Array
(
[0] => Array
(
[name] => {:en}Gangatia Zamindar Bari{:}{:bn}গাংগাটিয়া জমিদার বাড়ি{:}
[post_id] => 5054
[post_link] => http://offroadbangladesh.com/places/gangatia-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Gangatia-Jomidar-Bari-LonelyTraveler2-300x225.jpg
[post_content] => {:en}
This Zamindar Bari (জমিদার বাড়ী) is currently known as Manob Babur Bari (মানব বাবুর বাড়ী) as the current owner's name is Manab Babu (মানব বাবু) who is the last descendent of the Gangatia Zamindar (গাংগাটিয়া জমিদার). Manob Babu (মানব বাবু) has fisheries project near from his house. You can also visit the project with its owner if he is available.
According to the Manob Babu (মানব বাবু), they are the possible smallest Zamindar (জমিদার) from the Bangladesh. Their forefathers came here from India, a Brahmin family (very strictly following Brahmin). During the war of 1971, the Pakistani armies and their Bangladeshi allies have done lot of damage to their house. Right now he is living there with his wife and sister. Neither he nor his brothers (all his brothers are passed away) have any children.
Gangatia Zamindar Bari (গাংগাটিয়া জমিদার বাড়ী) is mainly a small house that is having an array of Roman styled columns at the front. The architecture and the style of the building from the front side is amazingly beautiful. Very few travelers use to visit here. This Zamindar Bari (জমিদার বাড়ী) is a small one, but it has a massive boundary. The front door is also decorated and stylish. (গাংগাটিয়া জমিদার বাড়ী).
{:}{:bn}
গাংগাটিয়ার জমিদারের সর্বশেষ বংশধর মানব বাবু বসবাস করার কারনে বর্তমানে এই জমিদার বাড়িটি মানব বাবুর বাড়ি নামে পরিচিত। জমিদার বাড়ির কাছেই মানব বাবু মাছ চাষ করেন। আপনি চাইলে তার সাথেই মাছের খামার ঘুরে দেখতে পারবেন।
মানব বাবুর ভাষ্যমতে তারা হলেন এদেশের সবচেয়ে ছোট জমিদার পরিবার। তারা হলেন ব্রাহ্মণ গোত্রের এবং তাঁদের পূর্বসূরীরা এখানে ভারত থেকে এসেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জমিদার বাড়িটির ব্যপক ক্ষতিসাধন করে। বর্তমানে মানব বাবু এখানে তার স্ত্রী ও বোনকে নিয়ে বাস করছেন। মানব বাবু এবং তাঁর পরলোকগত কোন ভাইয়েরই কোন সন্তান নেই।
গাংগাটিয়া জমিদার বাড়ির সম্মুখভাগে রোমান স্থাপত্যের কলাম রয়েছে। সামনে থেকে এই জমিদার বাড়িটির স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। এখানে খুব কম পর্যটক বেড়াতে আসেন। ছোট এই জমিদার বাড়িটি বিশাল এলাকার উপর অবস্থিত। জমিদার বাড়ির সম্মুখ দরজাটি নকশায় পরিপূর্ণ।
বাংলাদেশের বেশীরভাগ হিন্দু জমিদার বাড়ি বেশ নাজুক অবস্থায় রয়েছে। বেশীরভাগ হিন্দু জমিদার ধর্মীয় অস্থিরতা এবং অন্যান্য প্রতিকুল পরিস্থিতির কারনে এদেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে, স্থানীয়দের বন্ধুত্বসুলভ আচরণ এবং সার্বিক সহযোগিতায় এখনও কিছু হিন্দু জমিদার পরিবার গর্বের সাথে বসবাস করছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Haripur Zamindar Bari{:}{:bn}হরিপুর জমিদারবাড়ি{:}
[post_id] => 6437
[post_link] => http://offroadbangladesh.com/places/haripur-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Horipur-Zamidar-Bari-of-bangladesh-300x200-300x200.jpg
[post_content] => {:en}
The Zamindari, the area for which the Zamindar was responsible, was 300-400 years ago. Sri Jukto Babu Ghono Sham Kundu was a big businessman during that time, he had a handicraft business. He used to come to this area for business purposes. But once, by cheating, he took over this Zamindari, and started the new Zamindari which followed the Hindu religion. If you turn 60 years back then you will find the last Zamindar in the history of this area. The Zamindari was ruled by two brothers, one was Sri Jukto Babu Narayan Rai Chowdhury, and the second one was Sri Jukto Babu Bishendro Narayan Rai Chowdhury. Their father was Sri Jukto Babu Rajoshri Jogendro Narayan Rai Chowdhury and their mother was Sham Mohini Chowdhurani.
