Array
(
[0] => Array
(
[name] => {:en}Tomb of Hazrat Shah Jalal (RA){:}{:bn}হযরত শাহজালাল (রঃ) এর দরগা{:}
[post_id] => 4295
[post_link] => http://offroadbangladesh.com/places/tomb-of-hazrat-shah-jalal-ra/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/fyfyfyg1-300x225.jpg
[post_content] => {:en}
Hazrat Shah Jalal (Arabic: شيخ المشايخ, Bengali: শাহ জালাল, Shāh Jalāl ad-Dīn al-Mujarrad al-Turk al Naqshbandi; 1271 CE - 15 March 1346 CE) is a celebrated Sufi Muslim figure in Bengal. Jalal's name is associated with the Muslim movement into north-eastern Bengal and the spread of Islam in Bangladesh through Sufism, part of a long history of travel between the Middle East, Persia, Central Asia and South Asia. According to a tablet inscription found in Amber Khana, he arrived at Sylhet in 1303. The largest airport in Bangladesh, Hazrat Shahjalal International Airport, is named after him.
Hazrat Shah Jalal Yameny (RA) also known as Hazrat Shah Jalal Muzarrad (RA) arrived at Kamrup, the place within the terrain of Sreehatta, currently known as Sylhet in the Hijri year 703 equivalent to 1303 AD. 360 Sufi-Darbesh came to Sylhet to help him in preaching Islam. When Hazrat Shah Jalal (Ra) came to preach Islam overwhelming majority of people were Hindus. After his death, he is buried at Dargah Mahallah, Sylhet. It is now the Tomb of Hazrat Shah Jalal.
According to legend, one day his uncle, Sheikh Kabir gave Shah Jalal a handful of soil and asked him to travel to India. He instructed him to choose to settle and propagate Islam in any place in India where the soil exactly matches that which he gave him in smell and color. Shah Jalal journeyed eastward and reached India in c. 1300, where he met many great scholars and Sufi mystics.
{:}{:bn}
হযরত শাহজালাল (রঃ) (আরবীঃ شيخ المشايخ, ইংরেজিঃ Shāh Jalāl ad-Dīn al-Mujarrad al-Turk al Naqshbandi; ১২৭১- ১৫ মার্চ ১৩৪৬) ছিলেন বাংলার অন্যতম খ্যাতনামা ইসলাম প্রচারক। মধ্যপ্রাচ্য, পারস্য, মধ্য এশিয়া এবং দক্ষিন এশিয়া হয়ে উত্তর পূর্ব বাংলায় মুসলমানদের আন্দোলন এবং সুফীবাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচারের ক্ষেত্রে হযরত শাহজালালের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
ইতিহাসবিদদের মতে, একদিন হযরত শাহজালাল (রঃ) এর চাচা শেখ কবির তাঁকে একমুঠ মাটি দিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করতে বলেছিলেন এবং ভারতের সে স্থানেই স্থায়ী হয়ে ইসলাম প্রচার করতে বলেছিলেন যেখানকার মাটির রঙ ও গন্ধ হযরত শাহজালাল (রঃ) কে দেওয়া মাটির সাথে একদম মিলে যাবে। হযরত শাহজালাল (রঃ) পূর্বদিকে যাত্রা শুরু করেন এবং ১৩০০ সালে ভারতে পৌঁছান যেখানে তিনি অনেক সুফীসাধক ও জ্ঞানী ব্যাক্তিদের সাথে মিলিত হন।
আম্বরখানায় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে, হযরত শাহজালাল মুজাররাদ (রঃ) নামে পরিচিত হযরত শাহজালাল ইয়েমেনী (রঃ) হিজরি ৭০৩ সালে অর্থাৎ ১৩০৩ ইংরেজি সালে কাম্পরুপ নামক স্থানে ইসলাম প্রচারে আগমন করেন যে স্থানটি ছিল তৎকালীন শ্রীহাটটা অর্থাৎ বর্তমান সিলেটের অধীনে । ৩৬০ জন সুফি দরবেশ তাঁকে ইসলাম প্রচারে সহযোগিতা করতে সিলেটে এসেছিলেন। হযরত শাহজালাল (রঃ) যখন ইসলাম প্রচারে এসেছিলেন সেসময় সিলেটের জনসংখ্যার বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের। হযরত শাহজালালের মৃত্যুর পর তাঁকে সিলেটের দরগা মহল্লায় দাফন করা হয় যেখানে বর্তমানে হযরত শাহজালালের দরগা অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দর, সিলেটে অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি তাঁর নামেই নামকরন করা হয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Ramkot{:}{:bn}রামকোট{:}
[post_id] => 5597
[post_link] => http://offroadbangladesh.com/places/ramkot/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Ramkot-By-Damian-D1-300x225.jpg
[post_content] => {:en}
Ramkot or Ramkut is situated in the Rajarkul union of Ramu Pourashova, four kilometers south of Ramu Chowmohony Bus station.
