Array
(
[0] => Array
(
[name] => {:en}University of Dhaka{:}{:bn}ঢাকা বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4485
[post_link] => http://offroadbangladesh.com/places/university-of-dhaka/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Aparajeyo_Bangla_statue-Ranadipam-Basu1-300x225.jpg
[post_content] => {:en}
The University of Dhaka (ঢাকা বিশ্ববিদ্যালয়), also known as Dhaka University or simply DU, is the oldest university in modern Bangladesh. Established during the British Raj in 1921, it gained a reputation as the "Oxford of the East" during its early years and has been a significant contributor to the modern history of Bangladesh. After the partition of India, it became the focal point of progressive and democratic movements in Pakistan. Its students and teachers played a central role in the rise of Bengali nationalism and the independence of Bangladesh.
The university's distinguished alumni include Satyendra Nath Bose (pioneer of Bose–Einstein statistics), Fazlur Rahman Khan (pioneer of modern structural engineering), Muhammad Yunus (winner of the 2006 Nobel Peace Prize), Vijayaraghavan (co-discoverer of the PV number), Rehman Sobhan (social democratic economist), Buddhadeb Bose (20th century Bengali poet) and Sheikh Mujibur Rahman (the founding father of Bangladesh). It also enjoyed associations with Kazi Nazrul Islam, Rabindranath Tagore and Faiz Ahmed Faiz.
Before Dhaka University was established, near its grounds were the former buildings of Dhaka College. But in 1873 the university was relocated to Bahadur Shah Park. Later it shifted to Curzon Hall, which would later become the first institute of the University of Dhaka.
The establishment of the university was a compensation of the annulment of the 1905 Partition of Bengal. The partition had established East Bengal and Assam as a separate province, with Dhaka as its capital. However, the partition was abolished in 1911.
In 1913, public opinion was invited before the university scheme was given its final shape. The secretary of state approved it in December 1913. The first vice-chancellor of the university, Dr. Philip Joseph Hartog, formerly academic registrar of the University of London for 17 years was appointed.
During the opening of the University, Joseph Hartog made this speech in honour of the university:
"A man may be an excellent teacher of elementary subjects without the power to add to knowledge. But in advanced work I maintain that no one can really teach well unless he has the combination of imagination with critical power which leads to the original production (of knowledge), and for that if for no other reason, a university to be a true university must see that its teachers are men who are also capable of advancing knowledge."
Established in 1921 under the Dacca University Act 1920 of the Indian Legislative Council, it is modelled after British universities. Academic activities started on July 1, 1921 with 3 Faculties: Arts, Science and Law; 12 Departments: Sanskrit and Bengali, English, Education, History, Arabic and Islamic Studies, Persian and Urdu, Philosophy, Economics and Politics, Physics, Chemistry, Mathematics, and Law; 3 Dormitories for students: Salimullah Muslim Hall, Dacca Hall and Jagannath Hall.
The university later played a significant role in the Bengali Language Movement, when Bengalis joined together to fight against Urdu being the official language in East Pakistan. Dhaka University was the main place where the movement started with the students joining together and protesting against the Pakistan government. Later countless students were massacred in where the Shaheed Minar stands today. After the incident, Bengali was restored as official language.
