Where to Stay
There are more than 71 quality hotel in Dhaka. Some are listed below…
1. Pan Pacific Sonargaon Hotel, Dhaka
107 , Kazi Nazrul Islam Avenue
Dhaka, Bangladesh
Tel: +880 2 811 1005
Website : Pan Pacific Sonargaon Hotel, Dhaka
2. Ruposhi Bangla Hotel
1 Minto Road, Shahbagh, Dhaka,
Bangladesh.
Phone : 88-02-8330001
Fax : 88-02-8312975
Email : sales@ruposhibanglahotel.com
Website : Ruposhi Bangla Hotel
3. Radisson Water Garden Hotel, Dhaka
Airport Road, Dhaka Cantonment,
Dhaka 1206 Bangladesh.
Telephone: + 88 02 8754555
Fax: + 88 02 8754554 , + 88 02 8754504
Email : reservations.dhaka[at]radisson.com
Website : Radisson Water Garden Hotel
Dhaka Bangladesh
4. Dhaka Regency Hotel & Resort
Airport Road, Nikunja 2
Dhaka 1229, Bangladesh.
Phone : +88-02-8913912, +880 2 8900250-9
Fax : +88-02-8911479
Email : info@dhakaregency.com
Website : www.dhakaregency.com
5. Best Western La Vinci Hotel, Dhaka
54, Kawran Bazar,
Dhaka-1215, Bangladesh
Phone No : 880-2-9119352
Fax No : 880-2-9131218
E-mail : lavinci[at]bol-online.com ,
reservation[at]lavincihotel.com
Web : www.lavincihotel.com
6. The Westin Hotel
Main Gulshan Avenue,
Plot-01, Road 45, Gulshan-2
Dhaka-1212, Bangladesh
Phone : 88-02-9891988
7. Royal Park Residence Hotel
House no. 85, Road no. 25A
Block – A, Banani,
Dhaka 1213 Bangladesh.
Telephone: + 88 02 8815945/46
Fax: + 88 02 8815299
Email : hotelinfo[at]royalparkbd.com
Website : Royal Park Residence Hotel
8. Bengal Inn
House # 07, Road # 16,
Gulshan – 01
Dhaka 1212 Bangladesh.
Tel: +880 2 98880236, 9880610
Fax: +880 2 9880274
Email : info[at]bengalinn.com
Website : www.bengalinn.com
9. Hotel Sarina Dhaka
Plot #27, Road #17
Banani C/A,
Dhaka 1213 Bangladesh.
Tel: +880 2 8859604 -10, 8851040 -2, 8851011-4
Fax: +880 2 988-9989
Email : sales[at]sarinahotel.com, reservations[at]sarinahotel.com
Website : www.sarinahotel.com
Array
(
[0] => Array
(
[name] => {:en}Dhanbari Nawab Manzil{:}{:bn}ধনবাড়ি নবাব মনজিল{:}
[post_id] => 5262
[post_link] => http://offroadbangladesh.com/places/dhanbari-nawab-manzil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/dhanbari-nawab-bai-Md.Rokanuzzaman1-300x240.jpg
[post_content] => {:en}
Dhanbari Nawab Manzil (ধনবাড়ি নবাব মনজিল) is locally known as Nawab Bari (নবাব বাড়ী). This is now owned by the descendants of Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী). They have been taking a good care of this palace and also built several cottages inside the premise for the tourists for staying. This is the only heritage resort from our Bangladesh. This is also known as Dhanbari (ধনবাড়ী) Royal Resort. Inside the premise is very much neat and clean, adequate amount of stuffs and guards are around there to take care of everything.
Most of the Zamindar (জমিদার) mansions from Bangladesh were owned by the Hindu Zamindar (জমিদার). After the division of the country during 1947, and also later 1971, most of those powerful owners were coerced to leave the country, or cringed away to avoid the secular vandalism. Which results their mammoth mansions left unprotected. Later government has taken control of few of those buildings and used as their official purpose (which are still in a presentable state). But others are in total ruin by now a days for lack of care.
But this Nawab (নবাব) Palace is totally different from those. As it was owned by the Muslim landlords, they didn't have to leave the country or had nothing to fear. They were powerful during their ruling period. And yet still they are powerful on that region now a days. That's why this palace is still in a very good condition and has been taken proper care to maintain its state.
This palace was built by the Nawab Ali Chowdhury (নবাব আলী চৌধুরী) during 1919 to invite the British Lord Ronaldshay. He Came near Koyra (কয়ড়া) using the Steamer and had a reception with 30 elephants. [Reference: www.dctangail.gov.bd].
