Array
(
[0] => Array
(
[name] => Betila House: The Forgotten Palace of Manikganj
[post_id] => 17193
[post_link] => http://offroadbangladesh.com/places/betila-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Betila-House-2-300x163.jpg
[post_content] =>
The Betila (বেতিলা) House in Manikganj was built about a century ago by Jyoti Babu (জ্যোতি বাবু) and Satya Babu (সত্য বাবু), a couple of affluent merchants involved in the trade of Jute, the golden fibre of Bangladesh. This palatial house is located in a remote area named Betila which is within the parameters of the modern day Manikganj proper. Explorers/travelers searching for heritage sites in Manikganj over the internet may come across several links of the famous Baliati Zamindar’s Palace but never find any links on Betila. This is primarily because the Betila House was not a Zamindar’s (Land Owner) palace, and secondly since it is located in such a remote area, people hardly know about it. Rich people of those era are known to build such palatial houses in remote areas and live lavish lives, even though they were not 'Zamindars' or royalty.
For someone looking for heritage sites, the Betila Mitra Union of Manikganj would be a fabulous one to come across. It’s situated in semi rural setting (being not too distant from urban areas) and doesn't seem particularly unique on first impression but once you begin to explore it's culture and heritage, beautiful places like the Betila House amongst several others begin to surface. The seemingly tame Betila Canal runs across the area, connecting two major rivers Kaliganga (কালিগঙ্গা) and Dhaleshwari (ধলেশ্বরী) but like most waterways of Bangladesh, one can anticipate its ferocity in full monsoon season when rising water levels which is also evident in the way it has eroded both its banks, specially at the lone bridge that was constructed some time back.
On both the banks one will come across a series of heritage buildings, the pinnacle being on the eastern bank, the Betila Palatial house surrounded by rich foliage. It’s a combined structure of two separate buildings both of which are two-storied, standing almost intact, side by side and with an expansive open field before them.
)
[1] => Array
(
[name] => Boro Katra
[post_id] => 9883
[post_link] => http://offroadbangladesh.com/places/boro-katra/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/06/P_20150610_1254411-169x300.jpg
[post_content] =>
Boro Katra (বড় কাটরা) was built between 1644 and 1646 AD to be the official residence of Mughal prince Shah Shuja, the second son of emperor Shah Jahan. The prince endowed it to his diwan and the builder of the serai, Abul Qasim. The word Katra may have originated from Arabic word Katara which means colonnaded building.
It is a historical and architectural monument located in Old Dhaka, Bangladesh.‘Katra or katara’ in Arabic and Persian means ‘Caravan (Karwan) Sarai’ or simply a ‘Sarai’. It is a palatial building dating to the reign of the Mughal dynasty in the Bengal region. It is situated to the south of Chowk Bazar close to the north bank of the river Buriganga.
Words from the Second inscription of north gateway: “Sultan Shah Shuja Bahadur was famed for deeds of charity-Wherefore being hopeful of the mercy of God his slave Abul Qasim al-Husainia-Tabtaba, As Simnai, Built this sacred edifice endowing it with twenty two shops attached to it, o the rightful and lawful condition that the official in charge of the endowment should expend the income derived from them upon the repairs of the building and upon the poor, and that they should not take any rent from any deserving person alighting there in, so that the pious act may reflect upon the monarch in this world and they should not act otherwise, or else they would be called on the day of retribution. This inscription was composed by Sad-ud-din Muhammad Sherazi” (Dacca, p.193 by prof. A.H. Dani)
Architectural Property: The building's architecture follows the traditional pattern of the Central Asia's caravanserai and is embellished as per Mughal architecture. It originally enclosed a quadrangular courtyard surrounded by shops and was overlooked by a row of 22 living cells in each wing. Two gateways were built in the northern and southern wing. The southern wing is a two-storeyed structure and extends 223' along the river. It is marked in the middle by the southern gateway, an elaborate three storied central archway framed within a projected rectangular bay that provides access to the courtyard. The underside of the arched alcove of the gateway is adorned with intricate plasterwork. The wall surface around the spandrels with plastered panels in relief contain a variety of forms such as four-centred, cusped, horse shoe and flat arches. Each wing is two storied and the corners are marked by tall octagonal towers.
)
[2] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Chondro Mohol{:}{:bn}চন্দ্রমহল{:}
[post_id] => 6479
[post_link] => http://offroadbangladesh.com/places/chondro-mohol/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chondro-Mohol-Bagerhat-031-300x214.jpg
[post_content] => {:en}
There is a picnic spot located at the village near Ronojitpur (রণজিতপুর). It is based on a house named Chondro Mohol. It was probably built by someone named Saiyad Amanul Huda Selim, who was a naval officer. Chondra (চন্দ্রা) is the name of his wife and the name of the house is given after her. Lot of local visitors use to come here every day. It was free once upon a time, but now a days they have put an entry fee to enter. Its 20 Taka these days. Apart from the house, the area is nicely decorated with flowers. Also it has symbolic sculptures to depict the lost culture of our Bangladesh. It has a mini zoo at one corner, and has several ponds around.
The house Chondro Mohol (চন্দ্র মহল) is surrounded by water and to reach there you have to go through an underpass that goes under the water. Inside the house, they have placed few stuffs which probably are the collected things from several part of the world (as a hobby, or during their traveling).
{:}{:bn}
চন্দ্রমহল নামে একটি ভবনকে কেন্দ্র করে রঞ্জিতপুরের কাছে একটি পিকনিক স্পট রয়েছে। সম্ভবত সৈয়দ আমানুল হুদা সেলিম নামক এক ব্যাক্তি এই ভবনটি নির্মাণ করেন এবং তাঁর স্ত্রী চন্দ্রের নামে ভবনটির নামকরণ করেন। তিনি ছিলেন নৌ বাহিনীর একজন কর্মকর্তা। প্রতিদিন অসংখ্য স্থানীয় পর্যটক এখানে আসেন। পূর্বে এখানে ঢুকতে কোন প্রবেশ মূল্য না দিতে হলেও বর্তমানে ২০/- টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। চন্দ্র মহল ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। এদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটি মিনি চিড়িয়াখানা ছাড়াও এখানে বেশ কয়েকটি পুকুরও আছে।
পানি উপর স্থাপিত চন্দ্রমহলে আপনাকে পানির নীচে নির্মিত একটি আন্ডারপাস দিয়ে আসতে হবে। ভবনটির অভ্যন্তরে পৃথিবীর বিভিন্ন অংশে বেড়ানোর সময় সেখান থেকে শখের বশে সংগ্রহ করা বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে।
{:}
)
)