Array
(
[0] => Array
(
[name] => {:en}Parulia Mosque{:}{:bn}পারুলিয়া মসজিদ{:}
[post_id] => 4137
[post_link] => http://offroadbangladesh.com/places/parulia-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN1052-300x225.jpg
[post_content] => {:en}
Parulia Mosque,According to a Persy inscription attached in the main gateway of the mosque; Bibi Jainab, a daughter of Nasir shah and wife of Diwan Sharif, built this mosque in 1126 AH/ 1714 AD. Internally,it is 18.29m in long, 5.18m wide and the wall of the mosque is 1.52m thick. Two lateral arches divided the interior of the mosque into three square sections. Three domes cover the roof of these three sections. The domes are crowned with lotus and kalasa finials. There are banded octagonal corner towers at four corners of the mosque. It was an exception that all the corner towers reached up to the cornice. In the Mughal style corner towers generally reach above the cornice.
There are five archways in the mosque, three at the eastern wall and one each at northern and southern walls. The central archway is bigger than the other four which are all in same size and shape. The upper portion of the outer side of the main gateway is under a half-domed roof and is recessed in a rectangular structure. Three mihrabs are at the western wall corresponding to the three archways of the eastern wall. All the mihrabs and the archways are stuck in rectangular structure, which are ornamented with merlons. There are arched niches on both sides of the mihrabs and archways. Archways and mihrabs are marked by their outward projection. Rectangular and square panels decoration are in both sides of the outer face of the archways.
The mosque was partially damaged by earthquakes in 1897 and was renovated later on. There is a square shaped open courtyard in front of the mosque, which is surrounded by a wall not very high. A beautiful gateway is in the eastern side of this wall.
There are two ponds at the northern and southern side of the Mosque which has increased the beauty of Mosque. And it makes the environment of Mosque Premises cool.
There is a one domed square tomb of Diwan Sharif and Bibi Jainab on the western side of the mosque. Every year at some particular month many people of cultural diversity have come here to celebrate a fair (Local term oros). They open so many itinerant shop of snacks and different kinds of toys. People come to pray and wish to have something (Spiritual) which is related with the well being of their life.
{:}{:bn}
নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়ায় এই মসজিদটি অবস্থিত। মসজিদের মূল ফটকে রক্ষিত একটি পারস্য শিলালিপি থেকে জানা যায় ১১২৬ হিজরী/১৭১৪ সালে জনৈক নাসির নামক ব্যাক্তির কন্যা এবং দিওয়ান শরীফ নামক ব্যাক্তির স্ত্রী বিবি জয়নাব এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির অভ্যন্তরের দৈর্ঘ্য ১৮.২৯ মিটার, প্রস্থ ৫.১৮ মিটার এবং মসজিদের দেয়ালের ঘনত্ব ১.৫২ মিটার। দুটি ধনুকআকৃতির সমান্তরাল পথের মাধ্যমে মসজিদের অভ্যন্তরকে তিনটি বর্গাকারভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের উপরেই একটি করে গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজে নকশা ও অলংকার খোদাই করা আছে। ব্যাতিক্রম হিসেবে মসজিদের চারকোণায় অষ্টভুজ টাওয়ার রয়েছে যেগুলোর প্রতিটির উচ্চতা কার্নিশ পর্যন্ত। মুঘল স্থাপত্যশৈলীতে কোনার টাওয়ারগুলোর উচ্চতা সাধারণত কার্নিশকে ছাড়িয়ে যায়। মসজিদটির মোট পাঁচটি ধনুকআকৃতির ফটকের মধ্যে পূর্বদিকের দেয়ালে তিনটি, উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে একটি ফটক রয়েছে। মসজিদের মাঝখানের ফটকটি অন্যান্য ফটকের চেয়ে বড়। মসজিদের মূল ফটকের বাইরের দিকটি উপরিভাগ অর্ধগম্বুজ আকৃতির ছাদের নীচে অবস্থিত যেটি একটি আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। অন্যান্য ফটকগুলো সামান্য নিচু আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মসজিদের পশ্চিমদিকের দেয়ালে পূর্বদিকের ফটকগুলো বরাবর তিনটি মিহরাব অবস্থিত। সবকটি মিহরাব এবং ধনুকআকৃতির ফটকগুলো অলংকারখচিত আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মিহরাব এবং ফটকের উভয়দিকেই ধনুকআকৃতির কোটর রয়েছে। ফটকগুলোর বাইরের অংশে বর্গাক্ষেত্রাকার এবং আয়াতক্ষেত্রাকার নকশা রয়েছে। ১৮৯৭ সালের ভুমিকম্পে মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মসজিদটি মেরামত করা হয়। মসজিদের সামনের বর্গাক্ষেত্রাকার আঙ্গিনাটি প্রাচীর দিয়ে ঘেরা। তবে প্রাচীরের উচ্চতা খুব বেশি নয় তবে প্রাচীরের পূর্বদিকেএকটি চমৎকার ফটক রয়েছে।