Array
(
[0] => Array
(
[name] => {:en}Jaflong{:}{:bn}জাফলং{:}
[post_id] => 4142
[post_link] => http://offroadbangladesh.com/places/jaflong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/800-Jaflong_Sylhet_Shahnoor-Habib-Munmun1-300x225.jpg
[post_content] => {:en}
Jaflong is a union situated at Bangladesh-India border. Jaflong is a landscape beauty among gardens and hills. It is situated next to the river Peain round Hill Khashia. The Mari River originating from the great Himalayas brings tons of stone slabs with its stream. It’s a hilly area comprising of green forests.
Jaflong is a hill station and popular tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. Jaflong is famous for its stone collections and is home of the Khasi (also known as Khasia) tribe.
Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It is about 60 km from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rare beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.
{:}{:bn}
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী খাসিয়া পাহাড়ের কোলে মারি নদীর পাশে অবস্থিত পাহাড়, সবুজ বন ও বাগানের সৌন্দর্য ঘেরা একটি পাহাড়ি অঞ্চলের নাম জাফলং। হিমালয় থেকে সৃষ্ট মারি নদী এখানে প্রচুর পরিমানে পাথরখণ্ড বয়ে নিয়ে আসে।
জাফলং হল সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সড়কপথে পৌছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পাথর সংগ্রহ করা এবং আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস এই দুটি কারনে জাফলং এর খ্যাতি রয়েছে। চা বাগান এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের বিরল সৌন্দর্যের দেখা মিলবে এখানে।
{:}
)
[1] => Array
(
[name] => Mata Sagar
[post_id] => 4712
[post_link] => http://offroadbangladesh.com/places/mata-sagar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Mata-sagar-Badhon2-300x225.jpg
[post_content] =>
Mata Sagar is a large tank of Dinajpur. This is near to the "Dinajpur Rajbari". MataSagor is situated at the in Dinajpur town at Raja Rampur village. Once all banks of the water tank was covered with very high hills. Mata Sagor is more attractive than the Sukh Sagor, and they never dry at any season.
)
[2] => Array
(
[name] => Balia Dighi
[post_id] => 3609
[post_link] => http://offroadbangladesh.com/places/balia-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Balia-Dighi-300x225.jpg
[post_content] => Raja Ballal Sen excavated the Balia Dighi. Many say that since it is a sandy dighi so it is known as Balia Dighi. It is located on south of Kotowali gate. Its volume is 39.8 acre.
)
[3] => Array
(
[name] => {:en}Baikka Beel Sanctuary{:}{:bn}বাইক্কা বিল অভয়ারণ্য{:}
[post_id] => 3987
[post_link] => http://offroadbangladesh.com/places/baikka-beel-sanctuary/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Baikka-Beel-Sanctuary-Hail-Haor1-300x225.jpg
[post_content] => {:en}
Baikka Beel Sanctuary is to protect and restore aquatic biodiversity (particularly fish and birds) in Hail Haor. A secondary aim is through the visitor facilities to enhance enjoyment of the site and understanding of nature, the value of wetlands and need for their conservation. The sanctuary and its facilities are a model that can encourage replication of similar sanctuaries elsewhere in the country. Baikka Beel is a 100 ha wetland sanctuary located in Hail Haor a large wetland seasonally extending from 3,000-12,000 ha in north-east Bangladesh.
Baikka Beel comprises of open water with emergent vegetation (mostly lotus), and a fringe of native swamp forest planted in 5-8 years ago. Originally it was protected to conserve and restore fish and it supports about 90 species of fish, but populations of wintering water birds rapidly increased.
So far 141 bird species have been recorded in the sanctuary. Up to 9 Pallas’s Fish Eagles winter, Large flocks of ducks including up to 4,500 Fulvous Whistling-duck occur in winter, Great Spotted Eagle is regular, and good numbers and diversity of shorebirds, marshland warblers and other birds occur.
Mammals are few but include Fishing Cat. A visitor tower with several permanent interpretive displays was opened in early 2007. This is the only such facility in the country and this is the only substantial community managed wetland sanctuary in the country.
It is planned to construct a visitor centre and other facilities in 2010 with funds left over from the earlier MACH project. Visitor number have not been recorded as reliably as would be ideal, but are in the low thousands per year and include student groups, diverse government officials, and a wide range of foreign visitors.
{:}{:bn}
হাইল হাওড়ের জীব বৈচিত্র্য (মূলত পাখি ও মাছ) রক্ষা করাই হল বাইক্কা বিল অভয়ারণ্যর মূল উদ্দেশ্য। এছাড়া এখানে আগত একজন পর্যটক যেন এই স্থানটি উপভোগ করার পাশাপাশি প্রকৃতিকে কাছে থেকে বুঝতে পারেন এবং জলাভুমি সংরক্ষণের গুরুত্ব বুঝতে পারেন সেটিও এই অভয়ারণ্যর আরেকটি উদ্দেশ্য। এখানকার অভয়ারণ্য ও সেটিকে ঘিরে তৈরি হওয়া সুযোগ সুবিধাসমূহ দেশের অন্যান্য স্থানেও আরও অভয়ারণ্য গড়ে তোলার ক্ষেত্রে রোল মডেল হতে পারে।
বাংলাদেশের উত্তর-পূর্বে হাইল হাওড়ে প্রায় ১০০ হেক্টর জলাভুমির ওপর অবস্থিত এই অভয়ারণ্যটি কোন কোন মৌসুমে ৩০০০ হেক্টর থেকে ১২০০০ হেক্টর পর্যন্ত বিস্তৃত হয়। বইক্কা বিলে রয়েছে মূলত শাপলা ফুল এবং প্রায় পাঁচ থেকে আট বছর পূর্বে রোপণ করা জলজ গাছ। এই বিলে প্রায় ৯০ প্রজাতির মাছ বাস করে। তবে এখানে শীতকালে আগত অতিথি পাখিদের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।
এ পর্যন্ত এই অভয়ারণ্যতে প্রায় ১৪১ প্রজাতির পাখিদের দেখা মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে প্রায় ৯ প্রজাতির ফিশ ঈগল উইন্টার, প্রায় ৪৫০০ ফুল্ভাস হুইসটলিং হাঁস সহ শীতকালে আগত হাঁসদের বিশাল বহর। এছাড়া এখানে নিয়মিত গ্রেট স্পটেড ঈগল সহ বিভিন্ন ধরনের পাখিদের দেখা মেলে। এখানে স্তন্যপায়ী প্রাণীদের দেখা কম মিললেও মেছোবাঘের দেখা পাওয়া যায়।
২০০৭ সালের শুরুতে এখানে স্থায়ী ভিত্তিতে উদাহরন ভিত্তিক ব্যাখ্যাসহ একটি পর্যবেক্ষণ টাওয়ার চালু করা হয়। এটিই দেশের একমাত্র জলাভূমি যেখানে এ রকম সুবিধা প্রদান করার পাশাপাশি অভয়ারণ্যর মাধ্যমে প্রাণী জগতকে নিরাপদ করা হয়েছে। এমএসিএইচ প্রকল্প থেকে বেঁচে যাওয়া অর্থ দিয়ে ২০১০ সালে অন্যান্য সুযোগ সুবিধাসহ এখানে একটি ভিজিটর সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এখানে আগত দর্শনার্থীদের সংখ্যা সংরক্ষণ করা না হলেও প্রতি বছর এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এখানে আগত দর্শনার্থীদের মধ্যে রয়েছেন ছাত্র, সরকারি চাকুরে, বিদেশী পর্যটকসহ নানা বয়সের নানা শ্রেণীপেশার মানুষ।
{:}
)
)