Array
(
[0] => Array
(
[name] => Bangladesh Air Force Museum
[post_id] => 10796
[post_link] => http://offroadbangladesh.com/places/air-force-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/air-force-museum1-300x225.jpg
[post_content] =>
Bangladesh Air Force Museum became open for the public on October 2014 at Sher-e-Bangla Nagar, Agargaon, Dhaka. It is located at the western side of runway adjacent to Taltola gate. Within its lofty interior, different phased out air craft and equipment have been kept including the aircraft those took part in our glorious Liberation War.
Timetable: The Air force museum is open on weekdays (Monday-Thursday) from 2 PM to 8 PM.
On weekends: it is open from 10 AM to 8 PM, Sunday is the day off for this area, so the museum is closed on Sundays.
Entry fee: 20 Taka.
The Gallery:There are four different galleries. These are: Air Force Gallery to illustrate some memorable and historical photos. Liberation War Gallery: bring back to us the history of the liberation war. There is a gallery for showing medals and uniforms from different year. The last one is the peacekeepers corner to demonstrate the value of Bangladeshi Soldiers in the International Arena. Apart from these there is a souvenir corner too where you can buy posters, mug, t-shirts with the monogram of the National Air Force.
The previous history of BAF Museum: BAF Museum was established in 17 June 1987. At that time the museum was located in No-3 hanger of BAF Base Bashar, Dhaka cantonment. It was not open for public as we knew, just like the prison museum situated inside the Dhaka Central Jail. Once in a year on 16th December, there was a Military March held along with a three days long Army Weaponry Show. But now it is open for the public visitor. People are already started enjoying the place.
Here is the link of the official website of BAF Museum: http://www.bafmuseum.mil.bd/
)
[1] => Array
(
[name] => {:en}House of Poet Jasim Uddin{:}{:bn}কবি জসীমউদ্দিনের বাড়ী{:}
[post_id] => 5865
[post_link] => http://offroadbangladesh.com/places/house-of-poet-jasim-uddin/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/House_of_Poet_Jasimuddin-Pervez21181-300x225.jpg
[post_content] => {:en}
Jasim Uddin is the famous poet from Bangladesh, especially for his dedication to write poems about the folklore culture. He is the only poet from the country whose poems depicts the beauty of the villages and people of villages. The house of our beloved poet is situated by the river "Kumar". The river itself is an enchanting for its beauty and environment. Inside the house premise, you'll find the grave of the poet (actually a family grave for poet's family).
To enter inside the house premise, you'll require 5 taka per person. Inside the premise, you can see some used objects of the poet, for example camera, plates, bed, chair, some photos etc. You'll find lots of quotes from the poet (some from speech, some from poem, and some from story). You'll love to read those from there. Especially the ones those were at your text book during your childhood education.
At the outside of the house premise, it’s a nice picnic spot. Lots of visitors used to come to this place to pass the afternoon. The river, and the field beside the river is lovely for enjoying the beauty of the sunset. The large field beside the river is now a playing ground for the local people. They used to pass their afternoon using playing football or other local plays there. It’s also a lovely scene where kids are playing. For visitors, there are benches to sit, under sheds.
During the 1st January to 18th January, there used to be a Mela (Fair) at this ground by the name of the Poet. But the Mela unofficially used to extend for another 2 days. So the total duration is 20 days.
