Array
(
[0] => Array
(
[name] => {:en}Sadi Mosque{:}{:bn}সাদী মসজিদ{:}
[post_id] => 5092
[post_link] => http://offroadbangladesh.com/places/sadi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Sadi-Mosque-300x225.jpg
[post_content] => {:en}
Among many of the structures of Egarosindur, Sadi Mosque is one of the best-conserved monuments in the country. A pertain inscription tablet, fixed over the central mihrab, record that the mosque was built in 1062 AH (1652 AD) by one Sadi, son of Shaikh Shiroo, during the reign of Shahjahan.
Measuring 25 ft. a side, the single-domed square mosque was built on a raised piece of land. There are three arched entrances in the east, and one each in the middle of the north and the south sides. The central archway, which is larger, is set within a slightly projected rectangular frame, but the flanking archways are contained within slightly recessed rectangle. The Qibla wall is recessed with three semi-octagonal mihrabs, which correspond to the three eastern doorways. The mosque represents a happy blending of Mughal elements with the Sultanate architectural traits characteristic of Bengal.
Sadi Mosjid (সাদী মসজিদ) which is around half a kilometer apart from there, on your way by passing beside the Egarosindur (এগারোসিন্দুর) Fort (though nothing is remaining now a days). Sadi Mosque (সাদী মসজিদ) is a single domed mosque similar to the Shah Mahmud Mosque. A large dome is at the top of the mosque which almost cover the whole roof. The dome is quite large and bulbous. Also, the structure is quite difficult in nature and can easily be distinguished from others.
The mosque has decorative terracotta at the outer side and the inner side of the mosque. Sadi mosque (সাদী মসজিদ) was built by someone named Sadi (সাদী) who was the son of Shaikh Shiru (শাইখ শিরু). It was during 1652, the regime of Shahjahan (শাহজাহান).
{:}{:bn}
সাদী মসজিদকে বলা যায় দেশের অন্যতম শ্রেষ্ঠ সংরক্ষিত স্থাপনার একটি। মসজিদের কেন্দ্রস্থলের মিহরাবের উপর স্থাপিত শিলালিপি থেকে জানা যায় যে ১০৬২ হিজরী (১৬৫২ সালে) সম্রাট শাহজাহানের শাসনামলে জনৈক শাইখ শিরুর পুত্র সাদী এই মসজিদটি নির্মাণ করেছিলেন।
একটি গোলাকার গম্বুজবিশিষ্ট বর্গাক্ষেত্রাকার এই মসজিদটি উঁচু জমির উপর নির্মাণ করা হয়। প্রতি বাহু ২৫ ফুট দৈর্ঘ্যর এই মসজিদটির পূর্বে তিনটি, উত্তরদিকে মাঝ বরাবর একটি এবং দক্ষিন দিকে একটি ধনুকআকারের ফটক রয়েছে। মসজিদের মাঝখানের বড় ফটকটি একটি আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হলেও অন্যান্য ফটকগুলো সামান্য নিচু আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মসজিদের কিবলার দেয়ালে পূর্বদিকের দরজা ফটকগুলো বরাবর তিনটি অর্ধ অষ্টভুজাকার মিহরাব রয়েছে। মসজিদের নির্মাণশৈলীতে মুঘল এবং সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চমৎকার মিশ্রণ লক্ষ্য করা যায় আর এজন্যই অন্যান্য স্থাপত্য থেকে খুব সহজেই এই মসজিদটিকে আলাদা করা যায়। মসজিদের ভেতরে ও বাইরে টেরাকোটার কাজ রয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => Chand Gazi Bhuiya Mosque
[post_id] => 1083
[post_link] => http://offroadbangladesh.com/places/chand-gazi-bhuiya-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Chad-Kha-MosqueFeni12-300x225.jpg
[post_content] =>
Chad Gazi Bhuya Mosque, also known as Chad Kha Mosque, is an archaic mosque from the Feni district that was built during 1112 Hijri (Arabic Calendar). According to the inscription at the front door, the mosque was built by someone named Chad Gazi Bhuya. It’s a traditional three domed mosque, domes are in a single row. Center one is larger compared to the others. All the three domes are having a Lotus at the top and two Kolosh (native water pot). This looks delicately beautiful and adds an extraordinary beauty to the mosque.
Apart from the domes, the mosque has 12 minarets over the walls in a symmetric way. Four minarets at the four corners are having similar style and other 8 minarets amid the walls are also having similar style. Eastern side of the wall is having simple terracotta along with the terracotta above the front door.