It is one of the most ancient historical sites of the district. Research- scholars unanimously hold the view that it had been one of the northern forts of the kingdom of Arakan from where the governor of Ramu called “Pomaja” in Arkanese dialect ruled south Chittagong over which the Arakanese kings had been holding their sway for about one thousand years. Here in the mediaeval age the Tippera and the Mughal armies fought fierce and sanguinary battles against the Arakanese troops by turns in order to take possession of this fort as well as Chittagong and Cox’s Bazar regions.
It is now mostly known for its age-old shrines of the Buddhists and the Hindus. According to the Hindu mythology, Ram Chandra, the prince of Oudh, came to this place accompanied by his wife Sita while he had been in exile for twelve years and stayed here for some time. Hence, the place is called Ram Kshetra or Ramkut or Ramkot.
{:}{:bn}
রামকোটকে বলা যেতে পারে কক্সবাজার জেলার সবচেয়ে প্রাচীন স্থানগুলোর মধ্যে একটি। গবেষকরা সকলেই একমত হয়েছেন যে আরাকান রাজার প্রায় হাজার বছরের শাসনকালে এই স্থানটি ছিল আরাকান রাজ্যের উত্তরাঞ্চলীয় দুর্গ যেখান থেকে রামুর গভর্নর (যাকে আরকানিজ ভাষায় বলা হত ‘পোমাজা’) দক্ষিন চট্রগ্রাম শাসন করতেন। মধ্যযুগীয় আমলে চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের পাশাপাশি এখানকার দুর্গ দখলের জন্য টিপ্পেরা এবং মুঘল বাহিনীর সাথে আরকানিজ বাহিনীর বেশকিছু পৃথক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
বৌদ্ধ এবং হিন্দুদের প্রাচীন উপাসনালয়ের উপস্থিতির কারনে এই স্থানটি বেশি পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী উধের যুবরাজ রামচন্দ্র বারো বছর নির্বাসনে থাকাকালে তাঁর স্ত্রী সীতাসহ এখানে এসে কিছুদিন অবস্থান করেন। একারনেই এই স্থানটিকে বলা হয় রামশেতরা অথবা রামকুট অথবা রামকোট।
{:}
)
[2] => Array
(
[name] => Shrine of Three National Leaders
[post_id] => 7569
[post_link] => http://offroadbangladesh.com/places/shrine-of-three-national-leaders/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Shrine-of-Three-National-Leaders1-240x300.jpg
[post_content] =>
The Shrine of three leaders (তিন নেতার মাজার) is a significant architectural monument located at Shahbag, Dhaka in Bangladesh. The monument hosts the graves of three pre-liberation Bengali politicians in the 20th century- A.K. Fazlul Huq (1873–1962), Huseyn Shaheed Suhrawardy (1892–1963) and Khwaja Nazimuddin (1894–1964). All three men served as the Prime Minister of Bengal in British India. The monument was designed by architect Masood Ahmed and S.A. Zahiruddin and was established in the year 1963. The style of architecture of the monuments is an interpretation of Islamic Arcs.
The Shrine of three leaders was established in the year 1963. It was built by architects Masood Ahmed and S.A. Zahiruddin. The Shrine of three leaders consists of a hyperbolic paraboloid structure that is erected over the three graves of the three political leaders. The three political leaders being A.K. Fazlul Huq, Huseyn Shaheed Suhrawardy and Khawaja Nazimuddin. The three leaders had died in separate dates but were all buried in the same area as all three of them had contributed significantly to East Pakistan and were all involved politically.
A.K. Fazlul Huq was a very well-known politician who was famous for his leadership qualities. One of his most important contributions was being involved with the Bengali Language Movement. Fazlul Huq along with Huseyn Suhrawardy had engaged in many political acts such as forming the United Front in the 1954 elections, with which they had gained victory by winning the most seats. Huseyn Suhrawardy and Fazlul Huq had also worked together to control the government of East Pakistan.
However, it was rumored that Suhrawardy and Fazlul Huq had rivalry between them which had caused Fazul Huq to step down from politics. Suhrawardy was known to be the founder of the Bangladesh Awami League. He was also known to contribute significantly to the growth and development of East Pakistan. Suhrawardy became the Prime Minister of Pakistan in 1956 but was forced to resign in 1957. He was completely banned from politics by Ayub Khan (President of Pakistan). Khawaja Nazimuddin was the Prime Minister of Pakistan from 1951 to 1953.
