Array
(
[0] => Array
(
[name] => {:en}Natore Rajbari{:}{:bn}নাটোর রাজবাড়ি{:}
[post_id] => 3706
[post_link] => http://offroadbangladesh.com/places/natore-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/IMG_20150723_053634-300x225.jpg
[post_content] => {:en}
Natore Rajbari (also known as Pagla Raja's Palace, Natore Palace) was a prominent royal palace in Natore, Bangladesh. It was the residence and seat of the Rajshahi Raj family of Zamindars. Famous queen Rani Bhabani lived here and after the death of her husband, expanded both the estate and the palace.
Natore Zamindars was one of the largest Zamindaris of Bengal. The originators of this Zamindari were Ramjivan and Raghunandan both sons of Kamdev. Ramjivan's daughter-in-law was Rani Bhabani (1716-1795), a legendary name in Bengal politics in the 18th century and an endearing personality in every home of the country due to her boundless generosity and public spirit. After becoming Zamindar Ramjivan built his Rajbari at Natore occupying a huge area of 50.42 acres of land and it is enclosed within two rings of defensive moats-one within the other. The moats are now dotted with large tanks, orchards and flower gardens surrounding the derelict ruins of the seven surviving detached palaces. Of these only four deserve description while the rest are in advanced stage of disintegration and are of no architectural significance.
After the death of the great queen, her adopted son Ramkrishna ruled the area. After his death, his two sons Sibnath and Vishwanath became the co-sharers of the Natore Zamindari in 1778. The whole Zamindari was divided between them, and the part of the eldest son was known as "Boro Taraf" and the part of the youngest son was known as "Chhoto Taraf". The Rajbari was protected on all sides by ditches. There were nine buildings in this Rajbari. They are the palace of Boro Taraf, The palace of Choto Taraf, Kachari Bhavan and Guard House of Boro taraf, Kachari Bhavan of Choto Taraf, Rani Bhavan, Guest House, Madhu Rani Bhavan etc.
The main palace block (Boro Torof), now housing the newly created deputy commissioner's office, faces a large open lawn to the south. Two other single-storied blocks, placed on the west and the south, look over the lawn and are laid out in the form of an English "U" with the open side on the east. The main northern block, facing south, has a frontage of about 100'-0" with a prominently projecting porch in the middle and two slightly projecting bays at either end, all carrying triangular pediments above. The elegant central porch is supported on a series of Corinthian columns and semi-circular arches in the typical classical Roman style and the veranda in front of the apartments are also similarly relieved. The whole facade is tastefully decorated with geometric and floral panels in plasterwork. This block contains twelve spacious apartments, disposed on either side of the large reception hall (7.47m × 16.01m) which is located in the middle. The access to the reception hall (60'-0"x 30'-0") is gained through another large hall and is backed by a 10'-0" wide veranda on the north.
The lofty ceiling of the central hall, rises to a height of 30'-0" and is lit by eighteen clerestory windows, originally fitted with colored glass panes, whilst the roof of the other rooms are considerably lower in height. The entire floor of this block is laid in black and white imported marble. The back veranda is supported on twenty pairs of Corinthian columns, the capitals of which contain within its acanthus leaves, some classical nude female figures. The western block, placed at right angles to the main block, has about a 200'-0" frontage and faces the lawn on the east. It is also a single-storied building with an arched projecting bay in the middle. A strip of veranda, supported on a series of paired Doric columns, runs the entire length of the block. Entering through the arched central bay there is access into an open of longed court, occupied by typical 'nat-mandap'. Beyond and further to the west, is a Krishna temple. This family shrine has a 50’-0” wide frontage, backed by a 10’-0” wide veranda which carried on a series of double Corinthian columns.
This ‘nat-mandap’ has a humped tin roof supported on a series of iron pillars. Placed at right angles to this block is another north facing single-storied building, which is about 150’-0” long and has central projecting porch. The porch entrance leads on to a long veranda running the entire length of the building behind which there are a series of apartments of varying sizes, somewhat similarly disposed as the former. A long veranda to the rear of this building overlooks a large tank. A series of Corinthian columns, which support veranda, projects as a semi-circle in the middle. The rear of this handsome block is tastefully decorated in plasterwork. The building at present is occupied by the office of the superintendent of police.
To the south-west rears of the second block a couple of very ruined single-storied residential buildings overlook a large tank from its northern bank. The smaller of these two structures presenting a 50’-0” frontage with a veranda, is relieved with a series of paired Doric columns while the larger adjacent block has a 100’-0” frontage with a veranda carried on a row of double Corinthian columns. Sadly both these ruins are now thickly covered with encroaching thickets and accumulating debris. However, the main palace block of the ‘Chhota-Taraf’, perched picturesquely on the western bank of this large tank and now occupied by the District Judge’s Court, is an imposing structure. The 70’-0” long façade has a prominently projecting central triple-arched portico.
