Array
(
[0] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
[1] => Array
(
[name] => House of Brajen Munshi
[post_id] => 6440
[post_link] => http://offroadbangladesh.com/places/house-of-brajen-munshi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/House-of-Brajen-Munshi-300x200-300x200.jpg
[post_content] =>
Munshi Bari is situated at Dhoroni union from 7 km north-east of Ulipur sub district in Kurigram district. Brajen Munshi Agent of landlord Subarnamayi established this house for his one use. An inscription of a building beside the house established by Brajen Munshi indicate the established date 1880 A.D. From here, it is assumed that house of Brajen Munshi was built from few days before of that building. Now this building use for union Tahasil office.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
)
[2] => Array
(
[name] => {:en}Arpara Munshi Bari{:}{:bn}আড়পাড়া মুন্সীবাড়ি{:}
[post_id] => 5967
[post_link] => http://offroadbangladesh.com/places/arpara-munshi-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Arpara-Munshi-Bari-Gopalganj-011-300x225.jpg
[post_content] => {:en}
Arpara Munshi Bari (আড়পাড়া মুন্সীবাড়ী) is located near at Arpara (আড়পাড়া) of Gopalganj district. This is situated beside a man-made straight canal named 'Beel Route Canal'. This is mainly a two stored building and not that much older. But due to lack of care (and also the owner shifted to new place) it is a haunted house now a days.
The windows of this house are missing, doors are gone; trees have grown over this building and started covering it. You can hear lot of chirping sounds of birds; but it is actually a hideout for the bats. Thousands of bats you can see hanging upside down from the roof, and lot of them are flying randomly around and making the noise. It looked slight scary, but an amazing thing to watch.
Probably it’s around 50-60 years of old building and built by a rich family having family/surname Minshi (মুন্সী). They are still powerful, and prominent there by status and wealth. There are few other buildings available near this one and people are living there. Possibly they have shifted from here.
{:}{:bn}
আড়পাড়া মুন্সীবাড়ি গোপালগঞ্জ জেলার আড়পাড়ায় ‘বিল রুট ক্যানেল’ নামক খালের পাশে অবস্থিত। আড়পাড়া মুন্সীবাড়ি মূলত একটি দোতলা বাড়ি যেটি যত্নের অভাবে (বাড়িটির মালিকও অন্যত্র বাস করছে) বর্তমানে অনেকই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বাড়িটির দরজা জানালা খোয়া যাওয়ার পাশাপাশি এটির গায়ে গাছ গজিয়ে বর্তমানে বাড়িটিকে আবৃত করে ফেলছে। বাড়িটির অভ্যন্তরে কিচিরমিচির আওয়াজ শুনে পাখির উপস্থিতির কথা মনে হলেও প্রকৃতপক্ষে এটি বাদুড়দের সৃষ্ট আওয়াজ। হাজার হাজার বাদুড়ের বাড়িটির ছাদ থেকে ঝুলে থাকা এবং দ্রুতগতিতে ওড়ার সময় এসব বাদুড়ের সৃষ্ট আওয়াজ কিছুটা ভীতিকর হলেও আজকালকার দিনে এমন দৃশ্য চোখে পড়াও দুর্লভ বৈকি।
এই বাড়িটি প্রায় ৫০ বছর থেকে ৬০ বছর পুরাতন যেটি মুন্সী পরিবার নির্মাণ করেছিল। এই পরিবারটি স্থানীয়ভাবে এখনও মর্যাদাসম্পন্ন, বিত্তবান এবং প্রভাবশালি। এই ভবনে মুন্সী পরিবার আর বসবাস না করলেও আশেপাশের কিছু পুরাতন বাসাবাড়িতে এখনও মানুষজন বসবাস করে।
{:}
)
[3] => Array
(
[name] => Chakma Rajbari
[post_id] => 756
[post_link] => http://offroadbangladesh.com/places/chakma-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2014/12/Chakma-Rajbari-Rajib-Bangladesh-1-300x169.jpg
[post_content] =>
Chakma Rajbari is one of the most beautiful Rajbari, which is located in Rangamati. This Rajbari was constructed by Raja Tridiv Roy, father of Raja Devasish Roy in 1960 when the earlier palace went under water due to commissioning of Kaptai dam. It has been learnt that Raja Devasish Roy is in Thailand. Every year number of visitors are come here to see this beautiful House. Chakma Rajbari is one of the major visiting attractions in Rangamati. This royal house represents the tradition and culture of Chakma (চাকমা).
[embed]https://www.youtube.com/watch?v=RrCHfXy_if0[/embed]
)
)