{:}{:bn}
আধুনিক বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো ঢাবি নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় ১৯২১ সালে ইংরেজ শাসনামলে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে ‘প্রাচ্যর অক্সফোর্ড’ নামে পরিচিত ছিল। দেশবিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে সকল প্রগতিশীল এবং গনতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই বিশ্ববিদ্যালয়টি। বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা কেন্দ্রীয় ভুমিকা পালন করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি ফাইজ আহমেদ ফাইজের সান্নিধ্য ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এলুমনিতে ছিলেনঃ সত্যন্দ্রনাথ বোস (বোস-আইনস্টাইন সূত্রের জনক), ফজলুর রহমান খান (আধুনিক স্থাপত্য প্রকৌশলের প্রবক্তা), ডঃ মুহাম্মদ ইউনুস (২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী), বিজয়রাঘবান (পিভি নাম্বারের যৌথ আবিষ্কারক), রেহমান সোবহান (সমাজকর্মী এবং অর্থনীতিবিদ), বুদ্ধদেব বসু ( জনপ্রিয় কবি), শেখ মুজিবর রহমান (বাংলাদেশের জাতির জনক)।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে ঢাকা কলেজের ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হত। ১৮৭৩ সালে বাহাদুর শাহ পার্কে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্সটিটিউট কার্জন হলে স্থানান্তর করা হয়।
১৯০৫ সালে বাংলার বিভক্তি বাতিলের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাংলার বিভক্তির ফলে ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা এবং আসাম পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। তবে ১৯১১ সালে এই বিভক্তি বাতিল করা হয়। ১৯১৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবকে পূর্ণরূপ দেওয়ার পূর্বে জনমত আহবান করা হয়। সেই বছর ডিসেম্বরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন করেন। ইউনিভারসিটি অফ লন্ডনে প্রায় ১৭ বছর একাডেমিক রেজিস্ত্রারের দায়িত্ব পালনকারী ডঃ ফিলিপ জোসেফ হারটগ কে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় চালু হবার সময় জোসেফ হারটগ তাঁর ভাষণে বলেনঃ
"জ্ঞানবৃদ্ধির ক্ষমতা ছাড়াই একজন হয়তো প্রাথমিক বিষয়গুলোর খুব ভাল শিক্ষক হতে পারেন কিন্তু আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমষ্টি ব্যাতিত একজনের পক্ষে ভালভাবে পাঠদান করা সম্ভব নয়। কেননা কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমন্বয়ে জ্ঞানের উদ্ভাবন হয়। আর এ কারনেই সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে হলে এখানকার শিক্ষকদের নিজেদের জ্ঞান বৃদ্ধিতে সমর্থ হতে হবে”।
১৯২১ সালে ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯২১ এর অধীনে ইংরেজ বিশ্ববিদ্যালয়গুলোর আদলে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়। ১৯২১ সালের ১লা জুলাই আইন, বিজ্ঞান এবং কলাসহ ৩টি অনুষদ এবং সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পারস্য এবং উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, এবং আইনসহ মোট ১২ টি বিভাগ নিয়ে এখানে পাঠদান শুরু হয়। সেসময় এখানকার ছাত্রদের জন্য তিনটি ডরমিটরি ছিল। এগুলো হলোঃ সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল এবং জগন্নাথ হল।
পরবর্তীতে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং এখানেই ছাত্ররা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বর্তমানে অবস্থিত শহীদ মিনারের স্থানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করেছিল এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শহীদ হন। পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
{:}
)
[1] => Array
(
[name] => BUET
[post_id] => 7606
[post_link] => http://offroadbangladesh.com/places/buet/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Dept._of_Architecture-Uploaded-by-Shb921-300x225.jpg
[post_content] =>
Bangladesh University of Engineering and Technology (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), commonly known as BUET (বুয়েট), is a Public Engineering University in Bangladesh. It is the oldest Engineering institution in the region.
In this institution, every year around 1000 students get enrolled in undergraduate and postgraduate programs to study engineering, architecture, and planning. In undergraduate admission test, only about top 17% students can get admitted among 8,000 selected candidates. The total number of teachers are about 500. The University has continued to expand over the last three decades. This includes the construction of new academic buildings, auditorium complex, halls of residence.
"Dhaka Survey School" was established in 1876 as a survey school at Nalgola, in Old Dhaka to train surveyors for the then Government of Bengal of Hindustan. Later, generous grants from Nawab Ahsanullah, a renowned Muslim patron of education and member of the Nawab family of Dhaka, enabled it to expand as a full-fledged engineering school. In recognition of this contribution, the school was renamed to "Ahsanullah School of Engineering". It offered three-year diploma courses in Civil Engineering, Electrical Engineering and Mechanical Engineering. It was moved to its present premises in 1912.
After the partition of India in 1947, it was upgraded to "Ahsanullah Engineering College", as a Faculty of Engineering under the University of Dhaka, offering four-year bachelor's course in Civil, Electrical, Mechanical, Chemical and Metallurgical engineering.
In 1962, it was renamed as East Pakistan University of Engineering and Technology (EPUET). A partnership with the Agricultural and Mechanical College of Texas (renamed Texas A&M University in 1963) was forged, and professors from A&M came to teach and to formulate the curriculum. During this period, EPUET offered courses in Mechanical, Electrical, Civil, Metallurgical, Chemical engineering and Architecture. After the liberation war of 1971, Bangladesh became independent, and EPUET was renamed to Bangladesh University of Engineering and Technology (BUET).
Several more departments to offer graduate and undergraduate courses in different subjects- Water Resources Engineering, Naval architecture & Marine engineering, Industrial & Production Engineering, Petroleum & Mineral Resources Engineering, Computer Science & Engineering, Glass and Ceramic Engineering- were included in the university at different times. In 2007, BUET celebrated 60 years (1947-2007) of engineering education in Bangladesh by arranging a 6 month long series of programs and events.
