Array
(
[0] => Array
(
[name] => Itakumari Landlord House
[post_id] => 1898
[post_link] => http://offroadbangladesh.com/places/itakumari-landlord-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Itakumari-Landlord-House-300x200-300x200.jpg
[post_content] =>
Itakumari Landlord house was established in 19th century. Shibchondro elder son of landlord Rajarai was the founder of Itakhula Landlord house. Now most of the building are ruined. Now a well two large pond and elderly building witness of time. Point to be noted that leaders of the public rebellion Devi singha and his assistant Harramsen one time on a time get the owner by forcing. Again Shibchanda and Devi Chowdhurani lead the public rebellion and free the people of Rangpur from Devi singha's torture.
)
[1] => Array
(
[name] => {:en}Raja Shitaram Palace{:}{:bn}রাজা সীতারামের প্রাসাদ{:}
[post_id] => 1904
[post_link] => http://offroadbangladesh.com/places/raja-shitaram-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Broken-pillers-of-Raja-Sitaram-Roy-Palace1-300x225.jpg
[post_content] => {:en}
Raja Sitaram Ray (1658–1714) was a sovereign king. Raja Shitaram Palace has now almost been destroyed, but holds the history of many years in every corner of its building. He rebelled against the Mughal Empire and established a short-lived sovereign Hindu dominion in Bengal. In his early life he initiated Shaktism as he came from a Shakta family. He set up capital in Mohammadpur where the palace is located and established a Dashabhuja Temple there.
In course of time he became attracted to Vaishnavism and became a disciple of Krishna Vallabh Goswami of Murshidabad, who initiated belief in him. Sitaram established a pancharatna temple devoted to Hare Krishna in the village of Kanainagar to the west of the fort at Mohammadpur.
{:}{:bn}রাজা সীতারাম রায় ছিলেন একজন স্বাধীন রাজা। তিনি মুঘল রাজত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং বাংলায় একটি স্বল্পস্থায়ী হিন্দু অঞ্চল প্রতিষ্ঠা করেন। শাক্তা পরিবার থেকে আসায় তিনি জীবনের শুরুতে শক্তিবাদের প্রবর্তন করেন। মোহাম্মাদপুরে রাজধানী স্থাপন করে রাজা সীতারাম সেখানে দাশাভুজা মন্দির স্থাপন করেন। সময়ের সাথে সাথে রাজা সীতারাম বিষ্ণুবাদের প্রতি আকর্ষিত হন এবং মুর্শিদাবাদের কৃষ্ণ বল্লভ গোস্বামীর ভক্ত বনে যান যিনি রাজা সীতারামের মধ্যে বিশ্বাস স্থাপন করেন। মোহাম্মাদপুর দুর্গের পশ্চিমে কানাইনগর গ্রামে রাজা সীতারাম হরি কৃষ্ণকে উৎসর্গ করে একটি পঞ্চরত্ন মন্দির স্থাপন করেন।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Dhanbari Nawab Manzil{:}{:bn}ধনবাড়ি নবাব মনজিল{:}
[post_id] => 5262
[post_link] => http://offroadbangladesh.com/places/dhanbari-nawab-manzil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/dhanbari-nawab-bai-Md.Rokanuzzaman1-300x240.jpg
[post_content] => {:en}
Dhanbari Nawab Manzil (ধনবাড়ি নবাব মনজিল) is locally known as Nawab Bari (নবাব বাড়ী). This is now owned by the descendants of Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী). They have been taking a good care of this palace and also built several cottages inside the premise for the tourists for staying. This is the only heritage resort from our Bangladesh. This is also known as Dhanbari (ধনবাড়ী) Royal Resort. Inside the premise is very much neat and clean, adequate amount of stuffs and guards are around there to take care of everything.
Most of the Zamindar (জমিদার) mansions from Bangladesh were owned by the Hindu Zamindar (জমিদার). After the division of the country during 1947, and also later 1971, most of those powerful owners were coerced to leave the country, or cringed away to avoid the secular vandalism. Which results their mammoth mansions left unprotected. Later government has taken control of few of those buildings and used as their official purpose (which are still in a presentable state). But others are in total ruin by now a days for lack of care.
But this Nawab (নবাব) Palace is totally different from those. As it was owned by the Muslim landlords, they didn't have to leave the country or had nothing to fear. They were powerful during their ruling period. And yet still they are powerful on that region now a days. That's why this palace is still in a very good condition and has been taken proper care to maintain its state.
This palace was built by the Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী) during 1919 to invite the British Lord Ronaldshay. He Came near Koyra (কয়ড়া) using the Steamer and had a reception with 30 elephants. [Reference: www.dctangail.gov.bd].
One of the decedents from the Nawab (নবাব) Family named Nawab Hasan Ali Chowdhury (নবাব হাসান আলী চৌধুরী) was the Industrial Minister during the reign of East Pakistan. Also he was a member of the Parliament during 1978. Later, after his death, his daughter Saiyeda Asheka Akbar (সৈয়দা আশেক আকবর) was the member of the Parliament during 1981. This information will give you an idea about their power and now you understand why the palace is still in a good condition.