Suhrawardy had served as the Minister of Labor and also the Minister of Civil Supplies under Khawaja Nazimuddin. At that time, Pakistan was considered to be moving in a forward direction in terms of turning into a republic but it soon failed as Nazimuddin had died shortly after in the year 1963. Even with all these achievements, it was rumored that these three political leaders had a rivalry with each other in terms of success. However, despite their rivalry, three of the political leaders were buried under the same roof of the Shrine of the three leaders.
In the present day, the Shrine is sometimes open to the public. In certain events such as the death anniversary of either A.K. Fazlul Huq, Huseyn Suhrawardy or Khawaja Nazimuddin, special prayer ceremonies are taken place in the site of the Shrine and people bring in flowers to commemorate.
)
[3] => Array
(
[name] => {:en}Tomb of Khan Jahan{:}{:bn}খান জাহানের দরগা{:}
[post_id] => 1519
[post_link] => http://offroadbangladesh.com/places/khan-jahans-tomb/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ulug-Khan-Jahans-Tomb-1-300x225.jpg
[post_content] => {:en}
Tomb of Khan Jahan stands on a high artificial mound, as mainly known as the Dargah complex of Khan Jahan. The complex consists of the square tomb building of Khan Jahan himself; a case of Muhammad Tahir, his diwan; a single-domed mosque and the so-called kitchen. It measures as 13.7 meters height and 9.1 meters width. The four exterior angles of the building are maintained with solid circular towers. There are four walls which have a thickness of 2.4 meter, have stone casings up to the height of about 0.9 meter for preventing the building from ground moisture. The ground moisture is common in the humid climate of south Bengal. It is located on the northern bank of the so-called Thakur dighi and is surrounded by an outer wall of 67.1 meter from east to west and 64.7 meter from north to south.
It was a rectangular structure of 12.2m by 8.5m with circular towers on the exterior angles. What the building was actually intended for, is unknown. A local tradition relates that in the last years of his life Khan Jahan dwelt in the building, where he now buried, and used the adjacent building as his kitchen. About a century ago, the building was known to have been used for the same purpose by two Faqirs, who then looked after the mosque and the tomb.
{:}{:bn}
কথিত ঠাকুরদীঘির উত্তর তীরে খান জাহানের দরগা অবস্থিত। এই দরগাটি পূর্ব থেকে পশ্চিমে ৬৭.১ মিটার এবং উত্তর থেকে দক্ষিনে ৬৪.৭ মিটার দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। খান জাহানের দরগা কমপ্লেক্সটি উঁচু মাটির ঢিবির উপর অবস্থিত। এই কমপ্লেক্সে অবস্থিত একটি বর্গক্ষেত্র আকারের ভবনে খান জাহানের সমাধি, তাঁর দেওয়ান মুহাম্মাদ তাহিরের সমাধি, একটি এক গম্বুজবিশিষ্ট মসজিদ এবং একটি কথিত রান্নাঘর রয়েছে। খান জাহানের সমাধিটির প্রতিটি দিকের মাপ বাইরে থেকে ১৩.৭ মিটার এবং ভেতর থেকে ৯.১ মিটার। ইট দিয়ে নির্মিত এই ভবনটি দরগা কমপ্লেক্সের প্রাণকেন্দ্র। ভবনটির চার কোণায় চারটি গোলাকার টাওয়ার রয়েছে। এছাড়া ভবনটির চার দেয়ালের প্রতিটির পুরুত্ব ২.৪ মিটার এবং মাটির আদ্রতা থেকে রক্ষা করতে দেয়ালের ০.৯ মিটার উচ্চতা পর্যন্ত পাথরের আবরন ব্যবহার করা হয়েছে। দক্ষিনবঙ্গের আদ্র আবহাওয়ায় মাটির আদ্রতা একটি সাধারণ ব্যাপার।
কি উদ্দেশ্যে ভবনটি নির্মিত হয়েছিল সেটি জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় জীবনের শেষ সময়ে খান জাহান আলী এই ভবনে বাস করতেন এবং পাশের ভবনটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতেন। মৃত্যুর পর খান জাহান আলীকে এই ভবনেই সমাহিত করা হয়। জানা যায় প্রায় শত বছর পূর্বে মসজিদ এবং দরগার দেখাশোনার কাজে নিয়োজিত দুজন ফকির একই উদ্দেশ্যে এই ভবনটিকে ব্যবহার করতেন।
{:}
)
)