Array
(
[0] => Array
(
[name] => {:en}Dhanbari Nawab Manzil{:}{:bn}ধনবাড়ি নবাব মনজিল{:}
[post_id] => 5262
[post_link] => http://offroadbangladesh.com/places/dhanbari-nawab-manzil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/dhanbari-nawab-bai-Md.Rokanuzzaman1-300x240.jpg
[post_content] => {:en}
Dhanbari Nawab Manzil (ধনবাড়ি নবাব মনজিল) is locally known as Nawab Bari (নবাব বাড়ী). This is now owned by the descendants of Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী). They have been taking a good care of this palace and also built several cottages inside the premise for the tourists for staying. This is the only heritage resort from our Bangladesh. This is also known as Dhanbari (ধনবাড়ী) Royal Resort. Inside the premise is very much neat and clean, adequate amount of stuffs and guards are around there to take care of everything.
Most of the Zamindar (জমিদার) mansions from Bangladesh were owned by the Hindu Zamindar (জমিদার). After the division of the country during 1947, and also later 1971, most of those powerful owners were coerced to leave the country, or cringed away to avoid the secular vandalism. Which results their mammoth mansions left unprotected. Later government has taken control of few of those buildings and used as their official purpose (which are still in a presentable state). But others are in total ruin by now a days for lack of care.
But this Nawab (নবাব) Palace is totally different from those. As it was owned by the Muslim landlords, they didn't have to leave the country or had nothing to fear. They were powerful during their ruling period. And yet still they are powerful on that region now a days. That's why this palace is still in a very good condition and has been taken proper care to maintain its state.
This palace was built by the Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী) during 1919 to invite the British Lord Ronaldshay. He Came near Koyra (কয়ড়া) using the Steamer and had a reception with 30 elephants. [Reference: www.dctangail.gov.bd].
One of the decedents from the Nawab (নবাব) Family named Nawab Hasan Ali Chowdhury (নবাব হাসান আলী চৌধুরী) was the Industrial Minister during the reign of East Pakistan. Also he was a member of the Parliament during 1978. Later, after his death, his daughter Saiyeda Asheka Akbar (সৈয়দা আশেক আকবর) was the member of the Parliament during 1981. This information will give you an idea about their power and now you understand why the palace is still in a good condition.
You'll require to buy a ticket for 30 Taka to enter inside the palace premise. Each ticket is valid for 2 hours of visiting. The area is highly secured and the stuffs and guards around there are very much friendly. No unauthorized entries are entertained there. So no one will bother you while you are enjoying the surroundings.
{:}{:bn}
ধনবাড়ি নবাব মঞ্জিল স্থানীয়ভাবে নবাববাড়ি নামে পরিচিত। বর্তমানে নবাব আলী চৌধুরীর উত্তরসূরিরা এই রাজবাড়ির দেখাভাল করছেন এবং পর্যটকদের অবস্থানের জন্য তারা এখানে কয়েকটি কটেজও নির্মাণ করেছেন। বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী রিসোর্ট এটি। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজবাড়িতে বেশ কয়েকজন কর্মচারী সবকিছুর দেখাশোনা করছে।
বাংলাদেশের বেশীরভাগ জমিদারবাড়ির মালিক ছিলেন হিন্দু জমিদারেরা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এদের মাঝে বেশীরভাগ প্রভাবশালী জমিদারেরাই দেশত্যাগ করতে বাধ্য হন অথবা ধর্মীয় গোঁড়ামির কারনে তাঁদের একঘরে করে দেওয়া হয়। এর ফলে এসব জমিদারবাড়ি অরক্ষিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে কিছু জমিদারবাড়ি সরকার অধিগ্রহন করে তাঁদের দাপ্তরিক কাজে ব্যবহার করলেও বাদবাকি জমিদারবাড়িগুলো অযত্ন এবং অবহেলায় ধ্বংসের মুখে রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিল অন্যান্য জমিদারবাড়ির চেয়ে ভিন্ন। মুসলিম জমিদার এই বাড়িটির মালিক হওয়াতে তাঁদের দেশত্যাগ করতে হয়নি। তাঁরা তাঁদের শাসনকালে যেমন ক্ষমতাধর ছিল তেমনি এখনও নিজ নিজ অঞ্চলে তাঁদের প্রভাব বিদ্যমান। আর এ কারনেই তাঁদের মালিকানার জমিদারবাড়িগুলোর অবস্থা এখনও বেশ ভাল এবং এসব জমিদারবাড়ির যথাযথ যত্ন ও রক্ষনাবেক্ষন করা হচ্ছে।
১৯১৯ সালে ইংরেজ লর্ড রোনাল্ডশ্যকে আমন্ত্রন জানাতে নবাব আলী চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন। লর্ড রোনাল্ডশ্য স্টিমারে করে কয়ড়ার কাছে এসেছিলেন এবং তাঁকে ৩০টি হাতির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছিল। [সূত্র: www.dctangail.gov.bd];
নবাব পরিবারের একজন উত্তরসূরী নবাব হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্প মন্ত্রী ছিলেন। এছাড়া ১৯৭৮ সালে তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। নবাব হাসান আলী চৌধুরীর মৃত্যুর পর ১৯৮১ সালে তাঁর কন্যা সৈয়দা আশেক আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। উপরোক্ত তথ্য আপনাকে এই নবাব পরিবারের প্রভাব ও ক্ষমতা সম্পর্কে ধারনা দেবে এবং আপনি বুঝতে পারবেন আজও কিভাবে এই নবাবমঞ্জিল এতোটা ভাল অবস্থায় রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিলে প্রবেশ করতে আপনাকে ৩০/- টাকা দামের টিকেট কাটতে হবে। প্রতিটি টিকেট নবাব মঞ্জিলে প্রবেশ করার দুই ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। নবাব মঞ্জিলের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর এবং এখানকার কর্মচারীরা বেশ সাহায্যপরায়ন। এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাই আপনি নির্বিঘ্নে নবাব মঞ্জিল ঘুরে দেখতে পারবেন।
{:}
)
[1] => Array
(
[name] => Boro Katra
[post_id] => 9883
[post_link] => http://offroadbangladesh.com/places/boro-katra/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/06/P_20150610_1254411-169x300.jpg
[post_content] =>
Boro Katra (বড় কাটরা) was built between 1644 and 1646 AD to be the official residence of Mughal prince Shah Shuja, the second son of emperor Shah Jahan. The prince endowed it to his diwan and the builder of the serai, Abul Qasim. The word Katra may have originated from Arabic word Katara which means colonnaded building.
