Array
(
[0] => Array
(
[name] => {:en}Tilagarh Eco Park{:}{:bn}টিলাগড় ইকোপার্ক{:}
[post_id] => 4231
[post_link] => http://offroadbangladesh.com/places/tilagarh-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/rahul-das-talukdar1-300x225.jpg
[post_content] => {:en}
Tilagarh Eco Park was built in 2006 and it comprises of 112 acres of forest. A tide of stream follows across the park and there are large and small hillocks. There are many trees which are naturally grown and they bear fruits. You can see the diversities of common breed of animal groups. It is an equatorial evergreen place.
There is also a tea garden in Tilagarh known as Lakkhachora Tea Garden. Chevron Gas Field is also adjacent to the spot.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}সিলেট শহর থেকে ৮ কিলোমিটার পূর্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট প্রকৌশল কলেজের কাছে অবস্থিত একটি রিজার্ভ ফরেস্টে টিলাগড় ইকোপার্ক অবস্থিত। ১১২ একর আয়তন বনভুমির এই ইকোপার্কটি প্রতিষ্ঠা করা হয় ২০০৬ সালে। এই ইকোপার্কের ছোটবড় টিলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে একটি লেক। এখানে বেশকিছু ফল গাছের পাশাপাশি রয়েছে জীববৈচিত্রের সমাহার। এখানে রয়েছে পিকনিক কর্নার এবং শিশুদের জন্য চিলড্রেন’স কর্নার। বিষুবরেখা অঞ্চলে অবস্থিত এই চিরসবুজ জায়গাটিতে লাক্কাতুরা চা বাগান ছাড়াও রয়েছে শেভরন গ্যাসক্ষেত্র।{:}
)
[1] => Array
(
[name] => Dulahazara Safari Park
[post_id] => 1167
[post_link] => http://offroadbangladesh.com/places/dulhazra-safari-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Dulahazara-safari-park-by-SM-Sahid-300x225.jpg
[post_content] =>
Dulahazara Safari Park was developed on an undulating landscape of around 2,224 acres (9.00 km2) of area at Chakaria Upazila in Cox's Bazar District, Bangladesh, some 107 km away from the port city, Chittagong, with an objective to create facilities for eco-tourism, research work and entertainment aside from conserving wild animals in a natural environment.
Dulahazara Safari Park is home to at least 4,000 animals of 165 species. After the new government took over in January 2007, joint forces rescued many of these new residents of the park during their drives at houses and establishments owned by graft suspects. Many individuals also donated some of the animals to the park during this period. The seized and donated animals recently sent to the park include 90 spotted deer, 42 barking deer, three sambar deer, one freshwater crocodile, onesaltwater crocodile, nine black bears, four pythons, 17 peacocks, 19 Turkish pheasants and two emus.
An other source of animals is the Dhaka Zoo. While the animal population in Dhaka zoo has increased over the years due to their breeding, the Dhaka zoo donates a number of lions and tigers to the Dulahazara Safari Park.
)
[2] => Array
(
[name] => {:en}Nazimgarh Natural Park{:}{:bn}নাজিমগড় ন্যাচারাল পার্ক{:}
[post_id] => 4383
[post_link] => http://offroadbangladesh.com/places/nazimgarh-natural-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Nazimgarh-Natural-park1-300x125.jpg
[post_content] => {:en}
Nazimgarh 'Nature Park' is located on the banks of the Sharee River at Lalakhal, a picturesque place at the base of the Jaintia Hills bordering the Indian State of Meghalaya. The 'Sharee' originates at a height of 1420 meters (4650 feet) from a place called Mitimyntdu, close to Jowai town of the West Jaintia Hills District of Meghalaya. There, the river is known as Myntdu or "Ka Tawiarka Takam" (Our Guardian Angel) in the local Pnar (Khasi) dialect.
Encircling Jowai town on three sides, the Myntdu flows south through Leshka valley to reach Borghat village within Jaintia Hills before entering Bangladesh as the 'Sharee' at Lalakhal.
The river brings from the hills much sand and other minerals that give the waters a unique blue-green colour. While in the dry season the river is mild, its crystal clear water of an emerald colour, in the rainy season it become a raging torrent, at times over flowing its banks. Around 1340 AD, Ibne Battuta of Morocco, one of the gratest travelers of all time, is said to have travelled down this 'blue' river on his return journey after visiting Hazrat Shah Jalal in Sylhet.
'Nature Park' is on the banks of the river Sharee, near its sister resort 'Wilderness' which is located on the hillside. The 'River Queen' restaurant is the focal point with its panoramic view following the bend in the river. The 'Adventure Camp' tent site is nearby, under the shade of the surrounding trees. These comfortable tents give guests a sense of nature and adventure rarely available in other places. The clear night sky allows one to see stars with a clarity that needs to be experienced to be truly believed. It is Nature in its purest form.
Source: www.nazimgarh.com
{:}{:bn}নাজিমগড় ন্যাচারাল পার্ক সিলেটের লালাখালে সারি নদীর তীরে অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী জৈন্তা পাহাড়ের পাদদেশে ছবির মত সুন্দর লালাখালের সারি নদীর তীরে নাজিমগড়ের ‘ন্যাচার পার্কটি’ অবস্থিত। সারি নদীর উৎপত্তি হয়েছে মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তা হিল ডিসট্রিক্টের জোয়াই শহরের কাছে অবস্থিত মিতিমইন্দু নামক স্থানে প্রায় ১৪২০ মিটার (৪৬৫০ ফুট) উঁচু থেকে। এখানে এই নদীটি খাসিদের ভাষায় মিন্দু অথবা “কা তাউইরকা তাকাম” (যার অর্থ আমাদের দেবদূত অভিভাবক) নামে পরিচিত। জোয়াই শহরকে তিনদিক থেকে ঘিরে থাকা মিন্দু নদীটি বাংলাদেশের লালাখালে সারি নদী হিসেবে প্রবেশের পূর্বে লেসকা ভ্যালীর মধ্যে দিয়ে দক্ষিন দিকে প্রবাহিত হয়ে জৈন্তা পাহাড়ের মধ্য দিয়ে বোরঘাট গ্রামে পৌঁছেছে।
পাহাড় থেকে সারি নদীর সাথে প্রচুর বালু এবং অন্যান্য খনিজ সম্পদ বয়ে আসার কারনে এই নদীর পানি নীল ও সবুজ রঙের সমন্বয়ে এক অপূর্ব বর্ণ ধারন করেছে। শুকনো মৌসুমে এই নদীটি শান্ত থাকে এবং এটির স্বচ্ছ পানি সবুজ রঙ ধারন করে। অথচ আবার বর্ষাকালে এই নদীটি এতটাই অশান্ত হয়ে ওঠে যে কখনো কখনো নদীর তীর প্লাবিত হয়ে যায়। আনুমানিক ১৩৪০ সালে বিশ্বের অন্যতম নামকরা পর্যটক মরক্কোর ইবনে বতুতা সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর সাথে সাক্ষাৎ করে ফেরার পথে এই ‘নীল’ নদীটি অতিক্রম করেছিলেন।
এই উদ্যানের অন্যতম আকর্ষণ হল ‘রিভার কুইন’ রেস্টুরেন্ট যেখান থেকে নদীর বাঁকের চমৎকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এই রেস্টুরেন্টের কাছে গাছের ছায়ায় রয়েছে ‘অ্যাডভেঞ্চার ক্যাম্পের’ তাঁবু। আরামদায়ক এসব তাঁবুতে অতিথিরা একদিকে প্রকৃতির কাছাকাছি আসতে পারবেন আবার পাশাপাশি অ্যাডভেঞ্চারও করতে পারবেন। এখানকার রাতের পরিষ্কার আকাশে আপনি তারাদের দেখতে পারবেন যা এখানে এসে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এক কথায় বলা যায় যে প্রকৃতি তার বিশুদ্ধতম রুপে এখানে আবির্ভূত হয়েছে।
সূত্র: www.nazimgarh.com{:}
)
[3] => Array
(
[name] => {:en}Modhutila Eco Park{:}{:bn}মধুটিলা ইকো পার্ক {:}
[post_id] => 5131
[post_link] => http://offroadbangladesh.com/places/modhutila-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Deers-in-eco-park-gajniobakash1-300x225.jpg
[post_content] => {:en}
Modhutila Eco Park is at Nalitabari, Sherpur. Modhutila Eco Park is also situated in the border. In the Indian part, Tura hill is situated in the same place. It is in Jhinaigati Thana of Sherpur. It takes 30 mins to reach there from Sherpur. This is a nice place with lots of species of trees and animals. After visiting Gazni, you should visit Modhutila as you go to Sherpur. Visitor can see there Meghlay, plants, animals, waterfall, lake etc.
Modhutila Ecopark is unknown tourist place for maximum people of other districts. It has outstanding natural beauty and pleasant environment for recreation. My study was based on semi-structured questionnaire survey and informal discussion. Maximum tourist visit this place for pass their leisure period with friends & family. Main attraction of this place is its natural beauty and green environment. This Ecopark is much potential for the development of socioeconomic condition of surrounding people. About 12.5% people of this area are totally depending on this park, and 2/3 people are moderately affected by the park for their income generation.
After establishment of this park, percentage of unemployed people decrease from 21%to13%, percentage of poor people decrease from 46%to34% and percentage of education increase from 17% to 21.5% by three years. Park authority faces some problem to manage the park. Communication, security, manpower are the main problem of this park. Sudden attract of Indian elephant is another problem for local people, park authority and it hampered the development of infrastructure of park.
If sustained management strategies apply and take effective Government initiatives, then it can play an important role in the development of this area.
{:}{:bn}
শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।
অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
{:}
)
)