Array
(
[0] => Array
(
[name] => Ishwar Chandra High School
[post_id] => 15702
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ishwar-chandra-high-school/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/I-C-high-School-3-300x188.jpg
[post_content] =>
Ishwar Chandra High School (ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়) is situated at Saturia Upazila of Manikganj District, very near to the Baliati Palace. This school was named after Ishwar Chandra Ray Chowdhury, one of the famous Zamindars in Baliati. According to the locals, this school was found by Horendra Kumar Ray in the year 1915-1916. From the history, it can be said that Horendra Kumar Ray was the Son of Ishwar Chandra Ray Chowdhury. Once, this school was named as Ishwar Chandra English High School, but in later time, the name has been changed.
It is said that Horendra Kumar Ray Chowdhury spent around fifty thousands taka at that time to build this ornamented & large school building. which was certainly a big amount to pay at that contemporary time. In recent time, this school has been conducted by a committee consisting of local people.
)
[1] => Array
(
[name] => The Islamic University of Technology
[post_id] => 7768
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/iut/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Five_Fundamentals_Gate_Islamic_University_of_Technology-300x225.jpg
[post_content] =>
The Islamic University of Technology (IUT) is a premier engineering institute situated at the outskirts of Dhaka City. Established in 1981, this institute first opened its freshly minted gates to students in 1988. Since then the University has enjoyed an ever growing stature, and now it stands as one of the very best in the country. Its campus is an architectural feat that blends both Islamic influences and modern inspirations. It is affectionately called “Red Heaven”, owing to the consistent reds that dye its buildings.
The Islamic University of Technology is one of Bangladesh’s only two international universities, run and funded by the Organization of Islamic Cooperation (OIC). IUT utilizes a rigorous academic curriculum that seeks to mold individuals who are prepared for both their specific fields and to take on the problems of the wider world. IUT currently has five departments: Computer Science and Engineering, Electrical and Electronic Engineering, Mechanical and Chemical Engineering, Civil and Environmental Engineering, and Technical and Vocational Education.
IUT offers Bachelor of Science and Master’s degrees, as well as Higher Diplomas and doctoral degrees. The quality of education offered here has earned it a glowing reputation and a high standing in Bangladeshi higher education. Along with academics, IUT stresses involvement in extracurricular fields, and its many clubs have made great strides in their short histories - IUT’s debating and photographic societies have earned nationwide acclaim. IUT offers a substantial number of yearly conventions, including the ICT Fest, Meccelaration, Essonance, Cennovation, along with conventions hosted by its clubs such as Break the Circle, IUT InterVarsity Debate, and so on.
IUT is primarily a residential university, and its red campus, complimented by encircling greens, serves as the perfect home for its multi-cultural student body, comprised of both Bangladeshi students as well as a diverse group of internationals who hail from Muslim countries all over the world. Its halls of residence offer some of the best on-campus housing in the country, and the campus is replete with its very own mosque, playing fields, various recreation centers, two cafeterias and a wonderful lake. The vibrant student life here is one that needs to be experienced first-hand, and is one of IUT’s many strong points.
IUT has advanced enormously in its relatively young existence, and its constant drive for progress and development promises great things for the future. IUT remains steadfast in its mission to provide the best engineering education in the country.
)
[2] => Array
(
[name] => {:en}Dhaka University of Engineering and Technology{:}{:bn}ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 3553
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/dhaka-university-of-engineering-and-technology/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Dhaka_University_of_Engineering_and_Technology_logo2-297x300.jpg
[post_content] => {:en}
Dhaka University of Engineering & Technology (DUET), Gazipur (Bengali: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Ḍhākā Prokoushol Ō Prayukti Bishshobiddalôe) or DUET is one of the reputed public university for the study of engineering in Bangladesh. The university offer four-year Bachelor degrees in Civil Engineering, Electrical and Electronic Engineering, Industrial and Production Engineering, Mechanical Engineering, Textile Engineering and Five-years Bachelor of Architecture. Only the Diploma in Engineering holders can avail themselves of enrolling here for Bachelor Degree in different branches of Engineering and Architecture. It is also one of the nine PhD granting research universities of Bangladesh.
Every year, around 540 students get enrolled in undergraduate programs to study engineering and architecture in this institution. In undergraduate admission test, only about top 10% students can get admitted among 5,000 selected candidates. The total number of teachers is about 300. The University has continued to expand over the last three decades. This includes the construction of new academic buildings, halls of residence.
The University originated in 1980 as College of Engineering at its temporary campus at Tejgaon, Dhaka under the University of Dhaka offering four years ' Bachelor degree in Civil, Electrical and Electronic, Mechanical Engineering 'to help meet the growing need for advanced engineering education in Bangladesh. After a short span of time, College of Engineering is renamed as Dhaka Engineering College (DEC). Then the DEC shifted to its present permanent campus Gazipur City in 1983. DEC was converted to Bangladesh Institute of Technology (BIT), Dhaka as a degree awarding Institute by the government ordinance in 1986 to find solutions to various problems it had been facing since its inception. The journey of BIT, Dhaka was not also so smooth. It faced many problems and could overcame some of the problems faced by DEC. To alleviate this situation, from September 2003, Dhaka University of Engineering & Technology (DUET), Gazipur was created out of BIT, Dhaka. DUET has ultimately turned into an Institution, which can now boost its commitment to quality engineering education and has established a good reputation all over the world for the quality of its graduate.
{:}{:bn}
প্রকৌশল বিষয়ে লেখাপড়া করার জন্য গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) হল দেশের অন্যতম জনপ্রিয় সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে ডিগ্রী অর্জন করা যায় সেগুলোর মধ্যে রয়েছেঃ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইণ্ডাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী এবং স্থাপত্যবিদ্যায় পাঁচবছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী। শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারীরা এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যার বিভিন্ন শাখায় ব্যাচেলর ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হতে পারে। এছাড়া বাংলাদেশের নয়টি পিএইচডি ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হল ডুয়েট।
প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৪০ জন ছাত্রছাত্রী প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হয়ে থাকে। প্রতিবছর ভর্তি পরীক্ষায় প্রায় ৫০০০ জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১০% ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা প্রায় ৩০০ জন। নতুন একাডেমিক ভবন এবং বিভিন্ন ছাত্র ও ছাত্রী হল নির্মাণের মাধ্যমে বিগত তিন দশকে এই বিশ্ববিদ্যালয়টির প্রসার ঘটেছে।
বাংলাদেশে প্রকৌশলবিদ্যায় উচ্চশিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা মেটাতে ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার তেজগাঁওয়ের অস্থায়ী এই বিশ্ববিদ্যালয়টি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সেসময় এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী অর্জন করা যেতো। কিছুদিন পরই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (ডিইসি) এবং ১৯৮৩ সালে ডিইসিকে গাজীপুরের স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলায় ১৯৮৬ সালে সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে ডিইসিকে বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (বিআইটি) ঢাকাতে রুপান্তরিত করা হয়। ডিইসির সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান করতে পারলেও বিআইটির যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না কারন বিআইটিকেও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই সমস্যার সমাধানকল্পে ২০০৩ সালের সেপ্টেম্বরে বিআইটিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রুপান্তর করা হয়। একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি ডুয়েট বর্তমানে প্রকৌশলের উপর মানসম্মত শিক্ষা প্রদান করছে এবং এখান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উঁচু মানের কারনে বিশ্বব্যাপী খ্যাতিও অর্জন করেছে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
)