It is a historical and architectural monument located in Old Dhaka, Bangladesh.‘Katra or katara’ in Arabic and Persian means ‘Caravan (Karwan) Sarai’ or simply a ‘Sarai’. It is a palatial building dating to the reign of the Mughal dynasty in the Bengal region. It is situated to the south of Chowk Bazar close to the north bank of the river Buriganga.
Words from the Second inscription of north gateway: “Sultan Shah Shuja Bahadur was famed for deeds of charity-Wherefore being hopeful of the mercy of God his slave Abul Qasim al-Husainia-Tabtaba, As Simnai, Built this sacred edifice endowing it with twenty two shops attached to it, o the rightful and lawful condition that the official in charge of the endowment should expend the income derived from them upon the repairs of the building and upon the poor, and that they should not take any rent from any deserving person alighting there in, so that the pious act may reflect upon the monarch in this world and they should not act otherwise, or else they would be called on the day of retribution. This inscription was composed by Sad-ud-din Muhammad Sherazi” (Dacca, p.193 by prof. A.H. Dani)
Architectural Property: The building's architecture follows the traditional pattern of the Central Asia's caravanserai and is embellished as per Mughal architecture. It originally enclosed a quadrangular courtyard surrounded by shops and was overlooked by a row of 22 living cells in each wing. Two gateways were built in the northern and southern wing. The southern wing is a two-storeyed structure and extends 223' along the river. It is marked in the middle by the southern gateway, an elaborate three storied central archway framed within a projected rectangular bay that provides access to the courtyard. The underside of the arched alcove of the gateway is adorned with intricate plasterwork. The wall surface around the spandrels with plastered panels in relief contain a variety of forms such as four-centred, cusped, horse shoe and flat arches. Each wing is two storied and the corners are marked by tall octagonal towers.
)
[2] => Array
(
[name] => Harisachandra Pat or Rajbari
[post_id] => 6261
[post_link] => http://offroadbangladesh.com/places/harisachandra-pat-or-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
Ancient Harisachandra pat or Rajbari is located at Khutamara union in Jaldhaka Upazila of Nilphamari district. It is situated south side the river Charal Kata. Now it all ruins. There is an Elevation. On the Elevation are 5 black stone. People says that of that area those stone some time Sink and Arm in the soil. Many people says that it is a grave or building of the king. Beside this Elevation there are more two Elevation. In the north side of this pat or Rajbari there has two pond name Duyo-Suyo. Which carry the memory of two princes Anuda and Padun.
)
[3] => Array
(
[name] => {:en}Chondro Mohol{:}{:bn}চন্দ্রমহল{:}
[post_id] => 6479
[post_link] => http://offroadbangladesh.com/places/chondro-mohol/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chondro-Mohol-Bagerhat-031-300x214.jpg
[post_content] => {:en}
There is a picnic spot located at the village near Ronojitpur (রণজিতপুর). It is based on a house named Chondro Mohol. It was probably built by someone named Saiyad Amanul Huda Selim, who was a naval officer. Chondra (চন্দ্রা) is the name of his wife and the name of the house is given after her. Lot of local visitors use to come here every day. It was free once upon a time, but now a days they have put an entry fee to enter. Its 20 Taka these days. Apart from the house, the area is nicely decorated with flowers. Also it has symbolic sculptures to depict the lost culture of our Bangladesh. It has a mini zoo at one corner, and has several ponds around.
The house Chondro Mohol (চন্দ্র মহল) is surrounded by water and to reach there you have to go through an underpass that goes under the water. Inside the house, they have placed few stuffs which probably are the collected things from several part of the world (as a hobby, or during their traveling).
{:}{:bn}
চন্দ্রমহল নামে একটি ভবনকে কেন্দ্র করে রঞ্জিতপুরের কাছে একটি পিকনিক স্পট রয়েছে। সম্ভবত সৈয়দ আমানুল হুদা সেলিম নামক এক ব্যাক্তি এই ভবনটি নির্মাণ করেন এবং তাঁর স্ত্রী চন্দ্রের নামে ভবনটির নামকরণ করেন। তিনি ছিলেন নৌ বাহিনীর একজন কর্মকর্তা। প্রতিদিন অসংখ্য স্থানীয় পর্যটক এখানে আসেন। পূর্বে এখানে ঢুকতে কোন প্রবেশ মূল্য না দিতে হলেও বর্তমানে ২০/- টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। চন্দ্র মহল ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। এদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটি মিনি চিড়িয়াখানা ছাড়াও এখানে বেশ কয়েকটি পুকুরও আছে।
পানি উপর স্থাপিত চন্দ্রমহলে আপনাকে পানির নীচে নির্মিত একটি আন্ডারপাস দিয়ে আসতে হবে। ভবনটির অভ্যন্তরে পৃথিবীর বিভিন্ন অংশে বেড়ানোর সময় সেখান থেকে শখের বশে সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে।
{:}
)
)