Array
(
[0] => Array
(
[name] => {:en}Rose Garden Palace{:}{:bn}রোজ গার্ডেন প্যালেস{:}
[post_id] => 1529
[post_link] => http://offroadbangladesh.com/places/rose-garden-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/rose-garden-1-300x225.jpg
[post_content] => {:en}
The Rose Garden Palace was built by a Hindu Zamindar Hrikesh Das in the late 19th century. Around that time jalsas (parties) held at Baldha Garden were an important part of the social life of the city's wealthier Hindu residents. The story goes that Hrishikesh, a Zamindar of lower caste background, being insulted on this account by someone at one of the jalsas at Baldha Garden, decided to create his own garden to outshine that of Baldha. Here he staged jalsas of his own. The centerpiece of the garden is an elegant pavilion. However, this was not created as a residence, but rather a setting for entertainment such as musical performances (although subsequent owners did use it as a house). This extravagant lifestyle caused Hrikesh to go bankrupt and he was forced to sell the property.
The palace was bought by Khan Bahadur Kazi Abdur Rashid from Hrikesh in 1936 and renamed the building Rashid Manzil. His eldest son Kazi Mohammed Bashir (Humayun) who carried his name and fame until this generation.
The building, which remains a private property to date, has been renovated by its owners keeping the original character fully maintained. At present it is owned by Qazi Abdur Raqib, Barrister, who has leased it out to the Bengal Motion Picture Studios Limited.
The building has Corinthian columns and has eight apartments including a central hall on its ground floor. The upper floor has a further five apartments including a large dance hall in the middle. In the front yard, there was a fountain originally, the structure of which still remains. There are several classical marble statues in the garden, although the rosegarden that gave the mansion its name does not exist anymore.
The lodge contains on the ground floor eight apartments including a central hall whilst the upper floor has a further five apartments including a large dance hall measuring in the middle. At the back of the building to the east there is a veranda triple-arched entrance porch which leads to a staircase for the upper storey. Originally there was an ornamental fountain in the garden and a number of classical marble statue.
{:}{:bn}
১৯ শতকের শেষের দিকে হিন্দু জমিদার হৃষিকেস দাস রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। সেসময়, বলধা গার্ডেনে অনুষ্ঠিত হওয়া জলসাগুলো শহরের বিত্তবান হিন্দুদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বলধা গার্ডেনের এমনই এক জলসায় হৃষিকেস দাস নামক এক নিম্নবর্ণের জমিদারকে অপমান করা হয় এবং এর ফলে তিনি নিজেই বাগানবাড়ি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। হৃষিকেস দাস তাঁর নিজস্ব বাগানবাড়িতে জলসার আয়োজন করতেন। তাঁর বাগানের মূল আকর্ষণ ছিল একটি নয়নাভিরাম সাজঘর। তবে বাগানবাড়িটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল (যদিও পরবর্তী মালিকরা এটি বসবাসের জন্যেও ব্যবহার করতেন)। বিলাসবহুল জীবনযাপনের কারনে হৃষিকেস দাস দেউলিয়া হয়ে যান এবং ফলশ্রুতিতে তাঁকে তাঁর সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল।
১৯৩৬ সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই প্রাসাদটি হৃষিকেস দাসের কাছ থেকে কিনে নেন এবং প্রাসাদটির নামকরণ করেন রশিদ মঞ্জিল। তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশির (হুমায়ুন) আজ অবধি তাঁদের নাম ও খ্যাতিকে ধরে রেখেছেন।
আজ অবধি ব্যাক্তিগত সম্পত্তি এই ভবনটির মূল আবেদন ধরে রেখে ভবনটিকে রক্ষনাবেক্ষন করা হচ্ছে। বর্তমানে এই প্রাসাদটির মালিক ব্যারিস্টার কাজী আব্দুর রকিব প্রাসাদটি বেঙ্গল মোশন পিকচার স্টুডিও লিমিটেডের কাছে ভাড়া দিয়েছেন।
প্রাসাদটির নীচতলায় একটি হলরুম ছাড়াও করিনথিয়ান কলাম এবং আটটি কক্ষ রয়েছে। প্রাসাদের উপর তলার মাঝে নৃত্য করার জন্য হল ছাড়াও আরও পাঁচটি কক্ষ রয়েছে। প্রাসাদের সামনে একটি ঝর্ণা ছিল যেটির চিহ্ন আজও বিদ্যমান। প্রাসাদের বাগানে কয়েকটি মার্বেলের তৈরি মূর্তি রয়েছে যদিও স্থানটির নামকরণ যে গোলাপ বাগানের জন্য করা হয়েছে সেই গোলাপ বাগানটি এখন আর নেই।
প্রাসাদের পিছনে পূর্বদিকে একটি বারান্দা আছে যেখানে প্রবেশের জন্য ধনুকাকৃতির তিনস্তর বিশিষ্ট একটি প্রবেশপথ রয়েছে যেটি দিয়ে উপরে ওঠার সিঁড়িতে যাওয়া যায়।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}The Liberation War Museum{:}{:bn}মুক্তিযুদ্ধ জাদুঘর{:}
[post_id] => 1502
[post_link] => http://offroadbangladesh.com/places/the-liberation-war-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Bangladesh_Liberation_War_Museum1-300x225.jpg
[post_content] => {:en}
The Liberation war museum (LWM) was established in 1996, to Honor the Bangladeshi people’s heroic struggle for democracy and national rights through the armed resistance against the Pakistan Army; after it had unleashed one of the worst genocides in history upon the people of then East Pakistan in the middle of night, 25 March 1971. The nine months long war led to the emergence of independent Bangladesh as a secular democratic state in December 1971. The museum bring to view the untold stories of courage and determination, victory and defiance, heroics and heartbreaks. It is run by a Board of Trustees with overwhelming support of all sections of people and is the outcome of citizen’s effort at all levels. It is now recognized-nationally and internationally, as a reliable and credible institution protecting the history of the emergence of Bangladesh.