One of the decedents from the Nawab (নবাব) Family named Nawab Hasan Ali Chowdhury (নবাব হাসান আলী চৌধুরী) was the Industrial Minister during the reign of East Pakistan. Also he was a member of the Parliament during 1978. Later, after his death, his daughter Saiyeda Asheka Akbar (সৈয়দা আশেক আকবর) was the member of the Parliament during 1981. This information will give you an idea about their power and now you understand why the palace is still in a good condition.
You'll require to buy a ticket for 30 Taka to enter inside the palace premise. Each ticket is valid for 2 hours of visiting. The area is highly secured and the stuffs and guards around there are very much friendly. No unauthorized entries are entertained there. So no one will bother you while you are enjoying the surroundings.
{:}{:bn}
ধনবাড়ি নবাব মঞ্জিল স্থানীয়ভাবে নবাববাড়ি নামে পরিচিত। বর্তমানে নবাব আলী চৌধুরীর উত্তরসূরিরা এই রাজবাড়ির দেখাভাল করছেন এবং পর্যটকদের অবস্থানের জন্য তারা এখানে কয়েকটি কটেজও নির্মাণ করেছেন। বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী রিসোর্ট এটি। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজবাড়িতে বেশ কয়েকজন কর্মচারী সবকিছুর দেখাশোনা করছে।
বাংলাদেশের বেশীরভাগ জমিদারবাড়ির মালিক ছিলেন হিন্দু জমিদারেরা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এদের মাঝে বেশীরভাগ প্রভাবশালী জমিদারেরাই দেশত্যাগ করতে বাধ্য হন অথবা ধর্মীয় গোঁড়ামির কারনে তাঁদের একঘরে করে দেওয়া হয়। এর ফলে এসব জমিদারবাড়ি অরক্ষিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে কিছু জমিদারবাড়ি সরকার অধিগ্রহন করে তাঁদের দাপ্তরিক কাজে ব্যবহার করলেও বাদবাকি জমিদারবাড়িগুলো অযত্ন এবং অবহেলায় ধ্বংসের মুখে রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিল অন্যান্য জমিদারবাড়ির চেয়ে ভিন্ন। মুসলিম জমিদার এই বাড়িটির মালিক হওয়াতে তাঁদের দেশত্যাগ করতে হয়নি। তাঁরা তাঁদের শাসনকালে যেমন ক্ষমতাধর ছিল তেমনি এখনও নিজ নিজ অঞ্চলে তাঁদের প্রভাব বিদ্যমান। আর এ কারনেই তাঁদের মালিকানার জমিদারবাড়িগুলোর অবস্থা এখনও বেশ ভাল এবং এসব জমিদারবাড়ির যথাযথ যত্ন ও রক্ষনাবেক্ষন করা হচ্ছে।
১৯১৯ সালে ইংরেজ লর্ড রোনাল্ডশ্যকে আমন্ত্রন জানাতে নবাব আলী চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন। লর্ড রোনাল্ডশ্য স্টিমারে করে কয়ড়ার কাছে এসেছিলেন এবং তাঁকে ৩০টি হাতির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছিল। [সূত্র: www.dctangail.gov.bd];
নবাব পরিবারের একজন উত্তরসূরী নবাব হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্প মন্ত্রী ছিলেন। এছাড়া ১৯৭৮ সালে তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। নবাব হাসান আলী চৌধুরীর মৃত্যুর পর ১৯৮১ সালে তাঁর কন্যা সৈয়দা আশেক আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। উপরোক্ত তথ্য আপনাকে এই নবাব পরিবারের প্রভাব ও ক্ষমতা সম্পর্কে ধারনা দেবে এবং আপনি বুঝতে পারবেন আজও কিভাবে এই নবাবমঞ্জিল এতোটা ভাল অবস্থায় রয়েছে।
ধনবাড়ি নবাব মঞ্জিলে প্রবেশ করতে আপনাকে ৩০/- টাকা দামের টিকেট কাটতে হবে। প্রতিটি টিকেট নবাব মঞ্জিলে প্রবেশ করার দুই ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। নবাব মঞ্জিলের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর এবং এখানকার কর্মচারীরা বেশ সাহায্যপরায়ন। এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাই আপনি নির্বিঘ্নে নবাব মঞ্জিল ঘুরে দেখতে পারবেন।
{:}
)
[1] => Array
(
[name] => Bhawal Rajbari
[post_id] => 2973
[post_link] => http://offroadbangladesh.com/places/bhawal-rajbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/vawal-rajbari-gazipur-21-300x225.jpg
[post_content] =>
Bhawal Estate was a large zamindari estate in Bengal in modern-day Bangladesh. The area under the estate currently falls under the Gazipur District. The most famous capital of the Bhawal Estate was Choira Meah Bari, where zamindar Fazal Gazi lived. He was one of the Baro-Bhuyans (12th zamindars of Bengal).
