Array
(
[0] => Array
(
[name] => {:en}Parulia Mosque{:}{:bn}পারুলিয়া মসজিদ{:}
[post_id] => 4137
[post_link] => http://offroadbangladesh.com/places/parulia-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN1052-300x225.jpg
[post_content] => {:en}
Parulia Mosque,According to a Persy inscription attached in the main gateway of the mosque; Bibi Jainab, a daughter of Nasir shah and wife of Diwan Sharif, built this mosque in 1126 AH/ 1714 AD. Internally,it is 18.29m in long, 5.18m wide and the wall of the mosque is 1.52m thick. Two lateral arches divided the interior of the mosque into three square sections. Three domes cover the roof of these three sections. The domes are crowned with lotus and kalasa finials. There are banded octagonal corner towers at four corners of the mosque. It was an exception that all the corner towers reached up to the cornice. In the Mughal style corner towers generally reach above the cornice.
There are five archways in the mosque, three at the eastern wall and one each at northern and southern walls. The central archway is bigger than the other four which are all in same size and shape. The upper portion of the outer side of the main gateway is under a half-domed roof and is recessed in a rectangular structure. Three mihrabs are at the western wall corresponding to the three archways of the eastern wall. All the mihrabs and the archways are stuck in rectangular structure, which are ornamented with merlons. There are arched niches on both sides of the mihrabs and archways. Archways and mihrabs are marked by their outward projection. Rectangular and square panels decoration are in both sides of the outer face of the archways.
The mosque was partially damaged by earthquakes in 1897 and was renovated later on. There is a square shaped open courtyard in front of the mosque, which is surrounded by a wall not very high. A beautiful gateway is in the eastern side of this wall.
There are two ponds at the northern and southern side of the Mosque which has increased the beauty of Mosque. And it makes the environment of Mosque Premises cool.
There is a one domed square tomb of Diwan Sharif and Bibi Jainab on the western side of the mosque. Every year at some particular month many people of cultural diversity have come here to celebrate a fair (Local term oros). They open so many itinerant shop of snacks and different kinds of toys. People come to pray and wish to have something (Spiritual) which is related with the well being of their life.
{:}{:bn}
নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়ায় এই মসজিদটি অবস্থিত। মসজিদের মূল ফটকে রক্ষিত একটি পারস্য শিলালিপি থেকে জানা যায় ১১২৬ হিজরী/১৭১৪ সালে জনৈক নাসির নামক ব্যাক্তির কন্যা এবং দিওয়ান শরীফ নামক ব্যাক্তির স্ত্রী বিবি জয়নাব এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির অভ্যন্তরের দৈর্ঘ্য ১৮.২৯ মিটার, প্রস্থ ৫.১৮ মিটার এবং মসজিদের দেয়ালের ঘনত্ব ১.৫২ মিটার। দুটি ধনুকআকৃতির সমান্তরাল পথের মাধ্যমে মসজিদের অভ্যন্তরকে তিনটি বর্গাকারভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের উপরেই একটি করে গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজে নকশা ও অলংকার খোদাই করা আছে। ব্যাতিক্রম হিসেবে মসজিদের চারকোণায় অষ্টভুজ টাওয়ার রয়েছে যেগুলোর প্রতিটির উচ্চতা কার্নিশ পর্যন্ত। মুঘল স্থাপত্যশৈলীতে কোনার টাওয়ারগুলোর উচ্চতা সাধারণত কার্নিশকে ছাড়িয়ে যায়। মসজিদটির মোট পাঁচটি ধনুকআকৃতির ফটকের মধ্যে পূর্বদিকের দেয়ালে তিনটি, উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে একটি ফটক রয়েছে। মসজিদের মাঝখানের ফটকটি অন্যান্য ফটকের চেয়ে বড়। মসজিদের মূল ফটকের বাইরের দিকটি উপরিভাগ অর্ধগম্বুজ আকৃতির ছাদের নীচে অবস্থিত যেটি একটি আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। অন্যান্য ফটকগুলো সামান্য নিচু আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মসজিদের পশ্চিমদিকের দেয়ালে পূর্বদিকের ফটকগুলো বরাবর তিনটি মিহরাব অবস্থিত। সবকটি মিহরাব এবং ধনুকআকৃতির ফটকগুলো অলংকারখচিত আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মিহরাব এবং ফটকের উভয়দিকেই ধনুকআকৃতির কোটর রয়েছে। ফটকগুলোর বাইরের অংশে বর্গাক্ষেত্রাকার এবং আয়াতক্ষেত্রাকার নকশা রয়েছে। ১৮৯৭ সালের ভুমিকম্পে মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মসজিদটি মেরামত করা হয়। মসজিদের সামনের বর্গাক্ষেত্রাকার আঙ্গিনাটি প্রাচীর দিয়ে ঘেরা। তবে প্রাচীরের উচ্চতা খুব বেশি নয় তবে প্রাচীরের পূর্বদিকেএকটি চমৎকার ফটক রয়েছে।পারুলিয়া মসজিদের উত্তর ও দক্ষিণদিকে অবস্থিত দুটি পুকুর মসজিদ অঙ্গনকে ঠাণ্ডা রাখার পাশাপাশি মসজিদের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে।
