Array
(
[0] => Array
(
[name] => {:en}Jaflong{:}{:bn}জাফলং{:}
[post_id] => 4142
[post_link] => http://offroadbangladesh.com/places/jaflong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/800-Jaflong_Sylhet_Shahnoor-Habib-Munmun1-300x225.jpg
[post_content] => {:en}
Jaflong is a union situated at Bangladesh-India border. Jaflong is a landscape beauty among gardens and hills. It is situated next to the river Peain round Hill Khashia. The Mari River originating from the great Himalayas brings tons of stone slabs with its stream. It’s a hilly area comprising of green forests.
Jaflong is a hill station and popular tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. Jaflong is famous for its stone collections and is home of the Khasi (also known as Khasia) tribe.
Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It is about 60 km from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rare beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.
{:}{:bn}
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী খাসিয়া পাহাড়ের কোলে মারি নদীর পাশে অবস্থিত পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্য ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নাম জাফলং। হিমালয় থেকে সৃষ্ট মারি নদী এখানে প্রচুর পরিমানে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে।
জাফলং হল সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সড়কপথে পৌছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস এই দুটি কারনে জাফলং এর খ্যাতি রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের বিরল সৌন্দর্যের দেখা মিলবে এখানে।
{:}
)
[1] => Array
(
[name] => Hatir Pahar
[post_id] => 7019
[post_link] => http://offroadbangladesh.com/places/hatir-pahar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Hatir-pahar1-300x240.jpg
[post_content] =>
Near to the Sahasradhara falls, according to the local people, there is another spot named "Hatir Pahar" or “The Mountain of elephant”. Actually it’s a mountain at far side, which looks like an elephant that is why local people have given such a name.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
)
[2] => Array
(
[name] => {:en}Tahjingdong{:}{:bn}তাজিংডং{:}
[post_id] => 5352
[post_link] => http://offroadbangladesh.com/places/tahjingdong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Peak-of-Tajingdong1-300x225.jpg
[post_content] => {:en}
Tahjingdong is believed to be the tallest mountain of Bangladesh. According to the local tribal language Tahjing means Great & Dong means Hill and thus the name Tahjingdong or Great Hill. The highest peak of this mountain is around 4,300 ft. above sea level. Thousands of tourist gather each year in Ruma Upazila to recompense a stopover of Tahjingdong. There are several different Tribal communities living on the areas surrounding the mountains whose unique cultures and living styles revolve around nature and the simple way of life.
Once upon a time, the journey to Tahjingdong was thought to be a tough and a difficult one to make, but today a lot of tourists take part in this journey for the sake of adventure and its amazing beauty. The scenic beauty of this place is not just restricted to the mountain and is spread far and wide all along the way to Tahjingdong. However, for the duration of the rainy season it’s a real hardship to climb it. Also, particularly in the winter season, lots of tourists endeavor to conquer it on foot as an adventure. At present one, can reach close to the Keokradong by Chander Gari (Jeep) which when translated to English means 'The Moon Car'. The remaining path has to be accomplished on foot. For those having experience in trekking, will find it quite an easy journey to make and for those who do not, it might be a little difficult at first but the surrounding heavenly scenery along with the fresh clean air of the mountain side will certainly make it a truly enjoyable experience that one would not forget easily. And finally, let us not forget the view from the top, standing among the clouds and looking over at the world stretching below you, paradise on earth.
{:}{:bn}
বাংলাদেশের সর্বচ্চ পাহাড়ের নাম তাজিংডং। স্থানীয় ভাষায় তাজিং অর্থ বিশাল এবং ডং অর্থ পাহাড় একত্রে যার অর্থ দাড়ায় বিশাল পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৩০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ে হাজার হাজার পর্যটক বেড়াতে এসে থাকেন। এখানে তাজিংডং ছাড়াও রয়েছে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যাদের সংস্কৃতি এবং জীবন বৈচিত্র্য প্রকৃতির সাথে সম্পৃক্ত। একসময় তাজিংডং এ পৌঁছানো দুরুহ হলেও বর্তমানে প্রচুর পর্যটক প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য এখানে এসে থাকেন। শুধু তাজিংডং এ নয় প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে আছে এর আশেপাশেও। বর্ষাকালে এখানকার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় না। তবে, শীতকালে অনেক পর্যটক এখানকার সৌন্দর্য উপভোগ করতে পায়ে হেঁটে এসে থাকেন। তবে, বর্তমানে চান্দের গাড়িতে করে আপনি তাজিংডং এর কাছাকাছি পৌছাতে পারবেন। তবে, বাকি পথ আপনাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। শীতকালে এখানে আসলে আপনাকে গরম কাপড় পরিধান করতে হবে। তাজিংডং এ পৌঁছানোর পথে হাঁটার অনন্য অভিজ্ঞতা আপনার মনে থাকবে বহুদিন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Keokradong{:}{:bn}কেওক্রাডং{:}
[post_id] => 1004
[post_link] => http://offroadbangladesh.com/places/keokradong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Keokradong-300x215.jpg
[post_content] => {:en}
Keokradong is the second highest mountain of Bangladesh, about 4,035 ft (1,230 meters) high from the sea level. It is situated 30 km away from the Ruma Sadar Upazila of Bandarban District. This remote area is full of natural beauty, consisting of small and big mountains and hills. This area is covered with dense forests, birds and animals.
Keokradong is located on the border between Bangladesh and Myanmar. You may be surprised after seeing its beauty. This natural beauty may attract the mind of the adventurous people. It is visited by many adventurous tourists in winter. Dazzling beauty of green hill, cool fountains, zigzag paths, hilly road side, hide and seek game of clouds on the top of the hill; all of these are simply mind-blowing.
{:}{:bn}
বাংলাদেশের দ্বিতীয় সর্বচ্চ পাহাড় হল কেওক্রাডং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০৩৫ ফুট (১,২৩০) মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি বান্দরবান জেলার রুমা সদর উপজেলায় বাংলদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকায় অবস্থিত। ছোট বড় পাহাড়, ঘন জঙ্গল, এবং নানা ধরনের পশুপাখিতে পরিপূর্ণ এই দুর্গম এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অবাক হবেন। রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে কেওক্রাডং এক অন্যরকম আকর্ষণের নাম। শীতকালে অ্যাডভেনচারপ্রেমী বহু পর্যটক এই পাহাড়টি দেখতে আসেন। এখানকার আকর্ষণের মধ্যে রয়েছেঃ সবুজ পাহাড়ের তাক লাগানো সৌন্দর্য, ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং পাহাড়ের উপর থেকে মেঘের লুকোচুরি।
{:}
)
)