)
[2] => Array
(
[name] => {:en}Ronvijoypur Mosque{:}{:bn}রনবিজয়পুর মসজিদ{:}
[post_id] => 1581
[post_link] => http://offroadbangladesh.com/places/ronvijoypur-mosque-3/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ronvijoypur-Mosque2-300x200.jpg
[post_content] => {:en}
Ronvijoypur Mosque has the largest dome in Bangladesh. It is of 11 meters (36 ft) width supported by arches. The corners have tapering circular towers while the external molding has a slight curve. The interior of the Ronvijoypur Mosque is plain. However the main mihrab consists of decorations of floral patterns. It was constructed according to khan Jahan style of architecture. Several renovations took place during the 1960s and 1970s. However, more repair work is required to prevent dampness inside the tomb, and also to the brick work on the exterior surfaces.
[This spot needs more detail. If you have more inform]ation and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}খুলনা বিভাগের বাগেরহাট জেলায় (খুলনা-বাগেরহাট মহাসড়কে) খানা জাহানের সমাধির উল্টোদিকে রনবিজয়পুর মসজিদ অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মসজিদে। খিলানের উপর ভর করা এই মসজিদের গম্বুজটি প্রায় ১১ মিটার (৩৬ ফুট) প্রশস্ত। রনবিজয়পুর মসজিদের কোণায় সরু গোলাকার টাওয়ার রয়েছে এবং মসজিদের বাইরের নকশার কাজ সামান্য বাঁকানো। তবে মসজিদের মূল মিহরাবে ফুলের নকশা রয়েছে। খান জাহানের স্থাপত্যশৈলী অনুসরণ করে এই মসজিদটি নির্মাণ করা হয়। ষাট এবং সত্তরের দশকে রনবিজয়পুর মসজিদটি কয়েকদফা মেরামত করা হয়। তবে, মসজিদের গম্বুজের অভ্যন্তরের এবং বাইরের দেয়ালের আদ্রতা দূর করতে মসজিদটিকে আরো মেরামতের প্রয়োজন আছে।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Nine Dome Mosque{:}{:bn}নয় গম্বুজ মসজিদ{:}
[post_id] => 1532
[post_link] => http://offroadbangladesh.com/places/nine-dome-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/DSC02733-300x201.jpg
[post_content] => {:en}
Nine Dome Mosque is now a protected monument of the Department of Archaeology, Bangladesh. There are 3 pointed arched openings on the north, south and east sides adjoined within tall rectangular frames. The western wall is relieved with three semicircular mihrabs of which the central one is larger and is projected to the west.
The decorations of the multi-cusped mihrabs contains terracotta floral, scroll and foliage patterns within rectangular panels. Each Mihrabs center is decorated with chain and bell motif. Apexes of the arches have diaper designs and large rosettes at the spandrels. Rest three walls are relieved with only two niches in each.
The corner towers are round and are surfaced by eight bands of moldings. The exterior walls are eased with vertical panels. The curved cornice is very prominent.
{:}{:bn}
খান জাহান আলীর মাজারের অর্ধেক কিলোমিটারেরও কম দূরত্বে ঠাকুরদীঘির পশ্চিম তীরে নয় গম্বুজ মসজিদ অবস্থিত। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদফতরের অধীনে একটি সংরক্ষিত নিদর্শন। মসজিদটির উত্তর, দক্ষিন এবং পূর্বদিকে লম্বা আয়াতক্ষেত্রাকার কাঠামোর মধ্যে তিনটি ধনুকআকারের ফটক রয়েছে। নয়গম্বুজবিশিষ্ট মসজিদের পশ্চিম দিকের দেয়ালে তিনটি অর্ধ গোলাকার মিহরাব রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের মিহরাবটি বড় এবং পশ্চিমদিকে হেলানো। খাঁজকাটা মিহরাবগুলোতে টেরাকোটার উপর আয়াতক্ষেত্রাকার কাঠামোর মধ্যে ফুল ও পাতার নকশা রয়েছে এবং মিহরাবের মাঝখানে শিকল ও ঘণ্টার নকশা রয়েছে। মসজিদের খিলানের শীর্ষে বুটির নকশা এবং খিলান, ছাদ ও দেয়ালের মধ্যবর্তী স্থানে গোলাপের নকশা রয়েছে। নয়গম্বুজবিশিষ্ট মসজিদের অবশিষ্ট তিনটি দেয়ালের প্রতিটিতে দুটি করে খিলান রয়েছে। মসজিদটির কোণায় অবস্থিত টাওয়ারগুলো গোলাকার এবং এগুলোতে আট স্তরের ঢালাই রয়েছে।
{:}
)
)