পারুলিয়া মসজিদ

Type: প্রত্নতাত্ত্বিক এলাকা
Contributed By:
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়ায় এই মসজিদটি অবস্থিত। মসজিদের মূল ফটকে রক্ষিত একটি পারস্য শিলালিপি থেকে জানা যায় ১১২৬ হিজরী/১৭১৪ সালে জনৈক নাসির নামক ব্যাক্তির কন্যা এবং দিওয়ান শরীফ নামক ব্যাক্তির স্ত্রী বিবি জয়নাব এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির অভ্যন্তরের দৈর্ঘ্য ১৮.২৯ মিটার, প্রস্থ ৫.১৮ মিটার এবং মসজিদের দেয়ালের ঘনত্ব ১.৫২ মিটার। দুটি ধনুকআকৃতির সমান্তরাল পথের মাধ্যমে মসজিদের অভ্যন্তরকে তিনটি বর্গাকারভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের উপরেই একটি করে গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজে নকশা ও অলংকার খোদাই করা আছে। ব্যাতিক্রম হিসেবে মসজিদের চারকোণায় অষ্টভুজ টাওয়ার রয়েছে যেগুলোর প্রতিটির উচ্চতা কার্নিশ পর্যন্ত। মুঘল স্থাপত্যশৈলীতে কোনার টাওয়ারগুলোর উচ্চতা সাধারণত কার্নিশকে ছাড়িয়ে যায়। মসজিদটির মোট পাঁচটি ধনুকআকৃতির ফটকের মধ্যে পূর্বদিকের দেয়ালে তিনটি, উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে একটি ফটক রয়েছে। মসজিদের মাঝখানের ফটকটি অন্যান্য ফটকের চেয়ে বড়। মসজিদের মূল ফটকের বাইরের দিকটি উপরিভাগ অর্ধগম্বুজ আকৃতির ছাদের নীচে অবস্থিত যেটি একটি আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। অন্যান্য ফটকগুলো সামান্য নিচু আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মসজিদের পশ্চিমদিকের দেয়ালে পূর্বদিকের ফটকগুলো বরাবর তিনটি মিহরাব অবস্থিত। সবকটি মিহরাব এবং ধনুকআকৃতির ফটকগুলো অলংকারখচিত আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মিহরাব এবং ফটকের উভয়দিকেই ধনুকআকৃতির কোটর রয়েছে। ফটকগুলোর বাইরের অংশে বর্গাক্ষেত্রাকার এবং আয়াতক্ষেত্রাকার নকশা রয়েছে। ১৮৯৭ সালের ভুমিকম্পে মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মসজিদটি মেরামত করা হয়। মসজিদের সামনের বর্গাক্ষেত্রাকার আঙ্গিনাটি প্রাচীর দিয়ে ঘেরা। তবে প্রাচীরের উচ্চতা খুব বেশি নয় তবে প্রাচীরের পূর্বদিকেএকটি চমৎকার ফটক রয়েছে।পারুলিয়া মসজিদের উত্তর ও দক্ষিণদিকে অবস্থিত দুটি পুকুর মসজিদ অঙ্গনকে ঠাণ্ডা রাখার পাশাপাশি মসজিদের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে।

মসজিদের পশ্চিমে দিওয়ান শরীফ এবং বিবি জয়নাবের এক গম্বুজবিশিষ্ট দরগা অবস্থিত। প্রতিবছর এখানে বছরের একটি নির্দিষ্ট মাসে মেলা (স্থানীয়ভাবে ওরশ বলা হয়) অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষজন অংশ নিয়ে থাকে। এসময় এখানে বিভিন্ন খাবার ও খেলনা পাওয়া যায়। মানুষ এখানে এসে প্রার্থনা করে এবং নিজেদের জীবনের সমৃদ্ধির জন্য কিছু চেয়ে থাকে।


