১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার একটি পরিপূর্ণ সামরিক বাহিনী গঠন করে। বাংলাদেশের সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জনসাধারনকে অবহিত করতে ২০০৪ সালে সামরিক জাদুঘর উন্মুক্ত করা হয়। নভোথিয়েটারের পাশেই শের-ই-বাংলা নগর থানার অধীনে বিজয়স্মরনীতে অবস্থিত সকলের জন্য উন্মুক্ত এই জাদুঘরটিতে প্রবেশ করতে কোন প্রবেশ মূল্য দিতে হয়না।
বুধবার ব্যতিত শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার দুপর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জাদুঘরটি উন্মুক্ত থাকে। ১৬ই ডিসেম্বর এবং ২৬শে মার্চ ব্যাতিত সরকারি ছুটির দিনে বাংলাদেশ সামরিক জাদুঘর বন্ধ থাকে। এই জাদুঘরের অভ্যন্তরে দুটি বিশাল কক্ষ রয়েছে। এছাড়া জাদুঘরের সামনে মাঠে আপনি ২৬টি বিভিন্ন মডেলের ট্যাংকসহ বিভিন্ন ধরনের সাঁজোয়া যান দেখতে পারবেন।
ঢাকার বিভিন্ন স্থান থেকে বিজয়স্মরনী অতিক্রমকারী বেশকিছু লোকাল বাস চলাচল করে। আপনি যদি উত্তরা অথবা ফার্মগেট থেকে মহাখালী হয়ে চলাচল করেন তবে সামরিক জাদুঘরে পৌছাতে আপনাকে শের-ই-বাংলা নগরের বিজয় স্মরনীতে নামতে হবে।
সামরিক জাদুঘরের প্রতিটি গ্যালারীর প্রদর্শনী উপভোগ করার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তি ও গৌরবকে অনুভব করতে পারেন।
বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য জাদুঘর হলোঃ
১। খুলনা জাদুঘর
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!