Array
(
[0] => Array
(
[name] => {:en}Korotia Zamindar Bari and Mosque{:}{:bn} করটিয়া জমিদার বাড়ি ও মসজিদ {:}
[post_id] => 5300
[post_link] => http://offroadbangladesh.com/places/korotia-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Karatia-Zamindar-BariRokia-Mahal-BD-explorer1-300x192.jpg
[post_content] => {:en}
Korotia Zamindar Bari (করটিয়া জমিদার বাড়ি) is located at the Korotia of Tangail (করটিয়া, টাঙ্গাইল). The famous Zamindar (জমিদার) of Tangail, Wajed Ali Khan Panni (ওয়াজেদ আলী খান পান্নি) built that palace beside the Putia River (পুটিয়া নদী) at Korotia (করটিয়া). The whole Zamindar palace premise having 1000m x 500m dimension comprises of lot of old buildings and ponds.
The main gate of the building is currently locked and no outsiders are entertained to have an entry. So if you go there, make sure you can have an entry, or you have to return from there without visiting that archaic building. According to the local people, the palace is open for public at 1st and 12th boishak (বৈশাখ) of Bengali calendar, and the two Eid days.
Near the Zamindar Bari (জমিদার বাড়ি) an old mosque is available. The mosque is having eight domes in two rows. First row is having five equal sized smaller domes and the second one is having three domes where middle one is the largest. At the eastern side of the mosque, a 15 feet tall minaret is available with old stairs. I don't know the exact built date of the mosque. If you know, you can share as a comment at below.
{:}{:bn}
টাঙ্গাইলের করটিয়ায় পুটিয়া নদীর পাশে ওয়াজেদ আলী খান পন্নী এই বিখ্যাত জমিদারবাড়িটি নির্মাণ করেন। ১০০০ মিটার x ৫০০ মিটার এলাকায় অবস্থিত জমিদারবাড়ির আশেপাশে বেশকিছু প্রাচীন ভবন ও পুকুর রয়েছে।
জমিদারবাড়ির মূল ফটকটি বর্তমানে তালাবদ্ধ রাখা হয় এবং বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়না। তাই এই জমিদারবাড়িটি দেখতে গেলে নিশ্চিত করে যাওয়া উচিত যে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অন্যথায় এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাকে না দেখেই ফিরতে হবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, বাংলা বৈশাখ মাসের এক এবং বারো তারিখে ছাড়াও দুই ঈদের দিন জমিদারবাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জমিদারবাড়ির কাছেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। মসজিদটিতে দুই সারিতে আটটি গম্বুজ রয়েছে। প্রথম সারিতে পাঁচটি একই আকারের ছোট গম্বুজ রয়েছে এবং দ্বিতীয় সারির তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি আকারে বড়। মসজিদের পূর্বদিকে পুরাতন সিঁড়ি বিশিষ্ট একটি ১৫ ফুট উঁচু মিনার রয়েছে। মসজিদটির নির্মাণের সময় সম্পর্কে জানা যায়নি।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Ronvijoypur Mosque{:}{:bn}রনবিজয়পুর মসজিদ{:}
[post_id] => 1581
[post_link] => http://offroadbangladesh.com/places/ronvijoypur-mosque-3/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ronvijoypur-Mosque2-300x200.jpg
[post_content] => {:en}
Ronvijoypur Mosque has the largest dome in Bangladesh. It is of 11 meters (36 ft) width supported by arches. The corners have tapering circular towers while the external molding has a slight curve. The interior of the Ronvijoypur Mosque is plain. However the main mihrab consists of decorations of floral patterns. It was constructed according to khan Jahan style of architecture. Several renovations took place during the 1960s and 1970s. However, more repair work is required to prevent dampness inside the tomb, and also to the brick work on the exterior surfaces.
[This spot needs more detail. If you have more inform]ation and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}খুলনা বিভাগের বাগেরহাট জেলায় (খুলনা-বাগেরহাট মহাসড়কে) খানা জাহানের সমাধির উল্টোদিকে রনবিজয়পুর মসজিদ অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মসজিদে। খিলানের উপর ভর করা এই মসজিদের গম্বুজটি প্রায় ১১ মিটার (৩৬ ফুট) প্রশস্ত। রনবিজয়পুর মসজিদের কোণায় সরু গোলাকার টাওয়ার রয়েছে এবং মসজিদের বাইরের নকশার কাজ সামান্য বাঁকানো। তবে মসজিদের মূল মিহরাবে ফুলের নকশা রয়েছে। খান জাহানের স্থাপত্যশৈলী অনুসরণ করে এই মসজিদটি নির্মাণ করা হয়। ষাট এবং সত্তরের দশকে রনবিজয়পুর মসজিদটি কয়েকদফা মেরামত করা হয়। তবে, মসজিদের গম্বুজের অভ্যন্তরের এবং বাইরের দেয়ালের আদ্রতা দূর করতে মসজিদটিকে আরো মেরামতের প্রয়োজন আছে।{:}
)
[2] => Array
(
[name] => Dhamrai Bazar Jame Masjid
[post_id] => 7551
[post_link] => http://offroadbangladesh.com/places/dhamrai-bazar-jame-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/IMG_20150610_114500487_HDR-300x169.jpg
[post_content] =>
Dhamrai Mosque (Dhamrai Bazar Jame Masjid) is located at Dhamrai Bazar. Dhamrai is an Upazila of Dhaka district which is beside Manikganj District. At the Dhamrai Bazar, you'll find this nicely decorated mosque.