Before the Mughal conquest, Bhawal Estate belonged to Gazis of Bhawal. The first known Gazi was Fazal Gazi, who lent a cannon to Sher Shah Suri with 'Az Fazal Gazi' inscribed on it. The Rajas of Bhawal came from the village of Bajrayogini under Munshiganj. His family ruled Bhawal until the abolition of the zamindari system in 1951 at Choira Meah Bari, which was the capital of Bhawal.
)
[2] => Array
(
[name] => Monu Mia Zamindar House
[post_id] => 7799
[post_link] => http://offroadbangladesh.com/places/monu-mia-zamindar-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/10444626_533621976768790_1482189310827828612_n-300x200.jpg
[post_content] =>
Monu Mia Zamindar House, a massive Palace with two conjunctive complex located very near to the Ghorashal Bus-stand of Narsingdi. It was reconstructed in the 1335 BE (Bengali Era) by a land lord of this region named Sazda Mia. This Zamindar House is one of the greatest examples of Classical Colonial Architecture in Bangladesh.
At the front view, meticulously designed Corinthian Columns, arch shaped door, decorated Parapet with leaf's motifs will certainly arise the attraction to observe its inner beauty. Inside of this Palace, it is well furnished and decorated with distinguish design. The temperature in the palace always stays little down than the outside yard.
In the front of the house, there is a huge space for porch. Several ponds surrounding the Palace increases its beauty.
)
[3] => Array
(
[name] => {:en}Boktnagar Zamindar Bari and Mosque{:}{:bn}বক্তনগর জমিদার বাড়ী ও মসজিদ{:}
[post_id] => 5541
[post_link] => http://offroadbangladesh.com/places/boktnagar-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/boktonogor-jomidar-bari-bandura-11-300x225.jpg
[post_content] => {:en}
Beside the bank of the Ichhamoti river (ইছামতি নদী), you'll find an old house that is currently abandoned. No inscription was found about the house. From the architecture of the old house, you can only guess that it was a house of a wealthy man who could have been a Zamindar (জমিদার) or a rich merchant. Boktnogor/Boktonogor(বকতনগর/বক্তনগর) is a place located near the Shikari Para(শিকারী পারা) after Bandura bazaar(বান্দুরা বাজার).
This well-built edifice has lot of rooms inside. Front side of the house is still firm, but damaged at the back sides. Still now a days the house has a lot of open spaces around including ponds. At the south-west corner of the mansion, another edifice is available. This one is an old mosque. Again it is unsure about the builder of the mosque.
If the owner of the mosque and the house is the same person, then the owner must be a Muslim. The village name is Boktnagar (বক্তনগর) which should came from Bokht Nogor (বখত নগর). Possibly someone lived there named Bokht (বখত) and sounds a Muslim name, but all are predictions.
The mosque is a small one having three domes at the top. Middle one is a bit larger compare to other twos. Just above the main gate, and inscription is found written in Arabic. The mosque has a pond at the southern side and a graveyard at the eastern side.
{:}{:bn}
ইছামতি নদীর তীরে একটি পরিত্যাক্ত ভবন দেখতে পাবেন তবে কোন শিলালিপি না থাকায় এই ভবনটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে, ভবনের স্থাপত্যশৈলী দেখে বোঝা যায় এটি ছিল একটি জমিদার বাড়ি। এই ভবনটির অভ্যন্তরে বেশকয়েকটি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির সামনের দিকটি এখনও মজবুত থাকলেও পেছনের দিকটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এখনও ভবনটির চারপাশে একটি পুকুরসহ বেশকিছু খালি জায়গা রয়েছে। জমিদারবাড়ির দক্ষিন-পশ্চিম কোনায় একটি প্রাচীন মসজিদ রয়েছে। মসজিদটির নির্মাণের ব্যাপারেও কিছু জানা যায়নি। যদি জমিদারবাড়ি এবং মসজিদের মালিক একই ব্যাক্তি হয়ে থাকেন তবে ধরে নেওয়া যায় যে তিনি ছিলেন একজন মুসলিম। ধারনা করা হয়ে থাকে যে গ্রামতির নাম বক্তনগর হয়েছে বখতনগর শব্দ থেকে। এমনও হতে পারে যে, বখত নামক কোন মুসলিম ব্যাক্তির নামে গ্রামটির নামকরণ করা হয়েছে।
এখানে অবস্থিত মসজিদটি ছোট এবং তিনগম্বুজ বিশিষ্ট। তবে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে বড়। মসজিদের মূল প্রবেশ পথের উপরে আরবীতে লেখা শিলালিপি দেখা যায়। মসজিদের দক্ষিনে একটি পুকুর এবং পূর্বদিকে একটি কবরস্থান রয়েছে।
{:}
)
)