Array
(
[0] => Array
(
[name] => Mosque of Kartalab Khan
[post_id] => 7301
[post_link] => http://offroadbangladesh.com/places/mosque-of-kartalab-khan/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Mosque-of-Kartalab-Khan1-300x225.jpg
[post_content] =>
Kartalab Khan Mashjid or Mosque of Kartalab Khan (কর্তালাব খান মসজিদ) is located at the Begum Bazar of Old Dhaka. It was built by the Dewan Murshid Quli Khan, also known as Kartalab Khan during 1701-1704, and the mosque named after him. For its location, people used to call this as Begum Bazar Mosque. Hardly very few people know this mosque as Kartalab Khan's Mosque now a days. The Google Map coordinate of the mosque is (23°43'2.03"N, 90°23'54.59"E), near to the Dhaka Central Jail.
Like any other mosques of that period, this one was built over a plinth like high vault. This mosque has five domes at the top of it, and an extended do-chala (দো চালা) like room at northern side. Though it was built around 300 years back, but now a days none of its antiquities are available.
Old Dhaka is already a congested area and there is hardly any space around the mosque for you to observe. Busy trading is going on around the mosque area. In fact it will be hard for you to stand beside the road and watch the top of the mosque.
There are buildings around the mosque those are using as market. So you can easily use any of those. This mosque could have been used as a token of our glorious past if it were handled with great care.
)
[1] => Array
(
[name] => {:en}Shahi Eidgah{:}{:bn}শাহী ঈদগাহ{:}
[post_id] => 4257
[post_link] => http://offroadbangladesh.com/places/shahi-eidgah/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/shahi-eid-gha-11-300x225.jpg
[post_content] => {:en}
Shahi Eidgah was built on a hill by the Mughal Emperor Aurangzeb in the 17th century. In the two of Muslim Eids, people offer their Eid prayer here. It looks like a fort. 100,000 people can pray here in a single Jamat. There was no gate previously though now, gates are built to ensure safety. Now, government is expanding the area of Eidgah to accommodate 3 times more people at a time.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}সিলেট সার্কিট হাউজ থেকে তিন কিলোমিটার উত্তর-পূর্বে কাজীটোলা সড়কে শাহী ঈদগাহ অবস্থিত। ১৭শ শতকে মুঘল সম্রাট আওরঙ্গজেব পাহাড়ের ওপর এই ঈদগাহটি নির্মাণ করেন। প্রতি বছর দুই ঈদেই এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কেল্লার মত দেখতে এই ঈদগাহে একসাথে ১,০০,০০০ মানুষ জামাতে নামাজ আদায় করতে পারেন। পূর্বে ঈদগাহে প্রবেশের জন্যে কোন ফটক না থাকলেও নিরাপত্তাজনিত কারনে এখন ফটক নির্মাণ করা হয়েছে। বর্তমানে সরকার ধারনক্ষমতা ৩ গুন বাড়ানোর লক্ষ্য নিয়ে এই ঈদগাহটি সম্প্রসারন করছে।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Satoir Mosque{:}{:bn}সাতৈর মসজিদ{:}
[post_id] => 5965
[post_link] => http://offroadbangladesh.com/places/satoir-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/satoir-mosque3-300x240.jpg
[post_content] => {:en}
Satoir Mosque is situated at Satoir bazar of Boalmari Thana. It was at Madhukhali Thana, and just visited the Deul of Mathurapur. Initially interested to visit the mosque, cause only way to reach there using local bus and it will take around 1-2 hours.
It was actually 700 years of old mosque, but old one was totally renovated. There are lots of myth available using the mosque.
1) This mosque was built within one day by the order of Allah.
2) The four pillars of the mosque used to laugh and cry sometimes (The reason is the air passing, and it just make a different tone).
