সীমানায় রয়েছে বেশকিছু ভবন যেমনঃ কাচারি ভবন, নায়েব ভবন রানী মহল ইত্যাদি। এছাড়া এখানে বেশকিছু পুকুর আছে যেমনঃ বিশাকা সাগর, পশরা সাগর ইত্যাদি।


How to go

১।  ঢাকার মহাখালি থেকে টাঙ্গাইলে চলাচলকারী বিভিন্ন বাসে যেমনঃ ধলেশ্বরী, ঝটিকা পরিবহনে করে এখানে আসতে পারবেন। তবে আপনাকে মির্জাপুরের পাকুল্লার পরই অবস্থিত নাটিয়াপাড়ায় নামতে হবে। নাটিয়াপাড়ার জিপিএস অবস্থান হল   (২৪°১০’২৪.৩২”উ, ৯০° ১’১.৪৯”পু)।

২। নাটিয়াপাড়া থেকে আপনাকে সিএনজি অটোরিকশা, টেম্পো, অথবা রিকশায় করে মহেরাপাড়া পুলিশ প্রশিক্ষন কেন্দ্রে পৌছাতে হবে। এখানেই জমিদারবাড়িটি অবস্থিত। মহেরা জমিদারবাড়ির জিপিএস অবস্থান হল (২৪°৯’৪৪.৪৯”উ, ৯০°২’৩১.৯৯”পু)।

এছাড়া আপনি এখানে ব্যাক্তিগত গাড়িতে করেও আসতে পারেন। সে ক্ষেত্রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিপিএস পয়েন্ট (২৪° ৯’৫২.৫৫”উ, ৯০°১’৩.০১”পু)এ আপনাকে ডানে মোড় নিতে হবে।

How To Reach: ঢাকা জেলা

Most popular transport system in Dhaka city is Rickshaw. You can find available buses (Local or direct service) in coming inside or move outside Dhaka city. There are other transport systems like Trains, Rivers and Air.

Where to Stay

There are more than 71 quality hotel in Dhaka. Some are listed below…

1. Pan Pacific Sonargaon Hotel, Dhaka
107 , Kazi Nazrul Islam Avenue
Dhaka, Bangladesh
Tel: +880 2 811 1005
Website : Pan Pacific Sonargaon Hotel, Dhaka

2. Ruposhi Bangla Hotel
1 Minto Road, Shahbagh, Dhaka,
Bangladesh.
Phone : 88-02-8330001
Fax : 88-02-8312975
Email : sales@ruposhibanglahotel.com
Website : Ruposhi Bangla Hotel

3. Radisson Water Garden Hotel, Dhaka
Airport Road, Dhaka Cantonment,
Dhaka 1206 Bangladesh.
Telephone: + 88 02 8754555
Fax: + 88 02 8754554 , + 88 02 8754504
Email : reservations.dhaka[at]radisson.com
Website : Radisson Water Garden Hotel
Dhaka Bangladesh

4. Dhaka Regency Hotel & Resort
Airport Road, Nikunja 2
Dhaka 1229, Bangladesh.
Phone : +88-02-8913912, +880 2 8900250-9
Fax : +88-02-8911479
Email : info@dhakaregency.com
Website : www.dhakaregency.com

5. Best Western La Vinci Hotel, Dhaka
54, Kawran Bazar,
Dhaka-1215, Bangladesh
Phone No : 880-2-9119352
Fax No : 880-2-9131218
E-mail : lavinci[at]bol-online.com ,
reservation[at]lavincihotel.com
Web : www.lavincihotel.com

Eating Facilities

মহেরা পুলিশ প্রশিক্ষন কেন্দ্রে একটি ক্যান্টিন রয়েছে। তাই আপনাকে মধ্যাহ্ন ভোজের জন্য দুশ্চিন্তা করতে হবেনা।

Travel Tips

বর্তমানে এই জমিদারবাড়িটি একটি পুলিশ প্রশিক্ষন কেন্দ্র অবস্থিত। তবে আপনি ২০/- টাকা প্রবেশ মূল্য দিয়ে জমিদারবাড়িটি ঘুরে দেখতে পারবেন।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat