১৯৮৫ সালে উদ্বোধন করা হলেও সাপ্তাহিক কর্মদিবসে খোলা থাকায় ডাক জাদুঘর জনপ্রিয়তা অর্জন করেনি। গুলিস্তানের জেনারেল পোস্ট অফিসের (জিপিও) তৃতীয় তলায় অবস্থিত ডাক জাদুঘর বর্তমানে সপ্তাহে পাঁচদিন (রবিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
জাদুঘরে প্রবেশ করতে আপনাকে কোন প্রবেশ মূল্য দিতে হবে না। ডাক জাদুঘরের দুটি গ্যালারির মধ্যে একটি শুধুমাত্র ডাকটিকেটের জন্য বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের একটি সংরক্ষিত এলাকা হওয়াতে জাদুঘরের অভ্যন্তরে ছবি তোলা নিষেধ।
আপনাকে গুলিস্তানের জিপিও/বায়তুল মোকাররম মসজিদে আসতে হবে। ঢাকার যে কোন স্থান থেকে বাসে করে আপনি গুলিস্তানে এসে বাংলাদেশের অনন্য এই জাদুঘরটি দেখতে পারবেন।
ডাক জাদুঘরে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের ডাকটিকেট রক্ষিত আছে। ডাকটিকেট সংগ্রহ করা আপনার শখ হয়ে থাকলে এই জাদুঘরটি আপনার জন্য একটি আদর্শ স্থান।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!