When you visit this Zamindar Bari, you will find a lot of things which hold their grandeur still, but in a ruined condition. You can see the outstanding terracotta temple, design, famous architecture and all other stuff and attractive decoration. When you visit the palace you will find some pieces of glass which are still fixed in door and window. The grills which have a different shape and design.
{:}{:bn}
দানকৃত সম্পত্তি এই হরিপুর জমিদারবাড়ি কেউ কেউ রাজবাড়ি হিসেবেও বলে থাকে। দেশের বিভিন্ন অংশ থেকে অনেকে এই জমিদারবাড়িটি দেখতে আসেন। হরিপুর গ্রামের পশ্চিমদিকে তিতাস নদীর পাড়ে অবস্থিত তিনতলা জমিদারবাড়িটিকে বাইরে থেকে দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। একটি বিশাল বারান্দা অতিক্রম করে মূল ভবনটি আপনার চোখে পরবে। জমিদারবাড়িটির স্থাপত্যশৈলী যতটা না চমৎকার তার চাইতে নয়নাভিরাম জমিদারবাড়িটির দেয়ালের কারুকাজ। জমিদারবাড়ির প্রকৃত দরজাগুলো এখন আর নেই। বর্তমানে এখানে প্রায় ৩০টি পরিবার বাস করে। বলা হয়ে থাকে প্রায় ১৭৫ বছর পূর্বে ইংরেজ শাসনামলে জমিদার গৌরি প্রসাদ রায় চৌধুরী এবং কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেছিলেন। কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায় চৌধুরী এবং শান্তি রায় চৌধুরী এই জমিদারবাড়িটির উত্তরাধিকার প্রাপ্ত হন। অতঃপর তাঁদের কাছ থেকে জমিদার বাড়িটির উত্তরাধিকার চলে যায় উপেন্দ্র রায় চৌধুরী এবং হরেন্দ্র রায় চৌধুরীর কাছে। জমিদারবাড়িটি কখনোই মেরামত না করায় দিন দিন এটি তার জৌলুস ও আবেদন হারাচ্ছে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Rose Garden Palace{:}{:bn}রোজ গার্ডেন প্যালেস{:}
[post_id] => 1529
[post_link] => http://offroadbangladesh.com/places/rose-garden-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/rose-garden-1-300x225.jpg
[post_content] => {:en}
The Rose Garden Palace was built by a Hindu Zamindar Hrikesh Das in the late 19th century. Around that time jalsas (parties) held at Baldha Garden were an important part of the social life of the city's wealthier Hindu residents. The story goes that Hrishikesh, a Zamindar of lower caste background, being insulted on this account by someone at one of the jalsas at Baldha Garden, decided to create his own garden to outshine that of Baldha. Here he staged jalsas of his own. The centerpiece of the garden is an elegant pavilion. However, this was not created as a residence, but rather a setting for entertainment such as musical performances (although subsequent owners did use it as a house). This extravagant lifestyle caused Hrikesh to go bankrupt and he was forced to sell the property.
The palace was bought by Khan Bahadur Kazi Abdur Rashid from Hrikesh in 1936 and renamed the building Rashid Manzil. His eldest son Kazi Mohammed Bashir (Humayun) who carried his name and fame until this generation.
The building, which remains a private property to date, has been renovated by its owners keeping the original character fully maintained. At present it is owned by Qazi Abdur Raqib, Barrister, who has leased it out to the Bengal Motion Picture Studios Limited.
The building has Corinthian columns and has eight apartments including a central hall on its ground floor. The upper floor has a further five apartments including a large dance hall in the middle. In the front yard, there was a fountain originally, the structure of which still remains. There are several classical marble statues in the garden, although the rosegarden that gave the mansion its name does not exist anymore.
