Array
(
[0] => Array
(
[name] => {:en}Pocha Dighi and Ghora Dighi{:}{:bn}পচাদীঘি এবং ঘোড়াদীঘি{:}
[post_id] => 1567
[post_link] => http://offroadbangladesh.com/places/pocha-dighi-ghora-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Poocha-Dighi2-300x225.jpg
[post_content] => {:en}
Pocha Dighi and Ghora Dighi have own historical and religious significance toward the villagers. The crocodiles in the pond never will harm you even if you touch them. Here many people used to come every day in a way to make their wish fulfilled. As a result many gifts were given by them. The belief of them is high with that. So many wish have already been fulfilled. There used be a fair in almost every day. Different types of local items can be found here to shop.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}স্থানীয় গ্রামবাসীদের কাছে এই পচাদীঘি এবং ঘোড়াদীঘি দুটোরই ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই দীঘির কুমিরগুলোকে স্পর্শ করলেও এগুলো আপনার ক্ষতি করবে না। এখানে প্রতিদিন অনেক মানুষ আসেন তাদের ইচ্ছা পূরণের জন্য এবং সেজন্য তারা অনেক উপহারও প্রদান করেন। ইচ্ছাপূরণের ব্যাপারে এখানে আগতদের বিশ্বাস এতটাই দৃঢ় যে তাদের অনেকের ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। প্রায় প্রতিদিনই এখানে মেলা বসে যেখানে অনেক কিছু পাওয়া যায়।{:}
)
[1] => Array
(
[name] => {:en}Shokuni Lake{:}{:bn}শকুনি লেক{:}
[post_id] => 6212
[post_link] => http://offroadbangladesh.com/places/shokuni-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Shokuni-Lake1-300x225.jpg
[post_content] => {:en}
This district is beautiful enough for any traveler. But the beauty of the lake added another extra ornament. The blue water from the lake will please mind easily. Most of the main infrastructures from Madaripur town was built around the lake. The DC office, police station, and many more government buildings around the lake. The academic name of the lake is "Shokuni Lake", but local people won't be able to recognize the lake by that name. They simply know the lake as "Madaripur Lake".
This large lake has two portion separated by a fishing net. One half is using for fish cultivation. This water tank was built by few hundred years back by a Raja (a king) to ease the water crisis. But now a days this is a great entertainment place for the locals. During the afternoon, it will be hard to get an empty space around the lake. Most of the people from town used to pass some pleasing time with friends here. The sweets from the lake area are famous from Madaripur.
{:}{:bn}
শকুনি লেকের সৌন্দর্য মাদারীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। লেকের নীল পানি আপনাকে প্রশান্তি দেবে। ডিসিঅফিস, পুলিশ স্টেশন, এবং বিভিন্ন সরকারি স্থাপনাসহ মাদারীপুরের বেশীরভাগ স্থাপনাই এই লেকের আশেপাশে নির্মাণ করা হয়। বইপত্রে এই লেকটির নাম ‘শকুনি লেক’ হলেও স্থানীয়রা এটিকে ‘মাদারীপুর লেক’ হিসেবে চেনে। একটি মাছ ধরার জাল দিয়ে এই বিশাল লেকটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যার একটি অংশে মাছ চাষ করা হয়। কয়েকশত বছর পূর্বে জনৈক রাজা পানির সংকট নিরসনে এই লেকটি খনন করেন। বর্তমানে এই লেকটি একটি বিনোদনকেন্দ্রে পরিনত হয়েছে। বিকালবেলা এই লেকে এতটাই জনসমাগম হয় যে এখানে কোন খালি জায়গা পাওয়া দুষ্কর হয়ে ওঠে। শহরের বেশিরভাগ মানুষ পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে আসেন অবসর সময় কাটাতে। লেকের আশেপাশে সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। এসব মিষ্টির জন্য মাদারীপুর জেলার সুখ্যাতি রয়েছে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Limestone Lake of Tekerghat{:}{:bn}টেকেরঘাট চুনাপাথরের লেক{:}
[post_id] => 9066
[post_link] => http://offroadbangladesh.com/places/limestone-lake-of-tekerghat/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Limestone-Lake-of-Tekerghat1-300x225.jpg
[post_content] => {:en}
Limestone Lake of Tekerghat is located near the Tanguar Haor, so close to Indian border. Once upon a time there was a limestone quarry, but now-a-days that one is not functioning. The Tekerghat Limestone Lake (টেকেরঘাট চুনাপাথরের লেক) is minimum 18 kilometers north from the Tahirpur town.
The water of the lake is clear. You might the water of the lake would be blue. But still the water isn’t bad. This lake was created by quarrying the limestone. Exactly other side of the lake is India. People from India usually take their bath at that side. Hill of that side has large boulders of limestone, but all belongs to India.
There are few small Tila (টিলা) available in Bangladesh side, possibly 20 ft. height and artificial. You can pass few minutes on those if you like.
{:}{:bn}টাঙ্গুয়ার হাওড়ের কাছে ভারত সীমান্তবর্তী একটি স্থানের নাম টেকেরঘাট। একসময় এখানে একটি চুনাপাথরের খনি থাকলেও বর্তমানে খনিটির কার্যকারিতা আর নেই। তাহিরপুর থেকে অন্তত ১৮ কিলোমিটার উত্তরে টেকেরঘাট চুনাপাথরের লেক অবস্থিত।
টেকেরঘাট চুনাপাথরের লেকের পানি নীল না হলেও বেশ পরিষ্কার। চুনাপাথর খননের ফলে এই লেকটির সৃষ্টি হয়। টেকেরঘাট চুনাপাথরের লেকের অপর প্রান্তে ভারত অবস্থিত হওয়ায় সেখানকার অধিবাসীরা লেকে গোসল করে থাকে। লেকের ভারতীয় অংশের পাহাড়ে চুনা পাথরের বিশাল খণ্ড রয়েছে।
টেকেরঘাট চুনাপাথরের লেকের বাংলাদেশ প্রান্তে প্রায় ২০ ফুট উচ্চতার কয়েকটি কৃত্রিম ছোট টিলা রয়েছে। আপনি চাইলে এসব টিলার উপর উঠে কিছু সময় কাটাতে পারেন।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Jaflong{:}{:bn}জাফলং{:}
[post_id] => 4142
[post_link] => http://offroadbangladesh.com/places/jaflong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/800-Jaflong_Sylhet_Shahnoor-Habib-Munmun1-300x225.jpg
[post_content] => {:en}
Jaflong is a union situated at Bangladesh-India border. Jaflong is a landscape beauty among gardens and hills. It is situated next to the river Peain round Hill Khashia. The Mari River originating from the great Himalayas brings tons of stone slabs with its stream. It’s a hilly area comprising of green forests.
Jaflong is a hill station and popular tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. Jaflong is famous for its stone collections and is home of the Khasi (also known as Khasia) tribe.
Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It is about 60 km from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rare beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.
{:}{:bn}
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী খাসিয়া পাহাড়ের কোলে মারি নদীর পাশে অবস্থিত পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্য ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নাম জাফলং। হিমালয় থেকে সৃষ্ট মারি নদী এখানে প্রচুর পরিমানে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে।
জাফলং হল সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সড়কপথে পৌছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস এই দুটি কারনে জাফলং এর খ্যাতি রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের বিরল সৌন্দর্যের দেখা মিলবে এখানে।
{:}
)
)