পারুলিয়া মসজিদের উত্তর ও দক্ষিণদিকে অবস্থিত দুটি পুকুর মসজিদ অঙ্গনকে ঠাণ্ডা রাখার পাশাপাশি মসজিদের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে।
মসজিদের পশ্চিমে দিওয়ান শরীফ এবং বিবি জয়নাবের এক গম্বুজবিশিষ্ট দরগা অবস্থিত। প্রতিবছর এখানে বছরের একটি নির্দিষ্ট মাসে মেলা (স্থানীয়ভাবে ওরশ বলা হয়) অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষজন অংশ নিয়ে থাকে। এসময় এখানে বিভিন্ন খাবার ও খেলনা পাওয়া যায়। মানুষ এখানে এসে প্রার্থনা করে এবং নিজেদের জীবনের সমৃদ্ধির জন্য কিছু চেয়ে থাকে।
{:}
)
[1] => Array
(
[name] => Atkandi Nilkuthi Mosque
[post_id] => 5674
[post_link] => http://offroadbangladesh.com/places/atkandi-nilkuthi-mosque-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN10841-300x225.jpg
[post_content] =>
Atkandi Nilkuthi Mosque (আটকান্দি নীলকুঠি মসজিদ ) is situated in the Atkandi village of Raypura upazila, Narsingdi. It was built by a man named ‘Alim Uddin’. Alim Uddin built this Mosque just beside the grave yard of his wife ‘Sadetunnesa’. To build this Mughal stylistic Mosque he brought some masons from far land Mohishur, India. Some even compare it with Tajmahal, given its architectural style and the emotions behind it.
Alim Uddin completed his education on Islamic religion from Deobond and later worked as Teacher in a madrasa, conducted by Khawaza Family in Dhaka. Later in 18th century, he built this Mosque, however the exact date of founding this Mosque could not be determined.
Architectural property and Layout :
It is a rectangular shaped Mosque. Which can be divided into three specific spatial context. We can exemplify it as below-
1. Inner zone
2. Exterior Corridor zone
3. Exterior Porch zone (under open sky)
Inner Zone of this Mosque contains three domes, and a Mihrab. Among these, three bulbous domes, among which the middle one is the biggest. The inner zone contains two entrances.
Exterior corridor zone of this mosque is elongated in north-south forming a rectangular shape. It contains five bulbous domes, which is smaller than other three. This zone also contains five entrances which are arch shaped and decorated with multi foiled design. In parapet it’s decorated with the Merlon design. In the base line of outer wall it’s decorated with a pitcher design.
Exterior porch zone of this mosque was built considering the large gathering which take place. It’s a square shaped plastered floor, with one feet high bordered wall all around the porch. It contains a main gateway to enter into the Mosque.
Public gathering in different occasion:
In different kind of public occasions, like in the eve of Eid-festivals and in common vacations people from different parts of the country come here to visit this place. On the southern part of this Mosque there is an old Ghat (in the edge of a river) which has stepped down to the branch of Meghna river. So far we know, it was built by G.P. Wize when this region was a place to plant indigo in a massive scale.
Present Condition and ruins of several unrevealed structure:
Present condition of this Mosque is not so consistent in a sense of building strength. It is in very sensitive condition, where it is randomly being used without any treatment of conservation & preservation. That’s why we can observe some deterioration in the brick building both in Exterior & interior part.