Currently the Museum's collection boasts about 14000 objects that include rare photograph, documents, media coverage and materials used by freedom fighters and martyrs of the Liberation War. In 1999, the museum, with the assistance of Bangladesh Army, excavated two killing fields in Dhaka suburb and these human remains of 1971 genocide added a more real dimension to the displays in the museum. Due to space constraints in the rented premises, the museum can exhibit about 1300 objects. A plan to build to proper museum on its own land is on the cards and the museum should be housed in its own premises by 2014.
Liberation War Museum is outcome of citizen's effort and is run by a Board of Trustee. It is now recognized, nationally and internationally, as credible institution on history of Bangladesh independence. The museum through its special programmes endeavors to link history of liberation war with contemporary pressing social and human right issues. LWM is founder member of International Coalition of Historic Site Museum of Conscience and institutional member of American Association of Museums.
Visitors of the museum realize how through popular struggle and human sacrifices fundamental principles of democracy, secularism and nationalism of Bangladesh constitution (1972) evolved. Attempts have been taken through displays and regular programmes to create a living museum where visitor/participants can draw contemporary relevance for building national unity and a tolerant society against human rights abuses.
{:}{:bn}
১৯৯৬ সালের ২২শে মার্চ উদ্বোধন হওয়া এই জাদুঘরে প্রায় দশ হাজারের অধিক নিদর্শন প্রদর্শিত হচ্ছে অথবা আর্কাইভে সংরক্ষিত আছে। বর্তমানে নিজস্ব জমিতে ঢাকার আগারগাঁও এ এই জাদুঘরের নিজস্ব ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। জাদুঘরের নীচতলার গ্যালারিগুলো বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে অবিভক্ত বাংলায় ঘটে যাওয়া ইংরেজবিরোধী আন্দোলনের ঘটনাবলি নিয়ে সাজানো হয়েছে। এছাড়া জাদুঘরের বেশীরভাগ বিভাগই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারন করে আছে।
১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত থেকে শুরু করে দীর্ঘ নয় মাস বর্বর পাকিস্তানী বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী জনগনের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত করেছিল। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম শেষে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। গনতন্ত্র এবং স্বাধিকার আদায়ে এদেশের মানুষের অকুতভয় সশস্ত্র প্রতিরোধ এবং সংগ্রামকে চিরস্মরণীয় করে রাখতে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর।
অজানা সাহস এবং প্রতিজ্ঞার ঘটনাবলির পাশাপাশি এই জাদুঘরে রয়েছে বিদ্রোহ, বিজয়, সাহসিকতা এবং বুকভাঙ্গা বেদনার মর্মস্পর্শী না বলা কথা। সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় একটি বোর্ড অফ ট্রাস্টি এই জাদুঘরটি পরিচালনা করছে। বর্তমানে এই জাদুঘরটি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহে প্রায় ১৪০০০ সংগ্রহ রয়েছে। এসবের মধ্যে আছেঃ দুর্লভ ছবি, কাগজ পত্র, দেশী বিদেশী সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযুদ্ধের সংবাদ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এবং যুদ্ধাস্ত্র। ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার অদুরে দুটি বধ্যভূমি খনন করে এবং সেখান থেকে আবিষ্কৃত হয় গণহত্যার শিকার শহীদদের দেহাবশেষ এবং ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। এসকল দেহাবশেষ এবং ব্যবহার করা সামগ্রী প্রদর্শনীর মাধ্যমে জাদুঘরটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে জীবন্ত রূপ দান করেছে। তবে ভাড়া করা ভবনে জায়গার স্বল্পতার কারনে মাত্র ১৩০০ টি সংগ্রহ প্রদর্শিত হচ্ছে। তবে, অতি শীঘ্রই মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও এ নিজস্ব জমিতে নির্মিত নিজস্ব ভবন থেকে আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমসাময়িক বিভিন্ন আলোচিত সামাজিক এবং মানবাধিকারমূলক ঘটনার সাথে সম্পৃক্ত করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করে চলেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আমেরিকান এসোসিয়েশন অফ মিউজিয়ামের সদস্য ছাড়াও ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ হিসটোরিক সাইট মিউজিয়াম অফ কনশেন্স এর প্রতিষ্ঠাতা সদস্য।
এই জাদুঘরে আগত দর্শনার্থীরা অনুধাবন করতে পারেন কতটা ত্যাগের মাধ্যমে এদেশে গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং জাতীয়তাবাদের মৌলিক নীতিগুলোকে সংবিধানের মাধ্যমে অধিস্তিত করা হয়েছে। বিভিন্ন প্রদর্শনী এবং অনুষ্ঠানের মাধ্যমে একটি জীবন্ত জাদুঘর প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে আগত দর্শনার্থীরা জাতীয় ঐক্য সৃষ্টির পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সমাজে সচেতনতার সৃষ্টি করতে পারে।
{:}
)
[2] => Array
(
[name] => Abul Barkat Memorial Museum
[post_id] => 10968
[post_link] => http://offroadbangladesh.com/places/abul-barkat-memorial-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/123-169x300.jpg
[post_content] =>
On 21st February, a rally of students were coming towards Dhaka Medical College during the Language Movement in 1952. The police shoot towards the rally and instantly some of the protesters of the first line were killed immediately. One of them was Shahid Abul Barkat (1927-1952). Few days after, the Central Shaheed Minar was built in here and from 2000, UNESCO declared 21 February as the Mother Language Day.
