Array
(
[0] => Array
(
[name] => Shoshi Lodge ( Women Teachers Training College)
[post_id] => 22126
[post_link] => http://offroadbangladesh.com/places/shoshi-lodge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/Shoshi-Lodge-4-300x169.jpg
[post_content] =>
Shoshi Lodge (শশী লজ) is located at the center of Mymensingh city which is also known as the Residential Palace of Moharaja Shoshi Kanto Acharya (মহারাজা শশীকান্ত আচার্য). This palace is very close to the river Brahmaputra which is being used as Women Teachers Training College from the year 1952.
According to the history, most of the rulers from Zamindar family have adopted babies in different era and those adopted child ruled the area later. For example Gourikanta(গৌরীকান্ত) was adopted by Roghunondon(রঘুনন্দন). Son of Gourikanta was Shashikanta(শশীকান্ত) and his wife adopted Surjokanta (সূর্য্যকান্ত) as she was childless. Later, Surjokanto became the prominent Zamindar of Mymensingh district. People used to call him as Moharaja(মহারাজা).
Moharaja Surjokanto Acharya was the Zamindar in Mymensingh region for long 41 years. During the reign of his Zamindari he did so many work for social welfare and made a remarkable change in infrastructural development.
He started to build an unique two storied building on an area of nine acre at the end of nineteenth century. Childless Zamindar Surjokanto named after this building in the name of his adopted son Shoshi Kanto Acharya. After completion of construction this building was extensively damaged by a destructive earth quake on the year 1897. Zamindar Surjokanto was immensely worried at this great loss.
Later Zamindar Shoshi Kanto Acharya re-built this building with many additional features in the year 1905 and did more renovation work in 1911. This unique classical architecture and its surrounding will certainly attract a traveler to explore this place recurrently.
)
[1] => Array
(
[name] => Tajmahal of Bengal
[post_id] => 11632
[post_link] => http://offroadbangladesh.com/places/banglar-tajmahal/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/tajmahal-11-300x199.jpg
[post_content] =>
Tajmahal of Bengal (বাংলার তাজমহল) is a scaled copy of the original Tajmahal (a Mughal mausoleum located in Agra, India) located 10 miles east of Sonargaon. Unlike the original, work on the building took only five years. Ahsanullah Moni, a wealthy Bangladeshi film-maker, announced his 'Copycat version of Tajmahal' project in December 2008. The project cost about USD$ 56 Million, and was built to the northeast of Capital Dhaka. This caused complaints from Indian officials that copying Historical Monument is Illegal. Founder explained that he built this replica of the Tajmahal so that the poor people of his nation can realize their dream of seeing neighboring India's famed monument.
)
[2] => Array
(
[name] => {:en}Pailgaon Zamindar Bari{:}{:bn}পাইলগাঁও জমিদারবাড়ী{:}
[post_id] => 22961
[post_link] => http://offroadbangladesh.com/places/pailgaon-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/11/P_20151014_130750_1_p-300x169.jpg
[post_content] => {:en}
Pailgaon Zamindar Bari is one of the remarkable old structures of Jagannathpur in Sunamganj. This 300 years old palace was established on 5.5 acres of land.
The last person of this Zamindar family was Brajendra Narayan Chowdhury. He was a famous politician at that time and a member of the congress of Sylhet too at that time.
The place is situated near the bank of Kushiara river in Sunamganj District. It is at Pailgaon Union under Jagannathpur Upazila.
History of this place: Thousand years ago, decedents of Pal Dynasty lived here. As time goes, "Das" family took their place. Pir Mohammad Badsha (Muslim Rulers) gave them the title - "Chowdhury". Ram and Sreeram were two descendants of this bloodline. One of their descendants Madhab Ram gained much popularity in his locality at that time. He did a lot of social welfare.
Their descendants Brojnath had two sons. Their named were Roshomoy Chowdhury and Sukhumoy Chowdhury. The place is locally known by the name after of Zamindar Roshomoy Chowdhury. The last ruler of the family was famous Brajendra Narayan Chowdhury.
