Array
(
[0] => Array
(
[name] => Bir Kamalar Dighi
[post_id] => 5561
[post_link] => http://offroadbangladesh.com/places/bir-kamalar-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
Bir Kamalar Dighi is situated in the Kakara Union of Chakaria Upazila. Its site was once full of archaeological relics. Mr. Abdur Rashid Siddiqui, in his research work “Rnoai Tatwa”, has made reference to a stone-inscription found on the bank of this tank. It could not be deciphered at that time. At present there is no trace of it. There is a reference of this tank in the “Rajmala”, the history of the Tippera kings. It has been described in the “Rajmala” that a tank was excavated by the Tippera army after it had attacked Roshang and penetrated up to Ramu during the reign of King Dhany Manikya of Tippera in 1513-14 A.D.
From this it can be supposed that the Tippera army had this tank excavated after the conquest of Chakria. It was named Bir Kamalar Dighi after Kamala Devi, wife of King Dhanya Manikya.
)
[1] => Array
(
[name] => {:en}Prantik Lake{:}{:bn}প্রান্তিক লেক{:}
[post_id] => 1410
[post_link] => http://offroadbangladesh.com/places/prantik-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/prantik-lake-51-300x225.jpg
[post_content] => {:en}
Prantik Lake is a beautiful tourist spot in Bandarban district of Bangladesh. It is surrounded by diversified plants and trees. Prantik Lake is an ideal place for visiting. Prantik Lake is located in a village named “Holudia” near the Keranirhat-Bandarban Road. The volume of the lake area is 29 acres. This amazing place will certainly attract tourist mind. Prantik Lake is an ideal place for travel.
Volume of this area is 29 acres. Tourist can voyage the lake by paddle boat. This lake is nice place for fishing. After getting the authorities permission anyone can fishing here.
With profuse ordinary splendors beauty Prantik Lake lies in Holodia near the Keranihat-Bandarban road. It is 14 km away from Bandarban town. It needs 30minutes drive. It shelters a zone of 2500 acre. The organization authority of this lake is LGED. This lake is bounded by good lots of diversities of trees. It has been observed a natural habitation for diverse bird types. This lake is a perfect residence for fishing. You can have fishing chance in this lake with the consent of the authority. It is an ideal place for trip and family tour in separateness.
{:}{:bn}
প্রান্তিক লেক বান্দরবান জেলার কেরানীহাট-বান্দরবান সড়কের কাছে হলুদিয়া গ্রামে অবস্থিত। অপূর্ব সুন্দর এই লেকটিকে ঘিরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও উদ্ভিদ। প্রায় ২৯ একর জমির উপর অবস্থিত এই লেকটি ঘুরতে যাওয়ার জন্য একটি আদর্শ স্থান।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Jaflong{:}{:bn}জাফলং{:}
[post_id] => 4142
[post_link] => http://offroadbangladesh.com/places/jaflong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/800-Jaflong_Sylhet_Shahnoor-Habib-Munmun1-300x225.jpg
[post_content] => {:en}
Jaflong is a union situated at Bangladesh-India border. Jaflong is a landscape beauty among gardens and hills. It is situated next to the river Peain round Hill Khashia. The Mari River originating from the great Himalayas brings tons of stone slabs with its stream. It’s a hilly area comprising of green forests.
Jaflong is a hill station and popular tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. Jaflong is famous for its stone collections and is home of the Khasi (also known as Khasia) tribe.
Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It is about 60 km from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rare beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.
{:}{:bn}
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী খাসিয়া পাহাড়ের কোলে মারি নদীর পাশে অবস্থিত পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্য ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নাম জাফলং। হিমালয় থেকে সৃষ্ট মারি নদী এখানে প্রচুর পরিমানে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে।
জাফলং হল সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সড়কপথে পৌছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস এই দুটি কারনে জাফলং এর খ্যাতি রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের বিরল সৌন্দর্যের দেখা মিলবে এখানে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Raikhong Lake{:}{:bn}রাইখং লেক{:}
[post_id] => 6703
[post_link] => http://offroadbangladesh.com/places/raikhong-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Raikhong-Lake10-300x225.jpg
[post_content] => {:en}
Bangladesh has very few lakes enlisted under populous tourist spot. Apart from the list, there are few lakes available around the country those can be a supreme destination for any traveler. Raikhong lake is the most prominent from that promising list. The elevation of the lake has around 1165 ft.
This lake is situated at the Rangamati district, not at Bandarban. But, for its location, you have to go there through the Bandarban. That will be the easiest way among all other available, because Rangamati offers communication throw water path only, and also the lake is at the last corner of Rangamati district. No matter how you are going, it’s recommended to pick an expert or guide with you.
