ঢাকা জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
১৭শ শতকে মুঘল শাসনামলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর (তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে)। সেসময় ঢাকা ছিল বাংলায় মুঘল সাম্রাজ্যের রাজধানী এবং মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ১৯শ শতকে ইংরেজ শাসনামলে মূলত এই শহরের মূল উন্নতি সাধিত হয়। ১৯০৫ সাল থেকে ১৯১১ সালের মধ্যে ঢাকা ছিল বিলুপ্ত ইংরেজ প্রদেশ পূর্ব বাংলা ও আসামের রাজধানী। ১৯৪৭ সালে দেশবিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানী হয় এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। বন্দরনগরী চট্রগ্রামের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ঢাকা কেন্দ্রীয় ভুমিকা পালন করে চলেছে। দেশের রাজনৈতিক, সংস্কৃতিক এবং বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু এই শহরে রয়েছে বেশকিছু নামকরা স্থাপনা যেমনঃ জাতীয় সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘর, শহীদ মিনার, লালবাগ কেল্লা ইত্যাদি।
Where to stay How to go