Array
(
[0] => Array
(
[name] => Shahrail Boro Bari
[post_id] => 17381
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shahrail-boro-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/shahrail-boro-bari-11-300x224.jpg
[post_content] =>
If you are travelling Singair Upazila of Manikganj District then there will be a significant number of options come to your hand for paying a visit. A traveler or explorer who is interested in travelling old houses, then we may suggest whenever you will reach there at Singair Bazar, you would rather take a left turn and cover a distance of around 7-8 km to get there at the old house name Shahrail Boro Bari (সাহরাইল বড় বাড়ি) situated nearby Charigram Bazar. We could not revealed actual history as it is not being well documented anywhere about this Old House.
It seems hard for ORB (Offroad Bangladesh) team to recover the elaborate background history of this place until there is any publication or thesis report being found. We observed people calling this house a zamindar Palace as it is very common trends in our country to name a Old house Zamindar Bari .
So far our experts team can assume is that this House could be a part of Zamindari estate previously as we have discovered so many palatial houses around the same district. But considering the structure, the building layout, and the decorative patterns that are still visible in open eyes we can say at best, it was possibly the residential block of the eminent officials of the estate.
Interviewing the local folks we came to know that this property belonged to two Saha brothers named Ram Mohon Saha and Koushik Saha who allegedly sold off the property to its current owner a former Member of Parliament, before migrating to India. The owner we were told is planning on dismantling the damages and renovating the building.
)
[1] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Old Railway Station{:}{:bn}পুরাতন রেলওয়ে স্টেশন{:}
[post_id] => 7048
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/old-railway-station/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Old-Railway-Station1-300x240.jpg
[post_content] => {:en}
Chittagong has two railway stations. One is new and another is old, which was built by the British Government. There is a highway beside the station which is called station road. This old railway station is very near from the hotel "Golden Inn". Basically it’s not a tourist place but its old red structure can lure you to visit the station.
This station is not function for long road journey. Some local train take a stoppage here. Also some goods caring trail used to load or unload their goods at this place.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
চট্রগ্রামে দুটি রেলস্টেশন আছে। একটি নতুন এবং অপরটি পুরাতন। পুরাতন রেলওয়ে স্টেশন ইংরেজ শাসনামলে নির্মাণ করা হয়েছিল। স্টেশনের পাশ দিয়ে মহাসড়ক চলে গিয়েছে যেটির নাম স্টেশন রোড।
পুরাতন রেল স্টেশনের খুব কাছেই ‘গোল্ডেন ইন’ হোটেল অবস্থিত। পর্যটন স্পট না হলেও পুরাতন স্টেশনের লাল ভবনটি আপনাকে আকর্ষিত করবে। এই স্টেশনে কিছু ট্রেইলার মাল খালাস করে এবং কিছু লোকাল ট্রেন থেমে থাকে। দীর্ঘদিন যাবত এই পুরাতন রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছে না। এ কারনে এখানে খুব একটা ভিড় পরিলক্ষিত হয়না। পুরো স্টেশনটি ঘুরে দেখতে ১৫ মিনিটের মত সময় লাগবে। চট্রগ্রামে আসলে এই পুরাতন রেলস্টেশনটি দেখতে আসার সুযোগ হাতছাড়া না করাই ভাল।
{:}
)
[3] => Array
(
[name] => House of Poet Quazi Kader Newaj
[post_id] => 18491
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/house-of-poet-quazi-kader-newaj-2/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/09/house-of-poet-Quazi-Kader-Newaj2-300x225.jpg
[post_content] =>
Historic and archaeological importance of the majestic house of poet Quazi Kader Newaj, an icon of Bangla literature, has been lying uncared in Sreepur upazila town under Magura district, as the authorities concerned are ignoring its tourism potentials.
The poet is specially recalled for his masterpiece of poetry ‘Shikhaker Marjada’. The poet was also a freedom fighter as he played an important role during the liberation war. He was also a good teacher. The poet and his kin were buried along this majestic building.
The splendid building still stands tall along the bank of the Kumar River beckoning the people passing by it to have a look of its grandeur and magnificence. None can resist the temptation of taking a look at the captivating old structure when one passes by it.
In the absence of proper maintenance and renovation, weeds have grown in and around the house while the mossy bricks are crumbling down from the decaying structure. The house has lost much of its charm of terracotta due to the authorities’ negligence. Locals have already taken away many of the bricks, plaques, wooden doors and windows. The house has become a safe haven for drug addicts and gamblers due to lack of proper initiatives for its preservation and maintenance. Local people use the building as their cowshed and it has turned into the public toilet.
Unfortunately, the government has done nothing to renovate the palace, though the historic site can fetch a large amount of revenue every year.
)
)