{:}{:bn}প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদারবাড়ী। প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো এ জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ।এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধু রী ছিলেন প্র খ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুর উপজেলার অধীন ৯ নম্বার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামে ঐতিহ্যবাহি এ জমিদারীর অবস্থান। জমিদার বাড়ী দক্ষিণ দিকে সিলেটের কুশিয়ারা নদী বহমান। প্রখ্যাত ঐতিহাসিক অচ্যূতচরণ চৌধুরী পাইলগাও জমিদার বংশের রসময় বা রাসমোহন চৌধুরী হতে প্রাপ্ত সূত্রেলিখেছেন যে; পাইলগাওয়ে বহুপূর্বকালে পাল বংশীয় লোক বসবাস করত। এ গোষ্টিয় পদ্মলোচন নামক ব্যক্তির এক কন্যার নাম ছিল রোহিণী। কোন এক কারণে রাঢ দেশের মঙ্গলকোট হতে আগত গৌতম গোত্রীয় কানাইলাল ধর রোহিণীকে বিবাহ করত গৃহ-জামাতা হয়ে এখানেই বসবাস শুরুকরেন। কানাইলাল ধরের আট পুরুষ পরে বালক দাস নামের এক ব্যক্তির উদ্ভব হয়। এ বালক দাস থেকে এ বংশ বিস্তৃত হয়। বালক দাসের কয়েক পুরুষ পর উমানন্দ ধর ওরফে বিনোদ রায় দিল-ীর মোহাম্মদ শাহ বাদশা কর্তৃ ক চৌধুরী সনদ প্রাপ্তহন। বিনোদ রায়ের মাধব রাম ও শ্রীরাম নামে দুই পুত্রের জন্মহয়। তার মধ্যেমাধব রামজনহিতকর কর্মপালনে নিজ গ্রাম পাইলগাঁও এ এক বিরাট দীঘি খনন করে সুনাম অর্জন করেন। তার দেয়া উক্তদীঘি আজও ঐ অঞ্চলে মাধব রামের তালাব হিসেবে পরিচিতহচ্ছে। মাধব রামের দুই পুত্র মদনরাম ও মোহনরাম । উক্ত মোহনরামের ঘরে দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যোগজীবন নামে চার পুত্রের জন্ম হয়। এই চার ভাই দশসনা বন্দোবস্তের সময় কিসমত আতুয়াজানের ১থেকে ৪ নং তালুকের যতাক্রমে বন্দোবস্তগ্রহন করে তালুকদার নাম ধারণ করে। এদের মধ্যে হুলাসরাম বানিয়াচং রাজ্যের দেওয়ানি কার্যালয়ে উচ্চ পদের কর্মচারীনিযুক্ত হন। হুলাসরাম চৌধুরী বানিয়াচং রাজ্যের রাজা দেওযান উমেদ রাজারঅনুগ্রহে আতুয়াজান পরগণায় কিছু ভূমি দান প্রাপ্তহন। হুলাসরামের প্রাপ্তভূমির কিছু কিছু চাষযোগ্যও কিছু ভূমি চাষ অযোগ্যছিল। পরবর্তিতে হুলাসরাম চাষ অযোগ্য ভূমিগুলোকে চাষযোগ্যকরে তুললে এগুলোই এক বিরাট জমিদারীতে পরিণত হয়ে উঠে। হুলাস রামের ভাতুষ্পুত্রবিজয়নারায়ণের একমাত্রপুত্রব্র জনাথ চৌধুরীজমিদারি বর্ধিত করে এক প্রভাবশালী জমিদারে পরিণত হন। ব্রজনাথ চৌধুরীর দুইপুত্ররসময় ও সুখময় চৌধুরী। রসময় চৌধুরীর পুত্র ব্রজেন্দ্রনারায়নই ছিলেন এবংশের শেষ জমিদার।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Shilaidaha Kuthibari{:}{:bn}শিয়ালদহ কুঠিবাড়ি{:}
[post_id] => 1875
[post_link] => http://offroadbangladesh.com/places/shilaidaha-kuthibari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2016/05/Tagore_Kuthibari-300x225.jpg
[post_content] => {:en}Rabindranath Tagore (1861-1941) frequently visited and used to stay in Shilaidaha Kuthibari in connection with the administration of his Zamindari and enriched Bengali literature through his quality writing during that time. He wrote many memorable poems during his stay here. He built it as his residence/office for collecting revenue as a zamindar, from local peasants. It is now a museum under Archaeology department of Ministry of Cultural Affairs.{:}{:bn}বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) প্রায়ই এখানে আসতেন এবং অবস্থান করতেন। তিনি তাঁর জমিদারি তদারকি করার জন্য এখানে অবস্থান করতেন। এখানে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে সাহিত্য চর্চা করতেন। এখানে অবস্থানকালে তিনি অনেক স্মরণীয় কবিতা রচনা করেন। জমিদার হিসেবে স্থানীয় কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য তিনি কুঠিবাড়িকে তাঁর আবাস/দফতর হিসেবে ব্যবহার করতেন। বর্তমানে সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীনে কুঠিবাড়িকে একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।{:}
)
)