3) If you take the brick of the mosque at your house, no insect will come at our house.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
প্রায় ৭০০ বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হলেও পুরাতন মসজিদটিকে পুরোপুরি মেরামত করা হয়েছে। মসজিদটিকে ঘিরে প্রচুর লোককাহিনী রয়েছে যেমনঃ
১। একদিনেই এই মসজিদটি আল্লাহর হুকুমে নির্মাণ করা হয়।
২। মসজিদের চারটি পিলার একসময় হাসত এবং কাঁদত (প্রকৃতপক্ষে বায়ু চলাচলের কারনে ভিন্ন ধরনের শব্দের সৃষ্টি হত)।
৩। মসজিদের ইট আপনার ঘরে নিয়ে গেলে আপনার ঘরে কোন পোকামাকড় প্রবেশ করবে না।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Ashrafpur Mosque{:}{:bn}আশরাফপুর মসজিদ{:}
[post_id] => 4267
[post_link] => http://offroadbangladesh.com/places/ashrafpur-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN10881-300x225.jpg
[post_content] => {:en}Ashrafpur is an ancient village of Shibpur Upazila under Narsingdi district. In this village there was two seventh century’s copperplate inscription discovered. Ashrafpur Mosque is situated 1 kilometer south to the finding place of these copperplates. An inscribed stone of this Mosque,Once which was attached to the mosque and now preserved in the Bangladesh national museum, reveals that the mosque was built in 930 AH/ 1524 AD by Dilwar Khan during the reign of Sultan Nasiruddin Abul Muzaffar Nusrat Shah (1519-1532).
The mosque, ruined by the earthquake of 1897, was abandoned, prayer in it discontinued and in course of time it got shrouded by jungle. In 1940 the jungle was cleared and the mosque recovered under the leadership of Mowlana Syed Ali. Even at that time the Mihrab and a portion of the western wall was extant. It was a single domed small mosque built in the sultanate style. Later on, a three-domed modern mosque has been built on the same site where once stood the Sultani mosque.{:}{:bn}
আশরাফপুর গ্রামে যে স্থানে ৭ শতকের দুটো তাম্রফলক পাওয়া গিয়েছিল সেই স্থানের ১ কিলোমিটার দক্ষিনে আশরাফপুর মসজিদটি অবস্থিত। আশরাফপুর মসজিদের শিলালিপিটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপি থেকে জানা যায় যে ৯৩০ হিজরী এবং ১৫২৪ খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ এর শাসনামলে (১৫১৯-১৫৩২) জনৈক দিলওয়ার খান এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন।
১৮৯৭ সালের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ হবার পর মসজিদটিকে পরিত্যাক্ত করা হয় এবং ধীরে ধীরে মসজিদটি জঙ্গলে ঢেকে যায়। ১৯৪০ সালে মওলানা সৈয়দ আলীর নেতৃত্বে জঙ্গল পরিষ্কারের পর মসজিদটিকে উদ্ধার করা হয়। সেসময় মসজিদের মিহরাব এবং পশ্চিমদিকের দেয়ালের অস্তিত্ব ছিল। এক গম্বুজ বিশিষ্ট ছোট এই মসজিদটি সুলতানাত শৈলীতে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই মসজিদের স্থানেই একটি তিন গম্বুজ বিশিষ্ট আধুনিক মসজিদ নির্মাণ করা হয়।
আশরাফপুরের তাম্রফলকের অভিলিখন:
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত আশরাফপুর গ্রামটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১১৮৫ সালে মিয়া বখশ খান নামের একজন গ্রামবাসী এখানে একটি মাটির স্তূপ থেকে ৭ শতকের দুটি তাম্রফলকের সন্ধান পান। তাম্রফলকের অভিলিখন থেকে জানা যায় খাডগা বংশের জনৈক দেবখাডগা এখানকার বৌদ্ধ সংঘ এবং বিহারকে কিছু জমি দান করেছিলেন। এখানে মাটি খনন করে কিছু প্রাচীন ইট এবং একটি ধ্বংসপ্রাপ্ত দেয়ালের অংশবিশেষও উদ্ধার করা হয়।
এই স্থানে আনুষ্ঠানিকভাবে খননকাজ করা না হলেও মানুষের বসতি নির্মাণের সময় কিছু খনন করার প্রয়োজন হয়েছিল। ইতিহাসবিদরা মনে করেন এখানে অবস্থিত বৌদ্ধ বিহারটি ছিল অত্র অঞ্চলে বৌদ্ধ ধর্ম চর্চা এবং শিক্ষার একটি কেন্দ্র।
{:}
)
)