)
[2] => Array
(
[name] => {:en}Bogra Zilla School{:}{:bn}বগুড়া জেলা স্কুল{:}
[post_id] => 742
[post_link] => http://offroadbangladesh.com/places/bogra-zilla-school/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2014/12/1024px-Bogra_Zilla_School_Academic_Building1-300x194.jpg
[post_content] => {:en}
Bogra Zilla School (Bengali: বগুড়া জিলা স্কুল) is the oldest high school in the Bogra district of Bangladesh and one of the top-ranked schools in the country. It provides education from class three (Grade-3) to class ten (Grade-10). It was a private English medium school before becoming a public school.
Bogra Zilla School was established in 1853. Babu Bhagabati Charan Ghosh was the first headmaster. It was a private (non-government) school before becoming a public one. It came under governmental management through the efforts of then magistrate and collector Mr. Russell and deputy collector Babu S. Mukharjee. This school observed its 150th anniversary celebration in 2005.
Bogra Zilla School was the second government high school in the Bogra district during British rule. Babu Bhagabati Charan Ghosh was appointed Headmaster of the school and held the post for six years. Bogra's native son Babu Kishoree Lal Roy, who is the author of many philosophical writings, was an early student of this school. In his book Free Enquiry after Truth he wrote, “In 1853 a Government English school was established here and I obtained my entrance into it. My progress in this institution has been remarked by its first and best of its Headmasters that ever were, to have been remarkably rapid. Be it said with deep respect and gratitude that under the judicious tuition of Babu Bhagabati Charan Ghosh I obtained a useful knowledge of the English language within about four years and a half. I have always thought Bhahabati Babu to be one of my greatest benefactors on Earth and will think so for ever also.”
There were four teachers during the period of Bhagabati Babu. According to the National School Committee, the school appears to have beeb founded principally by the sons and relatives of the clerks' officers connected with the Courts. After Bhagabati Babu, A. C. Mukharjee became Headmaster in 1859. During his tenure, two students passed in 2nd division, and one passed in 1st division with scholarship in 1862. Around this time, the practice of giving books as rewards to the students of both Bangla and English schools based on their performance was started.
During the prize-giving ceremony more than a hundred taka used to be spent for fireworks. During 1859–60, the inspector of the schools of the north-east areas and Assam, Mr. W. Robinson, conducted the ceremony. He arranged a demonstration with a magic lantern for their entertainment and showed many interesting and educative events of nature such as the motions of the stars and planets, a solar and lunar eclipse, a cyclone, etc. From 1881 to 1885, a school building was constructed of bricks.
In 1873–74, there were six teachers, one pundit, and one moulavi in the school. There were 85 students in 1860–61. In 1907–08, the number of students was 363. Among them, 218 were Hindus and 145 were Muslims.
The school now has 52 faculty members and 4000 students. The faculty members are graduates from universities in Bangladesh, and student applicants, mostly from top elementary schools, are put through a competitive admission selection process.
{:}{:bn}
বাংলাদেশের বগুড়া জেলার সবচেয়ে প্রাচীন হাইস্কুল হচ্ছে বগুড়া জেলা স্কুল। এটি দেশের প্রথম সারির অন্যতম একটি স্কুল। এখানে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। সরকারি স্কুল হওয়ার পূর্বে এটি একটি বেসরকারি ইংরেজি মধ্যম স্কুল ছিল।
