Array
(
[0] => Array
(
[name] => {:en}Shoilo Propat{:}{:bn}শৈলপ্রপাত{:}
[post_id] => 1035
[post_link] => http://offroadbangladesh.com/places/shoilo-propat/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Bandorban-158-300x225.jpg
[post_content] => {:en}
The waterfall named Shoilo Propat at Milanchhari, is 4 km away from the town on the road to Thanchi. Shoilo Propat is one of the most visited natural falls in Bangladesh. During the rainy season the flow of this fall becomes vigorous. The water of this fall is chilly and transparent. Near the Shoilo Propat 2-3 villages have grown up for the availability of water. It is a good source for drinking water and household use for the local community. There is a small market near the Shoilo Propat for trading local people’s handicrafts, hand loom products and food. You can closely see the struggling lifestyle of this regions community.
{:}{:bn}
বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে থানচিমুখী সড়কে শৈলপ্রপাত নামক এই ঝর্ণাটি অবস্থিত। বাংলাদেশের প্রাকৃতিক ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম যেটি দেখতে প্রচুর পর্যটক এসে থাকে। বর্ষাকালে এই ঝর্ণায় পানির প্রবাহ তীব্র আকার ধারন করে। শৈলপ্রপাতের পানি স্বচ্ছ এবং ঠাণ্ডা। এই ঝর্ণার পানি ব্যবহার করতে পারার কারনে শৈলপ্রপাতের কাছে কয়েকটি গ্রাম গড়ে উঠেছে। স্থানীয়রা এই ঝর্ণার পানি পান করা এবং গৃহস্থলীর কাজে ব্যবহার করে। স্থানীয়দের তৈরি হস্তশিল্প সামগ্রী, হাতে তৈরি পোশাক এবং বিভিন্ন খাদ্য বাজারজাতকরনের জন্য শৈলপ্রপাতের কাছে একটি ছোট বাজার গড়ে উঠেছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Modhutila Eco Park{:}{:bn}মধুটিলা ইকো পার্ক {:}
[post_id] => 5131
[post_link] => http://offroadbangladesh.com/places/modhutila-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Deers-in-eco-park-gajniobakash1-300x225.jpg
[post_content] => {:en}
Modhutila Eco Park is at Nalitabari, Sherpur. Modhutila Eco Park is also situated in the border. In the Indian part, Tura hill is situated in the same place. It is in Jhinaigati Thana of Sherpur. It takes 30 mins to reach there from Sherpur. This is a nice place with lots of species of trees and animals. After visiting Gazni, you should visit Modhutila as you go to Sherpur. Visitor can see there Meghlay, plants, animals, waterfall, lake etc.
Modhutila Ecopark is unknown tourist place for maximum people of other districts. It has outstanding natural beauty and pleasant environment for recreation. My study was based on semi-structured questionnaire survey and informal discussion. Maximum tourist visit this place for pass their leisure period with friends & family. Main attraction of this place is its natural beauty and green environment. This Ecopark is much potential for the development of socioeconomic condition of surrounding people. About 12.5% people of this area are totally depending on this park, and 2/3 people are moderately affected by the park for their income generation.
After establishment of this park, percentage of unemployed people decrease from 21%to13%, percentage of poor people decrease from 46%to34% and percentage of education increase from 17% to 21.5% by three years. Park authority faces some problem to manage the park. Communication, security, manpower are the main problem of this park. Sudden attract of Indian elephant is another problem for local people, park authority and it hampered the development of infrastructure of park.
If sustained management strategies apply and take effective Government initiatives, then it can play an important role in the development of this area.
{:}{:bn}
শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।
অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
{:}
)
[2] => Array
(
[name] => Nogore Nishorgo
[post_id] => 7546
[post_link] => http://offroadbangladesh.com/places/nogore-nishorgo/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Nogore-Nishorgo1-300x240.jpg
[post_content] =>
In Wari, exactly at "Tati Bazar Mor (তাঁতি বাজার মোড়)", there is a lovely place inside a boundary which is called "Nogore Nishorgo". This initiative had been taken by the Bangladesh government as a process of embellishment the Dhaka City. It is hard to find any beauty at this Dhaka city, almost no sign of green. Authority just wanted to give some green flavor by creating some artificial structures of this park.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
)
[3] => Array
(
[name] => {:en}Prantik Lake{:}{:bn}প্রান্তিক লেক{:}
[post_id] => 1410
[post_link] => http://offroadbangladesh.com/places/prantik-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/prantik-lake-51-300x225.jpg
[post_content] => {:en}
Prantik Lake is a beautiful tourist spot in Bandarban district of Bangladesh. It is surrounded by diversified plants and trees. Prantik Lake is an ideal place for visiting. Prantik Lake is located in a village named “Holudia” near the Keranirhat-Bandarban Road. The volume of the lake area is 29 acres. This amazing place will certainly attract tourist mind. Prantik Lake is an ideal place for travel.
Volume of this area is 29 acres. Tourist can voyage the lake by paddle boat. This lake is nice place for fishing. After getting the authorities permission anyone can fishing here.
With profuse ordinary splendors beauty Prantik Lake lies in Holodia near the Keranihat-Bandarban road. It is 14 km away from Bandarban town. It needs 30minutes drive. It shelters a zone of 2500 acre. The organization authority of this lake is LGED. This lake is bounded by good lots of diversities of trees. It has been observed a natural habitation for diverse bird types. This lake is a perfect residence for fishing. You can have fishing chance in this lake with the consent of the authority. It is an ideal place for trip and family tour in separateness.
{:}{:bn}
প্রান্তিক লেক বান্দরবান জেলার কেরানীহাট-বান্দরবান সড়কের কাছে হলুদিয়া গ্রামে অবস্থিত। অপূর্ব সুন্দর এই লেকটিকে ঘিরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও উদ্ভিদ। প্রায় ২৯ একর জমির উপর অবস্থিত এই লেকটি ঘুরতে যাওয়ার জন্য একটি আদর্শ স্থান।
{:}
)
)