You'll require to buy a ticket for 30 Taka to enter inside the palace premise. Each ticket is valid for 2 hours of visiting. The area is highly secured and the stuffs and guards around there are very much friendly. No unauthorized entries are entertained there. So no one will bother you while you are enjoying the surroundings.
{:}{:bn}
ধনবাড়ি নবাব মঞ্জিল স্থানীয়ভাবে নবাববাড়ি নামে পরিচিত। বর্তমানে নবাব আলী চৌধুরীর উত্তরসূরিরা এই রাজবাড়ির দেখাভাল করছেন এবং পর্যটকদের অবস্থানের জন্য তারা এখানে কয়েকটি কটেজও নির্মাণ করেছেন। বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী রিসোর্ট এটি। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজবাড়িতে বেশ কয়েকজন কর্মচারী সবকিছুর দেখাশোনা করছে।
বাংলাদেশের বেশীরভাগ জমিদারবাড়ির মালিক ছিলেন হিন্দু জমিদারেরা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এদের মাঝে বেশীরভাগ প্রভাবশালী জমিদারেরাই দেশত্যাগ করতে বাধ্য হন অথবা ধর্মীয় গোঁড়ামির কারনে তাঁদের একঘরে করে দেওয়া হয়। এর ফলে এসব জমিদারবাড়ি অরক্ষিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে কিছু জমিদারবাড়ি সরকার অধিগ্রহন করে তাঁদের দাপ্তরিক কাজে ব্যবহার করলেও বাদবাকি জমিদারবাড়িগুলো অযত্ন এবং অবহেলায় ধ্বংসের মুখে রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিল অন্যান্য জমিদারবাড়ির চেয়ে ভিন্ন। মুসলিম জমিদার এই বাড়িটির মালিক হওয়াতে তাঁদের দেশত্যাগ করতে হয়নি। তাঁরা তাঁদের শাসনকালে যেমন ক্ষমতাধর ছিল তেমনি এখনও নিজ নিজ অঞ্চলে তাঁদের প্রভাব বিদ্যমান। আর এ কারনেই তাঁদের মালিকানার জমিদারবাড়িগুলোর অবস্থা এখনও বেশ ভাল এবং এসব জমিদারবাড়ির যথাযথ যত্ন ও রক্ষনাবেক্ষন করা হচ্ছে।
১৯১৯ সালে ইংরেজ লর্ড রোনাল্ডশ্যকে আমন্ত্রন জানাতে নবাব আলী চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন। লর্ড রোনাল্ডশ্য স্টিমারে করে কয়ড়ার কাছে এসেছিলেন এবং তাঁকে ৩০টি হাতির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছিল। [সূত্র: www.dctangail.gov.bd];
নবাব পরিবারের একজন উত্তরসূরী নবাব হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্প মন্ত্রী ছিলেন। এছাড়া ১৯৭৮ সালে তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। নবাব হাসান আলী চৌধুরীর মৃত্যুর পর ১৯৮১ সালে তাঁর কন্যা সৈয়দা আশেক আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। উপরোক্ত তথ্য আপনাকে এই নবাব পরিবারের প্রভাব ও ক্ষমতা সম্পর্কে ধারনা দেবে এবং আপনি বুঝতে পারবেন আজও কিভাবে এই নবাবমঞ্জিল এতোটা ভাল অবস্থায় রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিলে প্রবেশ করতে আপনাকে ৩০/- টাকা দামের টিকেট কাটতে হবে। প্রতিটি টিকেট নবাব মঞ্জিলে প্রবেশ করার দুই ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। নবাব মঞ্জিলের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর এবং এখানকার কর্মচারীরা বেশ সাহায্যপরায়ন। এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাই আপনি নির্বিঘ্নে নবাব মঞ্জিল ঘুরে দেখতে পারবেন।
{:}
)
[3] => Array
(
[name] => Raja Viratnagar
[post_id] => 4446
[post_link] => http://offroadbangladesh.com/places/raja-biratnagar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSC08731-Copy-300x225.jpg
[post_content] =>
Raja Viratnagar (রাজা বিরাটনগর) palace is the most valuable historical place of Gaibandha. Raja Virat and Panchopandob (পঞ্চপাণ্ডব) whose name are seen in the play Mahabharat. In 1960, Major Sherwill mentioned this as a “Brad Rajar Ghar”. Once upon a time, there was a huge fort in this place.
Great historian Rakhaldas Bondopaddhay (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) published a report in 1925-26 where he mentioned five bronze sculptures and 4-5 mound which were discovered in during the year 1910. Raja Virat had a huge barns (গোশালা) and about 60000 cows were about. The two younger brother of Panchapandob, namely Nakul (নকুল) and Shodeb (সহদেব), had the responsibility to take care of that barns. For that reason, the word Gaibandha came from the word barns.
)
)