১৮৫৩ সালে বগুড়া জেলা স্কুল প্রতিষ্ঠা করা হয়। বাবু ভগবতি চরণ ঘোষ ছিলেন এটির প্রথম প্রধান শিক্ষক। সরকারি স্কুল হওয়ার পূর্বে এটি একটি বেসরকারি স্কুল ছিল। তৎকালীন ম্যাজিসট্রেট এবং কালেক্টর জনাব রাসেল এবং ডেপুটি কালেকটর বাবু এস মুখারজির প্রচেষ্টায় স্কুলটি সরকারি ব্যাবস্থাপনার অধীনে আসে। ২০০৫ সালে স্কুলটি এটির ১৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
ইংরেজ শাসনামলে বগুড়া জেলা স্কুল ছিল বগুড়া জেলায় দ্বিতীয় সরকারি উচ্চ বিদ্যালয়। বাবু ভগবতি চরণ ঘোষকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় এবং তিনি এই পদে ছয় বছর স্থায়ী ছিলেন। দর্শন ভিত্তিক অনেক লেখনীর প্রনেতা বগুড়ার সন্তান বাবু কিশোরী লাল রায় এই স্কুলের প্রথমদিকের ছাত্র ছিলেন। তাঁর বই সত্যের জন্য মুক্ত অনুসন্ধানে তিনি লিখেছিলেন “১৮৫৩ সালে এখানে একটি সরকারি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করা হয়ে যেখান থেকে আমি এনত্ট্রেন্স পরিক্ষায় উত্তীর্ণ হই।এই স্কুলের প্রথম এবং সর্বকালের সেরা প্রধান শিক্ষকের মতে আমার অগ্রগতি ছিল উল্লেখকরার মত দ্রুত। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে বাবু ভগবতি চরণ ঘোষের শিক্ষায় আমি সাড়ে চার বছরের মধ্যেই ইংরেজি ভাষা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করি। আমি সবসময় ভগবতি বাবুকে পৃথিবীতে আমার সর্বশ্রেষ্ঠ হিতকারী হিসেবে মনে করি এবং সবসময়ই করে যাবো”।
ভগবতি বাবুর সময়ে এখানে চারজন শিক্ষক ছিল। ন্যাশনাল স্কুল কমিটি অনুযায়ী আদালতের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারীদের পুত্র ও আত্মীয় স্বজনরা মূলত স্কুলটি প্রতিষ্ঠা করে। ১৮৫৯ সালে ভগবতি বাবুর পর এ সি মুখারজি স্কুলটির প্রধান শিক্ষক নিযুক্ত হন। তাঁর সময়ে ১৮৬২ সালে দুই জন ছাত্র দ্বিতীয় বিভাগে এবং একজন বৃত্তিসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এ সময় থেকেই বাংলা ও ইংরেজি স্কুলে ছাত্রদের নৈপুণ্যের কারনে বই পুরস্কার দেওয়ার রীতি চলে আসছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় একশতর অধিক টাকা আতশবাজির জন্য ব্যয় করা হত। ১৮৫৯-৬০ সালে উত্তর পূর্ব এলাকা এবং আসামের স্কুল পরিদর্শক জনাব ডব্লিউ রবিনসন পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করতেন। তিনি আনন্দ দেওয়ার জন্যে জাদুর লন্ঠনের মাধ্যমে জাদুর আয়োজন করতেন এবং প্রকৃতির অনেক শিক্ষণীয় ঘটনা যেমন গ্রহ এবং নক্ষত্রের ঘূর্ণি, সূর্য এবং চন্দ্রগ্রহন, ঘূর্ণিঝড়, ইত্যাদি প্রদর্শন করতেন। ১৮৮১ থেকে ১৮৮৫ সাল পর্যন্ত ইট দিয়ে একটি স্কুল ভবন নির্মাণ করা হয়।
১৮৭৩-৭৪ সালে স্কুলে ছয়জন শিক্ষক, একজন পণ্ডিত এবং একজন মৌলভি ছিলেন। ১৮৬০-৬১ সালে স্কুলে ৮৫ জন ছাত্র ছিল। ১৯০৭-০৮ সালে ছাত্র সংখ্যা ছিল ৩৬৩ যাদের মধ্যে হিন্দু ছিলেন ২১৮ জন আর মুসলমান ছিলেন ১৪৫ জন।
স্কুলটিতে এখন ৫২জন অনুষদ সদস্য এবং ৪০০০ ছাত্র আছে। অনুষদ সদস্যরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং ছাত্র হিসেবে ভর্তিচ্ছুকরা দেশের শীর্ষস্থানীয় স্কুল থেকে এসে থাকেন যাদের নির্বাচিত হওয়ার জন্যে রীতিমত প্রতিযোগিতামূলক পরিক্ষায় উত্তীর্ণ হতে হয়।
{:}
)
[3] => Array
(
[name] => Kobi Nazrul Govt College
[post_id] => 7464
[post_link] => http://offroadbangladesh.com/places/kobi-nazrul-govt-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Kabi_Nazrul_Govt_College-by-mak-300x225.jpg
[post_content] =>
Kobi Nazrul Government College was established at 1874, but it had a different name that time. Later on changing different names at different times, it’s ended at its current name. If you want to read more about the naming and the story of the college, please read at wikipedia, the link is provided in the contents beside the main body.
After entering the college, you'll find the administration building of the college. Just behind the admin building, its class rooms are located. The college's class room building is U shaped, and inside contains a large ground. The classroom building has 3 floors.
At the end of the ground, you can see a monument which is a token of the commemoration for the 1952 language martyrs. It’s a small one, and black in color. From first look, it will give you a mix taste of the Shahid Minar and the Smriti Shoudho.
)
)