Array
(
[0] => Array
(
[name] => {:en}Dholai River{:}{:bn}ধলাই নদী{:}
[post_id] => 9048
[post_link] => http://offroadbangladesh.com/places/dholai-river/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Dholai-Nodi-Bholagonj-11-300x225.jpg
[post_content] => {:en}
Dholai River is originated from the Cherapunji Hills (চেরাপুঞ্জি পাহাড়) of India and entered the country through the Bholagonj of Sylhet. After flowing very poorly in our country, it joined with the River Surma.
Dholai River (ধলাই নদী) is famous for the stones. People used to collect the stone from the river. I have walked at the bank of the river from Bholagonj to “dosh number point”. The river bank seems too high for me. Possibly during rainy season, the river may have lot of water with heavy current.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
ধলাই নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড়ে উৎপত্তি হয়ে সিলেটের ভোলাগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের অভ্যন্তরে সল্প মাত্রায় প্রবাহিত হয়ে এই নদীটি সুরমা নদীর সাথে মিলিত হয়েছে।
পাথরের জন্য ধলাই নদীর খ্যাতি রয়েছে। মানুষজন একসময় এই নদী থেকে পাথর সংগ্রহ করতো। ভোলাগঞ্জ থেকে ‘দশ নং পয়েন্ট’ পর্যন্ত আপনি ধলাই নদীর পাড় ঘেঁষে হাঁটতে পারবেন। হাঁটার সময় নদীটির পাড় আপনার কাছে বেশ উঁচু মনে হতে পারে। বর্ষাকালে পানি বেড়ে যাওয়ায় ধলাই নদীর সৌন্দর্য পূর্ণমাত্রা অর্জন করে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Bisanakandi{:}{:bn}বিছানাকান্দি{:}
[post_id] => 7828
[post_link] => http://offroadbangladesh.com/places/bisanakandi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/10410793_10205865808218505_7613722895639363442_n-300x188.jpg
[post_content] => {:en}
Bisanakandi is situated at Bangladesh-India border in Sylhet. It is a landscape beauty among gardens and hills. Bichanakandi is a village situated in Rustompur Union under Guainghat Upazilla. This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season. And flowing underneath towards Bholaganj is a branch of the Piyain. Along the stream flowing from high up in the mountain come huge boulders that are deposited and mined in Bisanakandi.
Much like Jaflong, Bichnakandi is mostly a quarry. Winter is not a suitable time to visit Bisnakandi due to mechanized mining and stone-laden boats and lorries. The absence of such nuisance makes the rainy season the perfect time to visit the beautiful Bisanakandi that coalesces the charms of high mountains, sinuous rivers, graceful falls and dancing clouds.
Source:
Visit Sylhet{:}{:bn}
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত একটি গ্রামের নাম বিছানাকান্দি। বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসি পাহাড় এসে যুক্ত হয়েছে। এখানে ঝর্ণার পাশাপাশি বর্ষাকালে কালো মেঘ পাহাড়গুলোকে আচ্ছাদিত করে ফেলে। এছাড়া এখানে ভোলাগঞ্জ অভিমুখে বয়ে গিয়েছে পিইয়াইন নদীর একটি শাখা। পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বিশাল পাথরখণ্ডগুলো বিছানাকান্দিতে এসে পড়ে এবং পরবর্তীতে এই পাথরখণ্ডগুলোকে এখানেই ভাঙ্গা হয়।
জাফলং এর মত বিছানাকান্দিও একটি খনি এলাকা। পাথর বোঝাই নৌকা, ট্রাকের আনাগোনা এবং পাথর উত্তোলনের কারনে শীতকাল বিছানাকান্দিতে আসার জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। তবে, বর্ষাকালে এখানে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট দূষণ না থাকায় আপনি এখানে এসে উঁচু পাহাড়, শান্ত নদী, মায়াবি ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি উপভোগ করতে পারবেন।
{:}
)
[2] => Array
(
[name] => Buriganga River
[post_id] => 7432
[post_link] => http://offroadbangladesh.com/places/buriganga-river/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Buriganga-River21-300x240.jpg
[post_content] =>
The Buriganga River (বুড়িগঙ্গা), previously known as "Old Ganges", flows past the southwest outskirts of Dhaka city, the capital of Bangladesh. Its average depth is 7.6 meters (25 ft.) and its maximum depth is 18 meters (58 ft.). In the distant past, a course of the Ganges River used to reach the Bay of Bengal through the Dhaleswari River.
When this course gradually shifted and ultimately lost its link with the main channel of the Ganges it was renamed the Buriganga. It is said that the water levels during high and very high tides in this river astonished the Mughals. In the 20th century the water table and river became polluted by polythene and other hazardous substances from demolished buildings near the river banks.
Photograph of Dacca (Dhaka) taken in the 1880s, from an album 'Architectural Views of Dacca', containing 13 prints by Johnston and Hoffman. View looking along the river Buriganga towards the city of Dhaka situated on the left bank. A Hindu temple tower stands at the water's edge.
)
[3] => Array
(
[name] => {:en}River Madhumati{:}{:bn}মধুমতি নদী {:}
[post_id] => 5929
[post_link] => http://offroadbangladesh.com/places/river-madhumati/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/river-madhumati2-300x240.jpg
[post_content] => {:en}
Madhumati River, distributary of the upper Padma River (Ganges [Ganga] River), flowing through southwestern Bangladesh. It leaves the Padma just north of Kushtia and flows 190 miles (306 km) southeast before turning south across the swampy Sundarbans region to empty into the Bay of Bengal. In its upper course it is called the Gorai; in its lower course it is known as the Baleswar; and its estuary mouth, which is some 9 miles (14 km) wide, is called the Haringhata. The Madhumati is one of the largest of the Padma distributaries in the southern part of the Gangetic Plain.
{:}{:bn}
একাধিক জেলা দিয়ে প্রবাহিত বাংলাদেশের চমৎকার এই নদীটির পানির রঙ সবুজ। বাংলাদেশের অন্যতম ছোট জেলা মাগুরা দিয়েও এই নদীটি প্রবাহিত হয়েছে। মধুমতি নদীটি বাংলাদেশের অন্যান্য নদীগুলোর মতো কারন বর্ষা মৌসুমের শুরুতে এই নদীটি যথেষ্ট প্রসারিত থাকে যা কিনা বর্ষা মৌসুমের শেষে আরও বেড়ে যায়। নদীর একপাড় থেকে অন্য পাড়ে মানুষকে পাড় করার জন্যে একটি খেয়া ঘাট আছে। এই নদীতে ট্রলারের মত ভারি নৌযান চলাচল না করায় নদীটির পানি তেল দিয়ে দুষিত হয়নি।
অন্যান্য নদীর তীরের চেয়ে এই নদীর তীরে অবস্থিত রাস্তাটি বেশ উঁচু। এছাড়া এখানে অবস্থিত একটি বটগাছ আছে যেটির ছায়াতলে ক্লান্ত পথিক, রিকশাচালকরা বিশ্রাম নিয়ে থাকেন।
{:}
)
)