The central part of the building, occupied by the reception hall projects above the flanking wings and is crowned by a pyramidal roof with clerestory windows. The parapet of the porch is decorated in plasterwork with two short projecting bays at either end of the building, each decorated with two pairs of Corinthian columns, which are topped by triangular pediments. Entering this palace block though the porch one encounters a long 10’-0” wide veranda with a black and white marble floor. Behind the veranda there is a row of apartments which lead on to the vast reception hall, measuring 7.32 meter x 15.55meter.
The lofty ceiling of reception hall is another hall measuring 50’-0”x20’-0” with a projecting balcony at the far end which overlooks the encircling moat. Although there are fifteen apartments including the central hall. The rear of the building also is tastefully relieved with Ionic capitals, floral motifs and bearded human heads in stucco. The two large halls of the palace, probably flagged in marble, are now devoid of their original floor, but the other apartments have white and black marble floors. Curiously the capitals most of the columns are of composite character with acanthus leaves intertwining Ionic roundels.
{:}{:bn}
নাটোর রাজবাড়ি পাগলা রাজার প্রাসাদ বলেও বহুল পরিচিত যেটি রাজ জমিদার পরিবারের বাসস্থান হিসেবে ব্যাবহার করা হত। রানী ভবানী এখানে বাস করতেন এবং মৃত্যুর পর তাঁর স্বামী এখানকার চা বাগান ও প্রাসাদের উন্নয়ন করেন। সাতটি আলাদা প্রাসাদের পরিত্যাক্ত ধ্বংসাবশেষ ঘিরে থাকা পরিখাগুলোতে এখন দেখা যায় ট্যাংক, অর্কিড এবং ফুলের বাগান। এই প্রাসাদগুলোর মধ্যে মাত্র চারটি এখন টিকে আছে কিন্তু বাকিগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। রানীর মৃত্যুর পর তাঁর দত্তক পুত্র রামকৃষ্ণ এই এলাকা শাসন করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর তাঁর দুই পুত্র শিবনাথ এবং বিশ্বনাথ নাটোর জমিদারবাড়ির যৌথ মালিক হন ১৭৭৮ সালে। পুরো জমিদার বাড়ি তাদের তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এরপর রাজবাড়িতে বড় পুত্রের অংশকে বলা হত “বড় তরফ” এবং ছোট পুত্রের অংশকে বলা হত “ছোট তরফ”।
রানী ভবানীর বড় পুত্র বড় তরফ নামে এবং ছোট পুত্র ছোট তরফ নামে পরিচিত ছিলেন। রানীর মৃত্যুর পর তাঁর দুই পুত্রের মধ্যে জমিদারী ভাগ হয়ে যায়। এখানে অনেক স্মৃতি স্তম্ভ আছে।
বাংলার অন্যতম বৃহত্তম জমিদারী ছিল নাটোরের জমিদারী। এই জমিদারীর সূচনা করেছিলেন কামদেবের দুই পুত্র রামজীবন এবং রঘুনন্দন। রামজীবনের পুত্রবধু ছিলেন রানী ভবানী। ১৮শ শতকে বাংলার রাজনীতিতে রানী ভবানী ছিলেন এক কিংবদন্তি। তাঁর জনপ্রিয়তা ও উদারতার কারনে দেশের প্রতিটি ঘরে তিনি আকর্ষণীয় ব্যাক্তিত্তে পরিণত হয়েছিলেন। জমিদার হবার পর রামজীবন ৫০.৪২ একর জায়গার ওপর দুই স্তরের পরিখার মধ্যে এই রাজবাড়িটি নির্মাণ করেন।
রাজবাড়িটির চতুর্দিক পরিখার মাধ্যমে সুরক্ষিত ছিল। রাজবাড়িতে নয়টি ভবন ছিল যেমনঃ বড় তরফের প্রাসাদ, ছোট তরফের প্রাসাদ, বড় তরফের কাচারি ভবন ও প্রহরী কক্ষ, ছোট তরফের কাচারি ভবন, রানী ভবন, অতিথিশালা, মধু রানী ভবন ইত্যাদি। ছোট তরফের প্রাসাদটি ১৯৮৪ সালে নাটোরের জজ কোর্ট হিসেবে ব্যাবহার করা হয়েছে। এখানে বেশ কিছু পুকুর আছে যার মধ্যে একটি ছিল ছোট তরফের এবং আরেকটি বড় তরফের।এখানে রানীমহল নামে একটি পরিত্যাক্ত প্রাসাদ আছে যেখানে রানী বাস করতেন।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Nuhash Polli{:}{:bn}নুহাশ পল্লী{:}
[post_id] => 3144
[post_link] => http://offroadbangladesh.com/places/nuhash-polli/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nuhash-Polli-by-Shameem-Bakhshi7-300x225.jpg
[post_content] => {:en}

Nuhash Polli was founded in 1997. Initially it covered 22 bigha of land. Now it covers around 40 bigha. Actor Dr. Ejaz helped procure the land. The heavenly 'village' was named after Nuhash, Humayun Ahmed and Gultekin Khan's (his first wife) son. Ahmed was very fond of music. He loved to live amidst nature and relished the date plantation, which he had set up inside Nuhash Polli.