In the northern part of the Mosque there are some ruins of buried structure. Some outer portion of that buried structure is seem like spherical shape. Which demands more exploration and systematic archaeological excavation to reveal the history behind this region.
)
[2] => Array
(
[name] => {:en}Atiya Jame Masjid{:}{:bn}আতিয়া জামে মসজিদ{:}
[post_id] => 4502
[post_link] => http://offroadbangladesh.com/places/atia-jame-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Tangail_mosque-Atiya-by-maremagna1-300x225.jpg
[post_content] => {:en}
The photo of this iconic mosque used to be printed on the Ten Taka note of Bangladesh. Nowadays these notes are very rare and are available only at the banks or on in the collection of few people now a days. Atiya is a historical four century year old mosque located at the Delduar Thana of Tangail district. It was named by the village Atiya and the mosque is also known as Atiya Jame Masjid.
Atiya Jame Mashjid is approximately 6 kilometers from the Tangail town. A small river called Louhojong Nodi flows near the mosque which gives it a more aesthetic appeal. The mosque is around 18m by 12m, it has four spherical domes at the top, one is the larger, which is located at the west part of the mosque. Other three are smaller sized and located at the east side of the mosque. All three domes are in a single row. Seems like the bigger one is for the Imam, and other three are for Musalli (regular people). All the domes are decorated at the bottom part and having a small minaret like object at the top. The mosque has four pillars at the four corners and each of the pillars are stylish and decorated nicely.
The mosque has lovely terracotta at the outer side of east and the north side wall. Those are very simple with just few small flowers inside the circles. The mosque has three entrance at the east side, and two entrance at the north and south side each.
This mosque was built during 1610 by Muslim Jomidar Sayeed Khan Panni, son of Baizid Khan Panni. He also dug a large water tank at the western side of the mosque. Local says that the mosque was built for the honor of a saint Shah Baba Kashmiri.
The mosque was damaged during the massive earthquake of 1800. A reconstruction of the mosque was made in 1837. Also, during 1909 another reconstruction made by two Jamindar from Korotia and Delduar of Tangail jointly. Wazed Ali Khan Panni was from Korotia, and Abu Ahmed Guznavi Khan from Delduar.
{:}{:bn}
পুরাতন দশ টাকার নোটের ডানদিকে এই মসজিদটির ছবি রয়েছে। তবে আজকাল দশ টাকার পুরাতন নোটটি ব্যাঙ্কে পাওয়া যায় এবং মাঝে মাঝে মানুষের হাতে দেখা যায়। প্রায় চারশত বছর পুরাতন ঐতিহাসিক আতিয়া মসজিদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় অবস্থিত। আতিয়া গ্রামের সাথে মিল রেখে মসজিদের নামকরণ করা হয়েছে।
টাঙ্গাইল শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে লৌহজং নামে একটি ছোট নদী মসজিদের কাছ দিয়ে বয়ে গিয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ১২ মিটার। আতিয়া মসজিদে চারটি গো্লাকারের গম্বুজ রয়েছে যেগুলোর মধ্যে বড় গম্বুজটি মসজিদের পশ্চিম অংশে অবস্থিত। বাকি তিনটি গম্বুজ আকারে ছোট এবং মসজিদের পূর্বদিকে একই সারিতে অবস্থিত। গম্বুজগুলো দেখে মনে হয় যেনো বড় গম্বুজটি হল ইমাম এবং বাকি গম্বুজগুলো হল মুসল্লি। গম্বুজগুলোর নীচের অংশে নকশার কাজ রয়েছে এবং উপরে ছোট মিনারের মত বস্তু রয়েছে। মসজিদের চারকোণায় চারটি চমৎকার নকশা করা পিলার রয়েছে।
আতিয়া মসজিদের পূর্ব এবং উত্তর দিকের বাইরের দেয়ালে টেরাকোটার উপর চমৎকার বৃত্তের মাঝে ছোট ফুলের নকশার কাজ রয়েছে। মসজিদের পূর্বদিকে তিনটি, উত্তর ও দক্ষিন দিকে দুটি করে প্রবেশপথ রয়েছে।
১৬১০ সালে বাইজিদ খান পন্নীর পুত্র মুসলিম জমিদার সাইদ খান পন্নী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি মসজিদের পশ্চিমদিকে একটি বড় পানির ট্যাংক খনন করেছিলেন। স্থানীয়রা বলে থাকেন সাধক শাহ বাবা কাশ্মীরির সম্মানে এই আতিয়া মসজিদটি নির্মাণ করা হয়।
১৮০০ সালের প্রচণ্ড ভুমিকম্পে আতিয়া মসজিদ ক্ষতিগ্রস্ত হয় এবং ১৮৩৭ সালে মসজিদটি পুনঃ নির্মাণ করা হয়। এছাড়া ১৯০৯ সালে টাঙ্গাইলের করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ও দেলদুয়ারের জমিদার আবু আহমেদ গজনবী খান যৌথভাবে মসজিদটি পুনঃ নির্মাণ করেন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Boktnagar Zamindar Bari and Mosque{:}{:bn}বক্তনগর জমিদার বাড়ী ও মসজিদ{:}
[post_id] => 5541
[post_link] => http://offroadbangladesh.com/places/boktnagar-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/boktonogor-jomidar-bari-bandura-11-300x225.jpg
[post_content] => {:en}
Beside the bank of the Ichhamoti river (ইছামতি নদী), you'll find an old house that is currently abandoned. No inscription was found about the house. From the architecture of the old house, you can only guess that it was a house of a wealthy man who could have been a Zamindar (জমিদার) or a rich merchant. Boktnogor/Boktonogor(বকতনগর/বক্তনগর) is a place located near the Shikari Para(শিকারী পারা) after Bandura bazaar(বান্দুরা বাজার).
This well-built edifice has lot of rooms inside. Front side of the house is still firm, but damaged at the back sides. Still now a days the house has a lot of open spaces around including ponds. At the south-west corner of the mansion, another edifice is available. This one is an old mosque. Again it is unsure about the builder of the mosque.
If the owner of the mosque and the house is the same person, then the owner must be a Muslim. The village name is Boktnagar (বক্তনগর) which should came from Bokht Nogor (বখত নগর). Possibly someone lived there named Bokht (বখত) and sounds a Muslim name, but all are predictions.
The mosque is a small one having three domes at the top. Middle one is a bit larger compare to other twos. Just above the main gate, and inscription is found written in Arabic. The mosque has a pond at the southern side and a graveyard at the eastern side.
{:}{:bn}
ইছামতি নদীর তীরে একটি পরিত্যাক্ত ভবন দেখতে পাবেন তবে কোন শিলালিপি না থাকায় এই ভবনটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে, ভবনের স্থাপত্যশৈলী দেখে বোঝা যায় এটি ছিল একটি জমিদার বাড়ি। এই ভবনটির অভ্যন্তরে বেশকয়েকটি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির সামনের দিকটি এখনও মজবুত থাকলেও পেছনের দিকটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এখনও ভবনটির চারপাশে একটি পুকুরসহ বেশকিছু খালি জায়গা রয়েছে। জমিদারবাড়ির দক্ষিন-পশ্চিম কোনায় একটি প্রাচীন মসজিদ রয়েছে। মসজিদটির নির্মাণের ব্যাপারেও কিছু জানা যায়নি। যদি জমিদারবাড়ি এবং মসজিদের মালিক একই ব্যাক্তি হয়ে থাকেন তবে ধরে নেওয়া যায় যে তিনি ছিলেন একজন মুসলিম। ধারনা করা হয়ে থাকে যে গ্রামতির নাম বক্তনগর হয়েছে বখতনগর শব্দ থেকে। এমনও হতে পারে যে, বখত নামক কোন মুসলিম ব্যাক্তির নামে গ্রামটির নামকরণ করা হয়েছে।
এখানে অবস্থিত মসজিদটি ছোট এবং তিনগম্বুজ বিশিষ্ট। তবে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে বড়। মসজিদের মূল প্রবেশ পথের উপরে আরবীতে লেখা শিলালিপি দেখা যায়। মসজিদের দক্ষিনে একটি পুকুর এবং পূর্বদিকে একটি কবরস্থান রয়েছে।
{:}
)
)