মসজিদের পশ্চিমে দিওয়ান শরীফ এবং বিবি জয়নাবের এক গম্বুজবিশিষ্ট দরগা অবস্থিত। প্রতিবছর এখানে বছরের একটি নির্দিষ্ট মাসে মেলা (স্থানীয়ভাবে ওরশ বলা হয়) অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষজন অংশ নিয়ে থাকে। এসময় এখানে বিভিন্ন খাবার ও খেলনা পাওয়া যায়। মানুষ এখানে এসে প্রার্থনা করে এবং নিজেদের জীবনের সমৃদ্ধির জন্য কিছু চেয়ে থাকে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Nawabbari Mosque of Dhonbari{:}{:bn}ধনবাড়ির নবাববাড়ি মসজিদ{:}
[post_id] => 5273
[post_link] => http://offroadbangladesh.com/places/nawabbari-mosque-of-dhonbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Dhanbari-mosque-Kabir-Uddin1-300x225.jpg
[post_content] => {:en}
Nawabbari Mosque of Dhonbari is built at the outside of the Nawab Manzil premise, so that local people can access it during their prayer time. Initially, Nawabbari Mosque of Dhonbari was an old fashioned three domes mosque similar to the other ancient mosques from Bangladesh. But later this mosque was extended to accommodate more people. Extended part is having 10/12 minarets at top which are similar to Persian design. This extension with the old fashioned mosque made it a hybrid looking mosque. Not enough antiquities are left now a days.
But still, you'll love to see this mosque. It’s neat and clean everywhere. Apart from the mosque, there are few micro edifices are available around the mosque. I am not sure what those are.
There are few old graves available at the graveyard which is at the western side of the mosque. Since 1929, after the death of Nawab Ali Choudhury (নবাব আলী চৌধুরী) the Holy Qur'an has been recited continually beside his grave.
{:}{:bn}
জনসাধারণ যেন নামাজ পড়তে পারেন সেজন্য এই মসজিদটি নবাব মঞ্জিলের সীমানার বাইরে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের অন্যান্য প্রাচীন মসজিদের মত এটিও একটি তিনগম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল। পরবর্তীতে ধারনক্ষমতা বাড়ানোর জন্য মসজিদটিকে বর্ধিত করা হয়। মসজিদটির বর্ধিত অংশে পারস্য নকশার সাথে মিল রেখে ১০ টি থেকে ১২ টি মিনার নির্মাণ করা হয়। বর্ধিতকরনের কারনে মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্য অনেকাংশেই লোপ পেয়েছে।
তবে এখনও পরিষ্কার পরিছন্ন মসজিদটি দেখে আপনার ভাল লাগবে। মসজিদের আশেপাশে কিছু ক্ষুদ্রাকৃতির স্তম্ভ রয়েছে যদিও এসব কি এবং কেন এখানে রয়েছে তা জানা যায়নি। মসজিদের পশ্চিমে অবস্থিত কবরস্থানে কিছু প্রাচীন কবর রয়েছে। ১৯২৯ সালে নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর তাঁর কবরের পাশে সবসময় পবিত্র কোরআন শরীফ পড়া হয়ে আসছে।
{:}
)
[2] => Array
(
[name] => Chamchika Mosque
[post_id] => 3617
[post_link] => http://offroadbangladesh.com/places/chamchika-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Chamchika-Mosque-2-300x225.jpg
[post_content] =>
Chamchika Mosque is a very old and beautiful mosque which was made by copying chamchika mosque in India. This is near the Khania dighi, also called Khania Dighi Masjid. Chamchika Mosque is located in Shahabazpur Upazila of Chapai Nawabganj.
)
[3] => Array
(
[name] => Chand Gazi Bhuiya Mosque
[post_id] => 1083
[post_link] => http://offroadbangladesh.com/places/chand-gazi-bhuiya-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Chad-Kha-MosqueFeni12-300x225.jpg
[post_content] =>
Chad Gazi Bhuya Mosque, also known as Chad Kha Mosque, is an archaic mosque from the Feni district that was built during 1112 Hijri (Arabic Calendar). According to the inscription at the front door, the mosque was built by someone named Chad Gazi Bhuya. It’s a traditional three domed mosque, domes are in a single row. Center one is larger compared to the others. All the three domes are having a Lotus at the top and two Kolosh (native water pot). This looks delicately beautiful and adds an extraordinary beauty to the mosque.
Apart from the domes, the mosque has 12 minarets over the walls in a symmetric way. Four minarets at the four corners are having similar style and other 8 minarets amid the walls are also having similar style. Eastern side of the wall is having simple terracotta along with the terracotta above the front door.
)
)