Around the lake, you'll find two villages, one is at the eastern bank of the lake, and other one is at western bank. Those villages are known as Pukur Para (পুকুর পারা). May be it’s because of having around the lake. Both the village denizens are Tripura, but religiously Christian. People from West side of the lake used to do uphill and downhill task to come at the lake, but at eastern side's villagers can access the lake easily being so close of it, and having almost at flatland.
People also call this lake as Pukur Para (পুকুর পারা) lake. Also from few local people I have heard them pronouncing the lake's name as Raichong (রাইচং). Not sure which one will be the correct one. No matter what they are saying, or what we are, the beauty of the lake is not going to decrease by that.
Local people used to catch fish from the lake. There is no prohibition about catching fish from that giant lake. Tilapia (তেলাপিয়া) is the first choice from those fishes to stick over the net of the fishermen. At the eastern corner of the lake, there is a tiny Jhiri (ঝিরি) generated from the lake water. Probably that was created to keep the level of the lake water under control. During the rainy season the abundant water from the lake used to pass through that channel and used to join with the Raikhong Canal.
Being many hills around the lake, and the mysterious behavior from the sky, you'll find different colorful scene at the lake water. Remember, half of the lake water is being untouched by the human. People don't used to go those portions normally. So you'll find that area of the lake more beautiful than the proximity of the locality. There is a helipad available at the Pukur Para Army Camp. From that high land, you'll probably get a picturesque aerial view of the lake.
{:}{:bn}
বাংলাদেশে খুব কম লেক রয়েছে যেগুলোকে নামকরা পর্যটন স্পট হিসেবে বলা যায়। সারাদেশে পর্যটকদের তীর্থস্থান বলা যায় এমন লেকের সংখ্যা খুবই কম। প্রায় ১১৬৫ ফুট উঁচুতে অবস্থিত রাইখং লেককে বলা চলে তেমনই একটি তীর্থস্থান। স্থানীয়রা অনেকে লেকটির নাম রাইচং বলে উচ্চারিত করে। তবে লেকটির নামের উচ্চারণ যাই হোক না কেন এতে করে লেকের সৌন্দর্য কোন অংশেই কমবে না।
রাঙ্গামাটিতে অবস্থিত হলেও ভৌগলিক অবস্থানের কারনে এই লেকে আপনাকে বান্দরবানের মধ্যে দিয়ে যেতে হবে। রাঙ্গামাটি জেলার শেষপ্রান্তে অবস্থিত এই লেকে রাঙ্গামাটি দিয়ে পৌছাতে হলে আপনাকে জলপথ পাড়ি দিতে হবে তাই বান্দরবান দিয়ে যাওয়াই হবে সবচেয়ে সহজ। তবে আপনি যেভাবেই যান না কেন সাথে করে অবশ্যই একজন গাইড রাখবেন।
লেকের পূর্বতীরে এবং পশ্চিমতীরে দুটি গ্রাম দেখতে পাবেন যেগুলো পুকুরপাড়া নামে পরিচিত। হয়তোবা চারপাশে লেকের উপস্থিতির কারনেই গ্রামের এমন নামকরণ। দুটি গ্রামের অধিবাসীরাই ত্রিপুরা গোত্রের এবং তাঁরা খ্রিষ্টান ধর্মের অনুসারী। লেকের পশ্চিম তীরের গ্রামবাসীদের পাহাড় বেয়ে উঠা নামা করে এই লেকে আসতে হয় তবে খুব কাছে সমতল ভুমিতে অবস্থিত হওয়ায় পূর্বপ্রান্তের গ্রামবাসীরা সহজেই লেকে আসতে পারেন।
বিশাল রাইখং লেক থেকে মাছ ধরতে নিষেধ না থাকায় স্থানীয়রা এখান থেকে মাছ ধরে থাকে। লেকের বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি ধরা পড়ে। লেকের পূর্ব প্রান্তে লেকের পানি থেকে সৃষ্ট একটি ছোট ঝিরি রয়েছে। সম্ভবত লেকের পানির স্তর নিয়ন্ত্রনে রাখতে ঝিরিটি সৃষ্টি হয়। বর্ষাকালে লেক থেকে প্রচুর পানি এই ঝিরিটি দিয়ে রাইখং খালে যেয়ে পড়ে।
লেকের চারপাশে অনেক পাহাড় থাকাতে এবং আকাশের রহস্যময় আচরণের কারনে লেকের পানি বিভিন্ন বর্ণ ধারন করে। প্রায় অর্ধেক লেকের পানি মানুষ ব্যবহার করে না কারন লেকের সেই অংশে মানুষ যাতায়াত করে না। একারনে লেকের ঐ অংশ আপনার কাছে চারপাশের তুলনায় অনেক সুন্দর মনে হবে। পুকুরপাড়া সেনাক্যাম্পে একটি হেলিপ্যাড রয়েছে। এখানকার উঁচু স্থান থেকে আপনি পাখির চোখে ছবির মত সুন্দর এই লেকটিকে দেখতে পাবেন।
{:}
)
)