Array
(
[0] => Array
(
[name] => {:en}Chhoto Darogar Hat Waterfall{:}{:bn}ছোট দারোগার হাট ঝর্ণা{:}
[post_id] => 6807
[post_link] => http://offroadbangladesh.com/places/chhoto-darogar-hat-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chhoto-Darogar-Hat-Shohosro-Dhara-011-300x225.jpg
[post_content] => {:en}
This waterfall is known as Chhoto Darogar Hat Waterfall (ছোট দারোগার হাট ঝরনা), also known as Shohosro Dhara Waterfall-2 (সহস্র ধারা ঝরনা-২) as an irrigation project (the same name) was built using the water from the falls. Shohosro Dhara Waterfall-1 (সহস্র ধারা ঝরনা-১) is located inside the Sitakunda সীতাকুন্ড) Echo Park.
It is very easy village path for trekking and having lot of trees at both sides for the shades. It is around half an hour of walking to reach near a water dam named Shohosro Dhara (সহস্র ধারা) Irrigation Project. It uses to barrier the water from the waterfall.
The waterfall was very near from the irrigation project dam. You may not find the path to visit the top of the waterfall. You may find a view of another waterfall from that road and according to the local people, it may be very tough to access.
It is basically a tall but slim waterfall having very less amount of water during any season. It use to have water in a large amount (but not violent) only during the rainy days. As soon as the rain is gone, the waterfall starts to get less flow of water.
{:}{:bn}
ছোট দারোগার হাট ঝর্ণাটি সহস্র ধারা ঝরনা-২ নামেও পরিচিত। এই ঝর্ণার পানি একটি সেচ প্রকল্পে ব্যবহার করা হয়েছে। সহস্র ধারা-১ ঝর্ণাটি সীতাকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে অবস্থিত।
এই ঝর্ণায় পৌঁছানোর পথে আশেপাশে প্রচুর গাছ থাকায় ছায়ার মধ্যে দিয়ে আপনি সহজেই পায়ে হেঁটে এখানে আসতে পারবেন। সহস্র ধারা সেচ প্রকল্পের বাঁধের কাছে পায়ে হেঁটে পৌছাতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে আপনার। ঝর্ণার পানি আটকে রাখতে এই বাঁধটি ব্যবহার করা হয়েছে।
সেচ প্রকল্পের বাঁধের খুব কাছেই এই ঝর্ণাটি অবস্থিত। তবে, ঝর্ণার উপরে পৌছানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে এই ঝর্ণার কাছে যাওয়ার পথে আপনার অন্য একটি ঝর্ণার দেখা মিলতে পারে। স্থানীয়দের মতে ঐ ঝর্ণার কাছে পৌঁছানো মোটেও সহজ হবে না।
ছোট দারোগার হাট ঝর্ণাটি মূলত একটি চিকন এবং লম্বা ঝর্ণা। এই ঝর্ণায় কোন মৌসুমেই পানি প্রবাহ খুব একটা দেখা যায় না। শুধুমাত্র বর্ষাকালে এই ঝর্ণার পানির প্রবাহ কিছুটা বেড়ে যায়। তবে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই ঝর্ণায় পানির প্রবাহ আবারো কমে যায়।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Baklai Waterfall{:}{:bn}বাকলাই ঝর্ণা{:}
[post_id] => 5342
[post_link] => http://offroadbangladesh.com/places/baklai-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/baklai-waterfall1-300x200.jpg
[post_content] => {:en}
Baklai Waterfall is possibly the tallest waterfall of Bangladesh. It has a height of around 380 feet. It is located near at the village Baklai, a village which is deep inside the Bandarban hills. To visit this waterfall, you need to have 5-7 days on hand based on your performance on the trek. It is accessible both from Thanchi and Ruma.
10/12 years back a group of enthusiastic travelers have traveled inside Bandarban and scoured the hills of Bandarban for more than a month. During that visit they discovered this Baklai waterfall from the top. They didn't watch it from the front/base. So they were not aware about the height of the waterfall.
Later on, DWay Expeditors have traveled a place near to the waterfall and only hearing the sound. Hearing the immense roaring sound of the waterfall from far couldn't refrain them to discover what it is actually which they later found out to be the massive Baklai Waterfall. And thus the waterfall came to the common knowledge of the public. Even today, very few travelers visit this waterfall due to the lack of awareness.