This looks a bit old fashioned and the Minaret of the mosque is designed flamboyantly. The minaret consist of small white colored marble stones. The mosque has around 6 domes at the top of it. All of them are white colored.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
)
[3] => Array
(
[name] => {:en}Shah Mahmud Masjid{:}{:bn}শাহ মাহমুদ মসজিদ{:}
[post_id] => 5104
[post_link] => http://offroadbangladesh.com/places/shah-mahmud-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Shah-Mahmud-Masjid2-300x225.jpg
[post_content] => {:en}
Shah Mahmud Masjid is an attractive building at Egarosindur may be dated sometime around 1680 AD. The mosque stands at the back of a slightly raised platform, which is enclosed by a low wall with a gateway consists of an oblong structure with do-chala roof. The mosque proper is a square structure, 5.79m a side in the inside, and is emphasized with octagonal towers on the four exteriors angles. All these towers shooting high above the roof and terminating in solid kiosks with cupolas, were originally crowned with kalasa finials, still intact in the southern one. The western wall accommodates inside three mihrab –the central one semi –octagonal and the side ones rectangular. The central doorway and central mihrab are larger than their flanking counterparts. The mosque has four axially projected front ones, each corresponding to the centrally located doorways and the central mihrab. The parapets and cornices are horizontal in the usual Mughal fashion.
All the mihrabs are enriched with terracotta decoration. The mihrabs are arched having cuspings in their outer faces. The pilasters, supporting the mihrab arches, show a series of decorated bands topped by a frieze of petals. The spandrels of these arches, though now plain must have been originally enriched with terracotta plaques. Above the rectangular frame of the central mihrab there is a row of arched-niches filled with varieties of small trees containing flowers. The mosque should specially be noted for its four axially projected frontons with bordering ornamental turrets, a device which must have been borrowed from the four axial iwan-type gateways of the Persian influenced north Indian Mughal standard mosques of Fathpur, Agra and Delhi.
The mosque has a very large dome at the top. Four corners of the mosque are having octagonal columns and the middle of the walls are having eight small columns (each wall two). The Shah Mahmud mosque has stylish terracotta at the eastern wall. Also it has expensive (considering that period) decoration at the top of the walls, columns and mini-minarets.
{:}{:bn}
এগারোসিন্দুর গ্রামে অবস্থিত অন্যতম আকর্ষণীয় এই স্থাপনাটি সম্ভবত ১৬৮০ সালের দিকে নির্মিত হয়েছিল। একটি উঁচু প্লাটফর্মের পেছনে অবস্থিত এই মসজিদটি নিচু দেয়াল দিয়ে ঘেরাও করা হয়েছে। মসজিদে ঢোকার ফটকটি আয়াতক্ষেত্রাকার এবং এটিতে দোচালা ছাদ রয়েছে। ছাদের উপর চার কোণায় অষ্টভুজ চারটি টাওয়ারসহ বর্গাক্ষেত্রাকার এই মসজিদের ভেতরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ৫.৭৯ মিটার। মসজিদের টাওয়ারগুলোতে ছোট কক্ষ ছিল এবং টাওয়ারগুলো অলংকার দিয়ে সাজানো হয়েছিল। দক্ষিন দিকের টাওয়ারে এখনও সেসব অলংকারের দেখা মেলে। মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব আছে যেগুলোর মধ্যে মাঝের মিহরাবটি অষ্টভুজ আকারের এবং বাকি পাশের দুটি মিহরাব বর্গক্ষেত্রাকার। মসজিদের মাঝখানের মিহরাব এবং দরজাটি অন্যান্য মিহরাব ও দরজাগুলোর চেয়ে আকারে বড়। মসজিদের প্রাচীর এবং কার্নিশগুলো মুঘল স্থাপত্যের মত সমান্তরাল।
মসজিদের ধনুকাকারের মিহরাবসমূহে টেরাকোটার নকশা করা রয়েছে। মসজিদের মিহরাবের সাথেকার প্রতিটি কলামে পাতা এবং শৃঙ্খলের নকশা রয়েছে এবং ধনুকাকার মিহরাব এবং ছাদের সংযোগস্থলে একসময় টেরাকোটার ফলক ছিল বলে বোঝা যায়। এখানকার মাঝখানের মিহরাবের উপরে বিভিন্ন ফুল সমেত ছোট গাছের নকশা রয়েছে। মসজিদের সম্মুখভাগের চারটি চূড়ার নকশার উত্তর ভারতের ফতেহপুর, আগ্রা এবং দিল্লির মুঘল আমলের মসজিদগুলোর পারস্য নকশার সাথে মিল পাওয়া যায়।
মসজিদের উপরে একটি বিশালাকার গম্বুজ রয়েছে এবং এখানকার পূর্বদিকের দেয়ালে টেরাকোটার কাজ ছাড়াও দেয়ালের উপরে, কলামে এবং মিনি মিনারে সে আমলের ব্যয়বহুল নকশার কাজ রয়েছে।
ছবির জন্য এখানে ক্লিক করুন http://www.panoramio.com/photo/91597929
http://www.panoramio.com/photo/91597914
{:}
)
)