Array
(
[0] => Array
(
[name] => {:en}Government Rajendra University College{:}{:bn}সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ{:}
[post_id] => 5858
[post_link] => http://offroadbangladesh.com/places/government-rajendra-university-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Government-Rajendra-University-College-240x300.jpg
[post_content] => {:en}
Rajendra Government University College is not far away from the main town. This college was established at 1918. Initially it was listed by the government. But later on 1968 it was listed by government. This is the oldest college from the town. Our famous poet "Jasim uddin" was a student of this institution, also he was working with the University of Kolkata from here for research purpose.
When entered inside the college premise, you have found an abandoned building. It was an academic building when this college was build. But accruing with the time, now some new buildings are raised up, and we don't need the old one. Inside the college building, the pillars from the corridor are really eye catching. The round pillars are ornate at the top, and it seems the mixture some British and Muslim culture.
{:}{:bn}
১৯১৮ সালে প্রতিষ্ঠিত রাজেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় কলেজটি ফরিদপুর শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। ফরিদপুরের প্রাচীনতম এই কলেজটি প্রথমে বেসরকারি হলেও ১৯৬৮ সালে এটিকে সরকারিকরন করা হয়।
বিখ্যাত কবি জসীমউদ্দিন এই কলেজের ছাত্র ছিলেন। এখান থেকে তিনি গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতেন।
কলেজ প্রাঙ্গনে প্রবেশের পর আপনি একটি পরিত্যাক্ত ভবন দেখতে পাবেন। কলেজ প্রতিষ্ঠার সময় এই ভবনটি কলেজের একাডেমিক ভবন ছিল। কিন্ত সময়ের সাথে নতুন ভবন নির্মাণের ফলে পুরাতন ভবনটি আর কাজে আসছে না।
কলেজ ভবনের অভ্যন্তরে করিডরের পিলারগুলো এককথায় নজরকাড়া। নকশার কাজ করা পিলারগুলোর নির্মাণশৈলীতে মুসলিম এবং ইংরেজদের সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়।
{:}
)
[1] => Array
(
[name] => Ishwar Chandra High School
[post_id] => 15702
[post_link] => http://offroadbangladesh.com/places/ishwar-chandra-high-school/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/I-C-high-School-3-300x188.jpg
[post_content] =>
Ishwar Chandra High School (ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়) is situated at Saturia Upazila of Manikganj District, very near to the Baliati Palace. This school was named after Ishwar Chandra Ray Chowdhury, one of the famous Zamindars in Baliati. According to the locals, this school was found by Horendra Kumar Ray in the year 1915-1916. From the history, it can be said that Horendra Kumar Ray was the Son of Ishwar Chandra Ray Chowdhury. Once, this school was named as Ishwar Chandra English High School, but in later time, the name has been changed.
It is said that Horendra Kumar Ray Chowdhury spent around fifty thousands taka at that time to build this ornamented & large school building. which was certainly a big amount to pay at that contemporary time. In recent time, this school has been conducted by a committee consisting of local people.
)
[2] => Array
(
[name] => Open University
[post_id] => 3167
[post_link] => http://offroadbangladesh.com/places/open-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] => The need for an open university in Bangladesh was felt long ago. The history of distance education in Bangladesh dates back to 1956, when the Education Directorate was assigned with the responsibility for distribution of 200 radio receivers to educational institutions. This led to the creation of an Audio-Visual Cell, which was upgraded to Audio-Visual Education Centre in 1962. No further progress in distance education was made till 1971.
After Independence, Bangladesh faced the challenge of meeting the educational needs of mass people. To meet this challenge the necessity for a new mode of education was widely felt. As a sequel to that feeling, the School Broadcasting Pilot Project was launched in 1978. The project was transformed into National Institute of Educational Media and Technology (NIEMT) in 1983. NIEMT was later replaced by the Bangladesh Institute of Distance Education (BIDE) in 1985. Apart from producing audio-visual materials, BIDE offered the Bachelor of Education (B.Ed) program in distance mode. The success of BIDE encouraged policymakers to take up a major plan for establishing an open university. The plan became a reality in October 1992 when the Bangladesh Open University Act 1992 was passed in the Parliament.
)
[3] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
)