Most paths in Pirozali (পিরুজালী) village, under Mirzapur union of Gazipur Sadar Upazila, are lined with thick Shal (শাল) forest. One path with its beautiful play of light and shadow, welcomes passers-by, leading them towards Nuhash Polli, 25 km from Gazipur Sadar. This was the heaven of Humayun Ahmed, a magician of words, who spent most of his time there after he started directing TV plays and films. Nuhash Polli was open to the public and visitors would traverse great distances to get a view of the picturesque estate.
There is a dighi (big pond) at the extreme north end of Nuhash Polli. A wooden bridge has been constructed over the pond. A tent was placed on an artificial island in the middle of the pond. Humayun Ahmed's wife, Meher Afroz Shaon, conceived a daughter who died before seeing the light of day. Ahmed called her Leelaboti, after whom the pond was named. Ahmed also wrote a multi-volume novel called “Leelaboti”.
A building called 'Bhutbilash' was constructed adjacent to the pond while Ahmed was receiving treatment in USA. The last time he visited Nuhash Polli, inaugurated 'Bhutbilash', hoping to behold a 'ghost', seated by the veranda of 'Bhutbilash' at midnight.
Nuhash Polli houses a large number of sculptures crafted by local sculptor Asaduzzaman Khan. Spectators cannot but be impressed by a sculpture, 'Ma O Shishu' (mother and child) at the entrance to Nuhash Polli. Ghost- shaped and frog-like sculptures have been made to amuse children. A tree house is a delight for children.
Ahmed enjoyed rainfall and moonlit nights. He created a room called “Brishti Bilash' from where he could observe the pattering rain. The green yard was always kept clean and tidy to indulge Ahmed's passion for watching the waxing and waning moon. The manager of Nuhash Polli, Bulbul, led a nine-member team in overseeing the overall management of the idyllic locale.
Whenever Humayun Ahmed travelled within and outside the country, he would collect various types of trees. About 300 species of medicinal and fruit trees can be found within the precincts of Nuhash Polli. The writer also had a tea plantation at Nuhash Polli, which still exists. Initially, Ahmed accompanied his guests while they wandered through the Nuhash Polli estate. He introduced the visitors to various species and would invite them to taste the leaves of a particular scented tree.
A swimming pool stands near the bedroom of the deceased writer. He would swim there at times with his dear ones. Once he swam with noted Indian litterateur Sunil Gangopadhyay. Nuhash Polli was Ahmed's favorite shooting spot for almost all the TV plays and films directed by him.

{:}{:bn}
গাজীপুরের পিরুজালী গ্রামের বেশীরভাগ পথই ঘন শালবনে আচ্ছাদিত। আলো আধারিতে ঢেকে থাকা এমনই একটি পথ আপনাকে নিয়ে যাবে গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত নুহাশপল্লীতে। কথার জাদুকর হুমায়ুন আহমেদের জন্য নুহাশপল্লী ছিল একটি স্বর্গ। টিভি নাটক এবং চলচ্চিত্র নির্মাণ শুরু করার পর তিনি তাঁর বেশীরভাগ সময় এখানেই কাটিয়েছেন। সকলের জন্য উন্মুক্ত নুহাশপল্লীতে আসলে ছবিরমত সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন।
১৯৮৭ সালে ২২ বিঘা জমির উপর স্থাপিত নুহাশপল্লীর বর্তমান আয়তন প্রায় ৪০ বিঘা। অভিনেতা ডাঃ ইজাজ এখানকার জমিটি কিনতে সহায়তা করেন। হুমায়ুন আহমেদ এবং তাঁর প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুহাশের নামে নুহাশপল্লীর নামকরণ করা হয়েছে। গান এবং প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালবাসতেন হুমায়ুন আহমেদ।জীবদ্দশায় সর্বশেষ নুহাশ পল্লীতে আসার পর তিনি নুহাশ পল্লীতে হেঁটে বেড়িয়েছিলেন এবং একান্ত কিছু মুহূর্ত প্রকৃতির কাছে থেকে অতিবাহিত করেছিলেন।নুহাশ পল্লীর উত্তর প্রান্তে একটি বড় পুকর রয়েছে যেটির উপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। পুকুরের মাঝে কৃত্রিম দ্বীপ তৈরি করে একটি তাঁবু টানানো হত। হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওনের একটি কন্যা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়। হুমায়ুন আহমেদ তাঁর সেই কন্যার নাম দিয়েছিলেন লীলাবতি। এই পুকুরটির নামও রাখা হয়েছে লীলাবতি। হুমায়ুন আহমেদ লীলাবতি নামে একটি গ্রন্থও রচনা করেছেন।
হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার সময় এই পুকুরের পাশেই ‘ভুতবিলাস’ নামে একটি ভবন নির্মাণ করা হয়। জীবদ্দশায় সর্বশেষ নুহাশ পল্লীতে আসার পর হুমায়ুন আহমেদ ভুত বিলাসের উদ্বোধন করেছিলেন। তিনি মনে করতেন মধ্যরাতে ভুতবিলাসের বারান্দায় বসে থাকলে ভুতের দেখা পাওয়া যাবে।
স্থানীয় স্থপতি আসাদুজ্জামান খানের তৈরি করা বেশকিছু ভাস্কর্য রয়েছে নুহাশ পল্লীতে। এখানে প্রবেশের সময় ‘মা ও শিশু’ নামক ভাস্কর্যটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। শিশুদের আনন্দ দিতে এখানে ভুত এবং ব্যাঙের আকারের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া এখানকার ট্রি হাউজটি শিশুদের আনন্দের অন্যতম উৎস।হুমায়ুন আহমেদ ভালবাসতেন বৃষ্টি এবং পূর্ণিমার রাত। বৃষ্টি দেখার জন্য তিনি ‘বৃষ্টি বিলাস’ নামে একটি কক্ষ নির্মাণ করেছিলেন। হুমায়ুন আহমেদ যেন চাঁদের ছায়া দেখতে পারেন এজন্য এখানকার সবুজ উঠান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হত। নুহাশ পল্লীর ম্যানেজার বুলবুল নয়জনের একটি দল নিয়ে এখানকার সবকিছু দেখাশোনা করেন।
হুমায়ুন আহমেদ যখনই দেশে ও বিদেশে ভ্রমন করতেন তিনি বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতেন। নুহাশ পল্লীতে প্রায় ৩০০ প্রজাতির ফলের এবং ঔষধি গাছ রয়েছে। এছাড়া তিনি এখানে খেজুর গাছ এবং চা গাছ লাগিয়েছিলেন যা এখনও আছে।প্রথমদিকে হুমায়ুন আহমেদ নুহাশ পল্লীতে মেহমান নিয়ে আসতেন যারা নুহাশ পল্লী ঘুরে দেখত। তিনি অতিথিদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিতেন এবং একটি বিশেষ সুগন্ধিযুক্ত গাছের পাতার স্বাদ গ্রহনের আমন্ত্রন জানাতেন।
বরেণ্য এই লেখকের শোবার ঘরের কাছেই রয়েছে একটি সুইমিংপুল। মাঝে মাঝে প্রিয়জনদের নিয়ে তিনি এখানে সাঁতার কাটতেন। একবার হুমায়ুন আহমেদ ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কে নিয়েও সাঁতার কেটেছিলেন। হুমায়ুন আহমেদের পরিচালিত বেশীরভাগ সফল নাটক ও সিনেমার শুটিং করা হয়েছিল এই নুহাশ পল্লীতেই।
{:}
)
[2] => Array
(
[name] => Himchhari National Park
[post_id] => 7136
[post_link] => http://offroadbangladesh.com/places/himchhari-falls-and-echo-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Himchhari-21-300x240.jpg
[post_content] =>
Himchhari Natural Park is just around 5 kilometers apart from the main town. You can reach at that place by any kind of vehicles. To enter the area, you'll need to buy tickets. Which is around 20 taka. There is only two place that you can enjoy at the park, one is the falls, and another one is the top of the hill.
)
[3] => Array
(
[name] => Bahadur Shah Park
[post_id] => 7386
[post_link] => http://offroadbangladesh.com/places/bahadur-shah-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Bahadur-Shah-Park1-240x300.jpg
[post_content] =>
Bahadur Shah Park was known as Victoria Park initially. This is located at Lakkhibazar (laxmibazar or lokkhibazar) in old Dhaka. It has roads all-around of it. This is a small park and it may appear to you as a road circle to you.
The main history behind this park is, during the Sepoy's mutiny against British, hundreds of sepoys and their civil compatriots were publicly hanged, around the year 1857. Later on, at 1858, the Nawab Khwaja Abdul Ghani took an initiative to build a monument to commemorate the Sepoys.
This park was renowned as Victoria Park till 1947. But after that, it is renamed as Bahadur Shah Park after the name of "Bahadur Shah II", the last Mughal Emperor. But still now, local people used to call this park as Victoria Park. So keep this on your mind when you'll visit the place, otherwise you may find difficulties to locate the park.
)
)