How to go

ঢাকার গুলিস্তান ও মহাখালি থেকে বাসে করে নরসিংদীতে পৌছাতে পারবেন। তবে, ভৈরবগামী বাসে উঠলে আপনাকে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ডে নামতে হবে। গুলিস্তান থেকে বাসে উঠলে আপনাকে শাহেপ্রতাপ বাসস্ট্যান্ডে নেমে আবার ভেলানগর বাসস্ট্যান্ডগামী বাসে উঠতে হবে। ৫/- টাকা থেকে ১০/- টাকা ভাড়ায় আপনি ভেলানগরে পৌছাতে পারবেন। ভেলানগর থেকে ২০/- টাকা থেকে ৩০/- টাকা ভাড়ায় সিএনজি অটোরিকশা, মিনিবাসে করে চরনগরদি হয়ে পারুলিয়া বাজারে (পলাশ থানায়) পৌছাতে পারবেন।

How To Reach: নরসিংদী জেলা

The communication system of this district is very good. The Dhaka-Sylhet highway, one of the important highways of Bangladesh, passes through Narsingdi. It is only 1/2 hours distance from Dhaka. Inter-district road communication is also better from here.

Water way communication is also very good as lots of river flows through Narsingdi. Dhaka-Chittagong and Dhaka-Sylhet, two most busiest rail route of the country goes through Narsingdi. People can easily go Narshingdi by boarding this buses.

From Gulistan -Meghalay Luxury, from Sydabad & Gulistan bus terminal – Monohordi Paribahan, Anna Super Service, BRTC Bus. From Mohakhali Bus stand – PPL, Chalan Bil Transport, Arabian Transport, Badsha Paribahan.

Mohakhali, Airport Bus-stand, Abullahpur, Tongi (station road):

1. BRTC
Address: BRTC Bus Depo, Kamlapur, Dhaka.
Phone: 9333803, 9002531

2. BRTC AC Bus Service
Route: Roptani-Abdullahpur-Narsingdi-Bhairab

3. Badsha Paribahan (Pvt.) ltd.
Route: Dhaka- Bhairab
Phone: 01710-856066, 01842-526223
Fare: 120-145 BDT

4. Chalanbill Tranport Limited
Route: Dhaka to Bhairab
Phone: 01715-019550
Fare-120-145 BDT

5. PPL Super
Route: Mohakhali – Narsingdi
Phone: 01817074515, 01845950701, 01831343894
Fare: 90-105 BDT

6. Meghalay Luxury
Phone: 01711-609199, 01711-523079
Fare: 80 BDT

The transportation between Dhaka City and Narsingdi district is quite fair. The distance from Dhaka city to Narsingdi dictrict is around 59.4 km. In train, it would take around 1 and half an hour to travel to Narsingdi from Capital city. It has 10 train stations inside the district.

Trains, travelling to Sylhet and Chittagong and only developed train, like Mahanagar usually stop in the Narsingdi rail stations. Where as Titash commuter and Egarsindhur stops in different stations in Narsingdi.

Where to Stay

1) Circuit House, Narsingdi (Government)
Phone: 02-9462083
Mobile: 01735-840294

2) District Council Postal Bungalow (Government)
Postal Bungalow Road, Narsingdi
Phone: 029463765
Mobile 01712-521274

3) Dak bungalows (Government)
Roads and public departments, Narsingdi
phone: 029463222

4) Rest House (Government)
Civil surgeon’s office, Narsingdi
Phone: 029463181

5) Rest House (Government)
LGED Office, Narsingdi
Phone: 029462260

6) Hotel Nirala
Library parti, Narsingdi market, Narsingdi
Phone: 029463393
Mobile: 01711-196699

7) Hotel Al-Arafat
215/1 siendabi Road, busstation, Narsingdi
Phone: 029463393
Mobile: 01712-130139

8) Hotels Mamataj
Patilbari Road, Narsingdi
Mobile: 01711-952120

9) Hotel Aziz
Patilbari Road, Narsingdi
Mobile: 01712070231

10) Hotel Riyaj
Patilbari Road, Narsingdi
Phone: 946 to 516
Mobile: 01712-609045

11) Hotel Tanim
Patilbari Road, Narsingdi
Phone: 9463982
Mobile: 01718-916143

Things to do

  • এই মোঘল মসজিদটির স্থাপত্যিক সৌন্দর্য উপভোগ করুন
  • স্থানীয় ঐতিহ্য এবং প্রথাগুলো পর্যবেক্ষণ করতে পারেন
  • নিকটবর্তী স্থানীয় বাজার থেকে কিছু হালকা নাস্তা করে নিতে পারেন।

Eating Facilities

নরসিংদীতে খাওয়ার ব্যবস্থা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat