Array
(
[0] => Array
(
[name] => {:en}Bisanakandi{:}{:bn}বিছানাকান্দি{:}
[post_id] => 7828
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bisanakandi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/10410793_10205865808218505_7613722895639363442_n-300x188.jpg
[post_content] => {:en}
Bisanakandi is situated at Bangladesh-India border in Sylhet. It is a landscape beauty among gardens and hills. Bichanakandi is a village situated in Rustompur Union under Guainghat Upazilla. This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season. And flowing underneath towards Bholaganj is a branch of the Piyain. Along the stream flowing from high up in the mountain come huge boulders that are deposited and mined in Bisanakandi.
Much like Jaflong, Bichnakandi is mostly a quarry. Winter is not a suitable time to visit Bisnakandi due to mechanized mining and stone-laden boats and lorries. The absence of such nuisance makes the rainy season the perfect time to visit the beautiful Bisanakandi that coalesces the charms of high mountains, sinuous rivers, graceful falls and dancing clouds.
Source:
Visit Sylhet{:}{:bn}
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত একটি গ্রামের নাম বিছানাকান্দি। বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসি পাহাড় এসে যুক্ত হয়েছে। এখানে ঝর্ণার পাশাপাশি বর্ষাকালে কালো মেঘ পাহাড়গুলোকে আচ্ছাদিত করে ফেলে। এছাড়া এখানে ভোলাগঞ্জ অভিমুখে বয়ে গিয়েছে পিইয়াইন নদীর একটি শাখা। পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বিশাল পাথরখণ্ডগুলো বিছানাকান্দিতে এসে পড়ে এবং পরবর্তীতে এই পাথরখণ্ডগুলোকে এখানেই ভাঙ্গা হয়।
জাফলং এর মত বিছানাকান্দিও একটি খনি এলাকা। পাথর বোঝাই নৌকা, ট্রাকের আনাগোনা এবং পাথর উত্তোলনের কারনে শীতকাল বিছানাকান্দিতে আসার জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। তবে, বর্ষাকালে এখানে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট দূষণ না থাকায় আপনি এখানে এসে উঁচু পাহাড়, শান্ত নদী, মায়াবি ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি উপভোগ করতে পারবেন।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Tamabil{:}{:bn}তামাবিল{:}
[post_id] => 4164
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/tamabil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Tamabil-provald1-300x201.jpg
[post_content] => {:en}
Tamabil is on the border front of Sylhet-Shillong road, Tamabil is surrounded by beautiful nature. It is about 55 km away from Sylhet town. The sight of mountains while traveling through the zigzag streets is an attraction for the tourists. The tide flowing from the mountains is a treat to watch for the eyes.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত তামাবিল হল সিলেট-শিলং সড়কের বাংলাদেশ অংশে অবস্থিত সীমান্ত এলাকা। সিলেট থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত তামাবিলে যাবার সময় অন্যতম আকর্ষণ হল আঁকাবাঁকা বিশাল পাহাড় দেখতে পাওয়া। পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্নার প্রবাহ দেখে আপনার দৃষ্টি জুড়িয়ে যাবে তাতে কোনই সন্দেহ নেই।
{:}
)
[2] => Array
(
[name] => Padma River
[post_id] => 6359
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/padma-river-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Padma-River-11-300x225.jpg
[post_content] =>
The Padma River (Bengali: পদ্মা Pôdda) is a major trans-boundary river in Bangladesh. It is the main distributary of the Ganges (Bengali: গঙ্গা Gôngga), which originates in the Himalayas. The Padma enters Bangladesh from India near Chapai Nawabganj. It meets the Jamuna (Bengali: যমুনা Jomuna) near Aricha and retains its name, but finally meets with the Meghna (Bengali: মেঘনা) near Chandpur and adopts the name ‘Meghna’ before flowing into the Bay of Bengal. Three side of the shariatpur is bounded by river. Padma river is bounded Shariatpur by various name such as Padma, Meghna & kirtinasha.
)
[3] => Array
(
[name] => {:en}Baulai River{:}{:bn}বওলাই নদী{:}
[post_id] => 4124
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baulai-river/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/baulai-nodi-sunamganj-tahirpur-21-300x225.jpg
[post_content] => {:en}
Baulai River (বওলাই নদী), it is a river near the Tanguar Haor. It’s a very calm & charming river. Both banks of the river have a series of beautiful trees which has the survival capabilities under water. In winder season, you have to Tanguar Haor through the river.
Birds like White Egret (সাদাবক), Pankouri (পানকৌরি), Common Seagull (গাংচিল), Kingfisher (মাছরাঙ্গা), are seen in the winter season. Baulai River (বওলাইনদী) is the only way for transporting for the local People. Sometimes, you’ll see no people around the river for 2-3 miles. Meghalaya hill of India is the place of origin of this river. It flowed between the Tanguar Haor and joined with Surma River afterwards.
{:}{:bn}
টাঙ্গুয়ার হাওড়ের কাছে একটি শান্ত নদী হল বওলাই নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপত্তি হওয়া এ নদীর দুইতীরেই কিছু সুদৃশ্য গাছ রয়েছে যেগুলো পানির নীচেই বেঁচে থাকতে সক্ষম। টাঙ্গুয়ার হাওড় দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটি সুরমা নদীতে মিলিত হয়েছে। শীতকালে এই নদী অতিক্রম করেই আপনাকে টাঙ্গুয়ার হাওড়ে যেতে হবে। শীতকালে এখানে নানা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় যেমনঃ সাদাবক, পানকৌরি, গাংচিল, মাছরাঙ্গা ইত্যাদি। স্থানীয়দের জন্য এই নদীটি পরিবহনের একমাত্র মাধ্যম। কখনো কখনো এ নদীর ২-৩ মাইল এলাকায় কোন জনমানব দেখতে পাওয়া যায় না।
{:}
)
)