Source: Lonely Traveler
{:}{:bn}
বাকলাই ঝর্ণা সম্ভবত দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা। বান্দরবানের পাহাড়ের গভীরে বাকলাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় ৩৮০ ফুট উঁচু। এই ঝর্ণাটি দেখতে চাইলে আপনাকে হাতে পাঁচ থেকে সাতদিন রাখতে হবে। তবে আপনি কতটা হাঁটতে পারেন তাঁর উপর নির্ভর করছে এখানে আসতে কতদিন লাগতে পারে। থানচি এবং রুমা থেকে আপনি এই ঝর্ণাটি দেখতে আসতে পারবেন।
দশ থেকে বারো বছর পূর্বে একদল সাহসী পর্যটক বান্দরবানের গভীরে ভ্রমণ করতে যায় এবং প্রায় একমাসের অধিক সময় বান্দরবানের পাহাড় খনন করে। এই ভ্রমনের সময় তারা বাকলাই ঝর্ণাটি উপর থেকে আবিষ্কার করে। যেহেতো তারা ঝর্ণাটি সামনে থেকে দেখেনি তাই এটির উচ্চতা সম্পর্কে তারা অবগত ছিল না।
পরবর্তীতে আরেক দল অভিযাত্রী ঝর্ণা কাছে একটি স্থানে যায় এবং ঝর্ণার পানি পরার শব্দ শুনতে পায়। ঝর্ণার পানি পরার প্রচণ্ড শব্দ শুনে তারা শব্দের উৎস আবিষ্কারের জন্য অগ্রসর হয় এবং বাকলাই ঝর্ণাটি আবিষ্কার করে। আর এভাবেই সবার সামনে চলে আসে বাকলাই ঝর্ণা। এমনকি আজও খুব কম পর্যটকই ঝর্ণাটি দেখতে যান।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Suptadhara Falls{:}{:bn}সুপ্তধারা ঝর্ণা{:}
[post_id] => 7003
[post_link] => http://offroadbangladesh.com/places/suptadhara-falls/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Suptadhara-Falls21-300x240.jpg
[post_content] => {:en}
Suptadhara Falls is one of the twp falls in Shitakunda Eco Park. This falls keeps dormant except the Rainy season. If you are there at rainy season, only then, you can enjoy the beauty of the falls with full of water. In the dry season, from the far side of the falls, it will appear that the fall doesn't have any water. But when you move toward the falls, you can see a glimpse of water which is dripping from the top of it.
The beauty of the proximity of the falls is outclass. Small and large block of stones are spread all over. It looks like a kind of white beauty. After enjoying the falls, you can start moving toward the side of the falls for riding the mountain.
{:}{:bn}
সীতাকুণ্ড ইকো পার্কে অবস্থিত দুটি ঝর্ণার একটি হল সুপ্তধারা ঝর্ণা। বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় এই ঝর্ণায় পানি থাকে না। তাই শুস্ক মৌসুমে দূর থেকে দেখলে মনে হবে ঝর্ণায় কোন পানি নেই। তবে, ঝর্ণার কাছে গেলে সামান্য কিছু পানি পরতে দেখবেন। যদি বর্ষাকালে এখানে আসেন তবে ঝর্নাটিকে পানিতে পরিপূর্ণ অবস্থায় দেখতে পাবেন এবং ঝর্ণার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন।
ঝর্ণার সৌন্দর্য এক কথায় অসাধারণ। এখানে বড় এবং ছোট পাথর খণ্ড ছড়ানো ছিটানো অবস্থায় আছে। ঝর্ণা দেখে আপনি পাহাড়ে উঠতে পারেন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Hum Hum Waterfall{:}{:bn}হামহাম ঝর্ণা{:}
[post_id] => 3979
[post_link] => http://offroadbangladesh.com/places/hum-hum-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Hum-Hum-Waterfall21-200x300.jpg
[post_content] => {:en}
Hum Hum Waterfall is situated in Razkandi reserve forest in Moulvibazar District. It was discovered in 2009. It is actually a place where you can find the real taste of adventure. The height of the fall is about 135-160 feet. It would be the best to travel this place in rainy season to discover the unlimited beauty of the fall. It is a matter of wonder that most of the Bangladeshi people do not even know about the fall. You can go throw bus or train from Dhaka to Sreemangal. You can find some hotels there. The next step is to go kolabagan bosti. For going to kolabagan bosti, you need to hire a jeep.
The most important thing is you need to start your journey early in the morning about 5-6 am. Carrying Knife, torch, dry food, fresh water, saline, glucose, and fast aid is a must for everyone. Now a days, there are a lot of guides available who can help the tourists to reach Hum Hum. Take some bamboo sticks as a support for you to from kolabagan which will really helpful in the whole journey. Since starting to walk through this for about 30 minutes, the tourist will have to get down in a natural fountain (locally called chhara or nala), where the tourist will have to walk through water. The height of this water level will vary from ankle to thigh level time to time.
{:}{:bn}হামহাম ঝর্ণাটি মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত। মৌলভীবাজারের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবস্থিত হামাহাম ঝর্ণাটি ২০১০ সালে আবিষ্কৃত হয়। এই ঝর্ণাটির উচ্চতা প্রায় ১৪৭ ফুট থেকে ১৬০ ফুট। স্থানীয়দের পাশাপাশি মিডিয়াতেও ঝর্ণাটির নামের বানান হামহাম বলে উচ্চারিত হলেও প্রকৃতপক্ষে ঝর্ণাটির নামের বানান হলো হুমহুম।{:}
)
)