Previous History: In 1947, Pakistan got independence from India. There was two parts of Pakistan- the east and the west. Eastern Pakistan was green by the bless of river God and populated with a lot of people and on the other hand, the western Pakistan was nothing but a desert, population was also low. Demographic, social and economical lifestyle of these two parts of land were completely different, language was different too. But the capital was established in the west and the rulers ruled the entire country living in the west. From 1947, Urdu was the only state language of Pakistan whereas the students of Dhaka university always wanted to make Bengali as a secondary language. Finally in 1952, after some students were killed in the language movement, the government decided to make Bengali as a second language. Later, the eastern part of Pakistan became an independent country by the liberation war in 1971 named Bangladesh.
Early Life of Abul Barkat: Abul Barkat was a student who came to Dhaka for his higher studies. He was born at Murshidabad, West Bengal (now India). He stayed at his maternal uncle's home during his stay in Dhaka. He was a student of Masters level while he is being killed by the police open fire on 21 February, 1952 (aged 24).
The Abul Barkat Memorial Museum: Abul barkat was died in Dhaka Medical College hospital on 21st February after 8:30 PM. Many people were killed on that day. It is strongly believed that, more than 90% of the dead bodies were hidden by the government which did not receive any ritual and never found. Abul Barkats body might be one of them but fortunately his body was found and identified and buried in the Azimpur Graveyard, Dhaka according to proper procedures of Muslim believe. Many stories have written about the killings of 21 February in the Bengali Literature.
The Memorial Complex is actually a library, a seminar hall and a gallery of photographs of the language movement. It was built and inaugurated in 2012 in the Palashi, Dhaka University area by the funding of the government. It is actually a language martyr museum not only just for Abul Barkat. It is just named after Abul Barkat. The Museum is open 6 days a week from 10 AM to 4 PM, except Fridays and national holidays (only 21 February & 16 December is an exception). No ticket or entry fee is needed to enter into the two storied memorial complex. From December to March, the institute arranges special video programs for the young students to let them aware of the language movement and the liberation war.
The Language martyr Abul Barkat was honored with the "Ekushee Padak" (the highest non military achievement in Bangladesh) by the Governmnet of the Peoples Republic of Bangladesh in 2000. His grave is situated in Azimpur Graveyard in Dhaka.
)
[3] => Array
(
[name] => {:en}Rayerkati Zamindar Bari{:}{:bn}রায়েরকাঠি জমিদার বাড়ি{:}
[post_id] => 1102
[post_link] => http://offroadbangladesh.com/places/rayerkati-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Rayerkathi-jomidar-bari-012-300x225.jpg
[post_content] => {:en}
Around 300 years ago, a landlord family established this Zamindar bari by their name. Parliament, ball-room, guest house and many Hindu temples were constructed near that landlord house. The number of places were amounting to almost 200. Among them, 40-50 were large. In 1658, Kaali (Hindu God) Mandir or temples were established here and The biggest Shiva Linga is also located here, weight is around 1000 kg.
Though this is a Zamindar Bari, but these days there is nothing left behind. Only few temples around (or probably there were few remnants). These are old temples which are in ruin, probably carrying the mark of 300 years or more. As per the reference, it should have the largest phallus of lord Shiva. There is a newly temple built beside the old ones and few people go there for the prayer. As per their information, it is an Iskon Temple (ইস্কন মন্দির).
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}৩৫০ বছর পূর্বে এখানে একটি জমিদার পরিবার বাস করত। এখানে আইনসভা, বলরুম, অতিথিশালা, বেশকিছু হিন্দু মন্দিরসহ প্রায় দুইশর অধিক স্থাপনা নির্মাণ করা হয়েছিল। যেগুলোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি স্থাপনা ছিল বিশালাকৃতির। ১৬৫৮ সালে এখানে কালী মন্দির নির্মাণ করা হয়। দেশের সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গটি এখানেই অবস্থিত, যার ওজন প্রায় ১০০০ কেজি।{:}
)
)