{:}{:bn}
আমাদের লোকসংস্কৃতির উপর কবিতা রচনার জন্য কবি জসীমউদ্দিন খ্যাতি অর্জন করেন। বাংলাদেশে তিনিই একমাত্র কবি যার কবিতায় এদেশের গ্রামের সৌন্দর্য এবং গ্রামের মানুষের জীবনযাত্রা নিখুতভাবে উঠে এসেছে।
আমাদের সকলের প্রিয় এই কবির বাসভবন কুমার নদীর তীরে অবস্থিত। চমৎকার সৌন্দর্য এবং তার চারপাশের মনোরম পরিবেশের কারনে এই নদীটির আলাদা খ্যাতি আছে। বাসার অভ্যন্তরে পারিবারিক কবরস্থানে কবির কবর রয়েছে। কবি জসীমউদ্দিনের বাসায় ঢুকতে আপনাকে পাঁচ টাকা প্রবেশমূল্য দিতে হবে। এখানে আপনি কবির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন যেমনঃ ক্যামেরা, প্লেট, চেয়ার, খাট, কিছু ছবি ইত্যাদি।
এছাড়া এখানে বিভিন্ন ভাষণ, কবিতা এবং গল্প থেকে কবির নিজস্ব উক্তি দেখতে পাবেন। এসব উক্তির কিছু কিছু আমরা আমাদের পাঠ্য পুস্তকে পড়ে এসেছি তাই এসব পড়ে আপনি আপনার ছেলেবেলায় হারিয়ে যাবেন। কবির বাসার বাইরে একটি চমৎকার পিকনিক স্পট রয়েছে যেখানে বিকালবেলা মানুষজনের সমাগম ঘটে। এখানকার নদী এবং ধানক্ষেত ঘেরা পরিবেশে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।
এখানে নদীর পাশেই অবস্থিত বিশাল মাঠটিতে স্থানীয়রা খেলাধুলা করে থাকে। ছোট বাচ্চাদের ছোটাছুটি দেখে হয়তো আপনি শৈশবে হারিয়ে যাবেন। দর্শনার্থীদের বসার জন্য মাঠের পাশে পৃথক শেডের ব্যবস্থা রয়েছে। প্রতিবছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ এই মাঠে কবির নামে একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। তবে স্থানীয়দের অনুরোধে মেলার মেয়াদ দুইদিন বৃদ্ধি করা হয়ে থাকে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Khulna Museum{:}{:bn}খুলনা জাদুঘর{:}
[post_id] => 18719
[post_link] => http://offroadbangladesh.com/places/khulna-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/09/P_20150908_130118_1_p.jpg
[post_content] => {:en}
Khulna Museum is the Divisional Museum in Khulna, situated in the Shibbari Mor/KDA Avenue area at Khulna City. Established by the department of Archaeology in 1998, this museum mainly shows the different earthen and pottery samples. However, there is a gallery to display the mythological characters of Hinduism made by Black Basalt. Additionally, on the way of entrance, there is a photo gallery too to let people aware about the historical structures of Khulna Division. Some terracotta, toys made with clay and building tiles are also there to display.
Ticket: All Bangladeshi citizens can get entry by paying 20 taka. For foreigners, it is 100 taka.
Time Table: During Winter it is Open from 9 Am to 5 Pm. In the summertime the timetable is from 10 Am to 6 Pm. Lunch brake is from 1 pm to 1:30 Pm. Sunday Closed.
{:}{:bn}খুলনা শহরের শিববাড়ী এলাকায় খুলনা বিভাগীয় জাদুঘর অবস্হিত । ১৯৯৮ সালে এ জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় । প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে এ জাদুঘরে উপস্হাপিত হয়েছে বিভিন্ন যুগের মৃৎপাত্র, হিন্দু ও বৌদ্ধ মুর্তি, শিলালিপি, পোড়ামাটির ফলকচিত্র, অলংকৃত ইট, পোড়ামাটির বল, পোড়ামাটির গুটিকা ইত্যাদি । এছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি প্রত্নস্হল ও ঐতিহাসিক ইমারতের আলোকচিত্রও আছে ।
টিকেট প্রাপ্তিস্থানঃ
জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার, জনপ্রতি টিকেট এর দাম পনের টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মুল্যে নির্ধারন করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য পঞ্চাশ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য একশত টাকা করে।
বন্ধ-খোলার সময়সূচীঃ
গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২.০০ থেকে খোলা থাকে। এছাড়াও সরকারী কোন বিশেষ দিবসে জাদুঘর বন্ধ থাকে ।{:}
)
[3] => Array
(
[name] => Ethnological Museum
[post_id] => 933
[post_link] => http://offroadbangladesh.com/places/ethnological-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ethnological_Museum_05Moheen-Reeyad-300x200.jpg
[post_content] =>
Ethnological Museum is a unique treasure house, consisting of variety of tribal culture and heritage of Bangladesh. The Ethnological Museum of Chittagong was established in the first half of nineteen sixties. Inside the museum, there are 4 galleries and a small hall. This is considered as the only ethnology museum in Bangladesh which displays the lifestyles and heritage of 37 ethnic groups and four foreign countries.
The Bangladeshi ethnic groups includes Chakma, Marma, Tripura, Chak, Tanchangya, Murong, Khumi, Garo, Bawm, Pankho, Lusai, Khyang, Monipuri, Khashia, Oraon, Hajong, Mandai, Dalue, Hodi, Bona, Polia, Koch, Rajbangshi, Santal, Munda, Ho and many more. This museum not only preserving the past, but also growing and developing in line with the growth and development of the country, and therefore documenting the present for future generations to look back on its reflection.
)
)