The lodge contains on the ground floor eight apartments including a central hall whilst the upper floor has a further five apartments including a large dance hall measuring in the middle. At the back of the building to the east there is a veranda triple-arched entrance porch which leads to a staircase for the upper storey. Originally there was an ornamental fountain in the garden and a number of classical marble statue.
{:}{:bn}
১৯ শতকের শেষের দিকে হিন্দু জমিদার হৃষিকেস দাস রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। সেসময়, বলধা গার্ডেনে অনুষ্ঠিত হওয়া জলসাগুলো শহরের বিত্তবান হিন্দুদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বলধা গার্ডেনের এমনই এক জলসায় হৃষিকেস দাস নামক এক নিম্নবর্ণের জমিদারকে অপমান করা হয় এবং এর ফলে তিনি নিজেই বাগানবাড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। হৃষিকেস দাস তাঁর নিজস্ব বাগানবাড়িতে জলসার আয়োজন করতেন। তাঁর বাগানের মূল আকর্ষণ ছিল একটি নয়নাভিরাম সাজঘর। তবে বাগানবাড়িটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল (যদিও পরবর্তী মালিকরা এটি বসবাসের জন্যেও ব্যবহার করতেন)। বিলাসবহুল জীবনযাপনের কারনে হৃষিকেস দাস দেউলিয়া হয়ে যান এবং ফলশ্রুতিতে তাঁকে তাঁর সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল।
১৯৩৬ সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই প্রাসাদটি হৃষিকেস দাসের কাছ থেকে কিনে নেন এবং প্রাসাদটির নামকরণ করেন রশিদ মঞ্জিল। তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশির (হুমায়ুন) আজ অবধি তাঁদের নাম ও খ্যাতিকে ধরে রেখেছেন।
আজ অবধি ব্যাক্তিগত সম্পত্তি এই ভবনটির মূল আবেদন ধরে রেখে ভবনটিকে রক্ষনাবেক্ষন করা হচ্ছে। বর্তমানে এই প্রাসাদটির মালিক ব্যারিস্টার কাজী আব্দুর রকিব প্রাসাদটি বেঙ্গল মোশন পিকচার স্টুডিও লিমিটেডের কাছে ভাড়া দিয়েছেন।
প্রাসাদটির নীচতলায় একটি হলরুম ছাড়াও করিনথিয়ান কলাম এবং আটটি কক্ষ রয়েছে। প্রাসাদের উপর তলার মাঝে নৃত্য করার জন্য হল ছাড়াও আরও পাঁচটি কক্ষ রয়েছে। প্রাসাদের সামনে একটি ঝর্ণা ছিল যেটির চিহ্ন আজও বিদ্যমান। প্রাসাদের বাগানে কয়েকটি মার্বেলের তৈরি মূর্তি রয়েছে যদিও স্থানটির নামকরণ যে গোলাপ বাগানের জন্য করা হয়েছে সেই গোলাপ বাগানটি এখন আর নেই।
প্রাসাদের পিছনে পূর্বদিকে একটি বারান্দা আছে যেখানে প্রবেশের জন্য ধনুকাকৃতির তিনস্তর বিশিষ্ট একটি প্রবেশপথ রয়েছে যেটি দিয়ে উপরে ওঠার সিঁড়িতে যাওয়া যায়।
{:}
)
[3] => Array
(
[name] => Bhawal Rajbari
[post_id] => 2973
[post_link] => http://offroadbangladesh.com/places/bhawal-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/vawal-rajbari-gazipur-21-300x225.jpg
[post_content] =>
Bhawal Estate was a large zamindari estate in Bengal in modern-day Bangladesh. The area under the estate currently falls under the Gazipur District. The most famous capital of the Bhawal Estate was Choira Meah Bari, where zamindar Fazal Gazi lived. He was one of the Baro-Bhuyans (12th zamindars of Bengal).
Before the Mughal conquest, Bhawal Estate belonged to Gazis of Bhawal. The first known Gazi was Fazal Gazi, who lent a cannon to Sher Shah Suri with 'Az Fazal Gazi' inscribed on it. The Rajas of Bhawal came from the village of Bajrayogini under Munshiganj. His family ruled Bhawal until the abolition of the zamindari system in 1951 at Choira Meah Bari, which was the capital of Bhawal.
)
)