Array
(
[0] => Array
(
[name] => {:en}Baliati Palace{:}{:bn}বালিয়াটি জমিদার বাড়ি{:}
[post_id] => 2507
[post_link] => http://offroadbangladesh.com/places/baliati-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Baliati-Palace-by-Tanvir-and-Asraful-Alam-300x225.jpg
[post_content] => {:en}
The great Baliati Palace (বালিয়াটি জমিদার বাড়ি) is located at the Saturia Upazila of Manikganj(সাটুরিয়া, মানিকগঞ্জ) district, in the village of Baliati. This historic building is about 200 years of old. A river named Gazikhali(গাজীখালী নদী) which is demised interim of the time, flowed at the northern side of the palace.
The palace is situated on a lush and sprawling premise, approximately 16000 square meter. There are possibly 200 rooms available inside the premise. Back side of the palace has a pond having four ghats(ঘাট). Other side of the pond has a series of sanitary lavatory.
The story starts more than hundred and fifty years ago when the Baliati Zamindars were still a force to be reckoned with in Bangladesh, situated about 35 miles northwest of Dhaka and 5 miles east of Manikgonj district headquarters. The palaces used to be also known as “Dosh-ani-Zaminder bari” due to inheritance of a portion of the main complex from Roy Chand by the well wishers of his first wife among the Zaminders. Kishorilal Roy Chowdhury and Roybahadur Harendra Kumer Roy Chowdhury realized soon enough the necessity of knowledge which compelled them to establish the Jagarnath College and K.L Jubily High school. The Baliati Zaminderbari originally consisted of five similar but separate blocks. The south façade of grand palace presents an attractive frontage of about 400 feet of the extant four blocks of the palace, the two central blocks are two-storied and the other two terminal ones are three-storied. The lofty encircling walls of the imposing Zaminderbari complex are punctuated by three superb gateways, identical in their architectural features. This remarkable complex has been acquired by the Bangladesh archeological department and has been given a new name “Baliati Palace” as a protected cultural property.In exploring the expressiveness of this marvelous structure with time, culture and mood, the attached twelve snaps tell the story by dividing it into three constituent parts. First part expresses the thematic preamble of time and prestige, and style. The second part sequentially put expedition of the underlying interior in the picture capturing architectural details, vista and shape and shadow. Last part tells the present story of the exterior in light of the surrounding at present. In short, the justification of making this sequential development to bring the whole story inside out from it’s behind theme to the present.
{:}{:bn}
রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ মাইল উত্তরপশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা সদর থেকে ৫ মাইল পূর্বে সাটুরিয়া উপজেলায় বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি গ্রামে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রায় ২০০ বছর পুরাতন। এই জমিদারবাড়িটির উত্তরে একসময় গাজীখালী নদী প্রবাহিত হত। ১৬০০০ বর্গমিটার আয়তনের বিশাল এই জমিদারবাড়িটিতে প্রায় ২০০টি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির পেছনে অবস্থিত পুকুরের এক প্রান্তে চারটি ঘাট আছে এবং অপর প্রান্তে বেশকিছু শৌচাগার রয়েছে।
জমিদারবাড়ির একটি অংশ রায় চাঁদের কাছ থেকে অন্যান্য জমিদারদের প্রথম স্ত্রীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির কারনে এই প্রাসাদটি ‘দশ-আনি-জমিদারবাড়ি’ নামে পরিচিত ছিল। জমিদার কিশোরিলাল চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী এই অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এই কারনে জগন্নাথ কলেজ এবং কে এল জুবিলী হাইস্কুল প্রতিষ্ঠা করেন। মূল জমিদারবাড়িতে পাঁচটি একই রকম কিন্তু ভিন্ন ভাগ ছিল। জমিদারবাড়ির দক্ষিনে বর্তমানে স্থায়ী ৪টি আকর্ষণীয় অংশ অবস্থিত। এগুলোর মধ্যে মাঝের দুটি অংশ হল দোতলা এবং পাশের বাকি তিনটি অংশ তিনতলা। জমিদারবাড়িকে ঘিরে থাকা সুউচ্চ প্রাচীরে তিনটি চমৎকার স্থাপত্যশৈলীর ফটক রয়েছে। বর্তমানে ‘বালিয়াতি প্রাসাদ’ নামকরণ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতর এই জমিদারবাড়িটির অধিগ্রহন করে দেখাশোনা করছে। সময় এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে জমিদারবাড়িটিকে তিনভাগে ভাগ করা হয়েছে বারোটি অধ্যায়ের মাধ্যমে। প্রথমভাগে সময়, শৈলী এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ভাগে জমিদারবাড়ির স্থাপত্যশৈলীর বিস্তারিত বিবরন ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে। শেষভাগে বর্তমান প্রেক্ষাপটে জমিদারবাড়ির গুরুত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় বলা যায় প্রথম থেকে বর্তমান পর্যন্ত এই জমিদারবাড়ির ইতিহাস চমৎকারভাবে ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Korotia Zamindar Bari and Mosque{:}{:bn} করটিয়া জমিদার বাড়ি ও মসজিদ {:}
[post_id] => 5300
[post_link] => http://offroadbangladesh.com/places/korotia-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Karatia-Zamindar-BariRokia-Mahal-BD-explorer1-300x192.jpg
[post_content] => {:en}
Korotia Zamindar Bari (করটিয়া জমিদার বাড়ি) is located at the Korotia of Tangail (করটিয়া, টাঙ্গাইল). The famous Zamindar (জমিদার) of Tangail, Wajed Ali Khan Panni (ওয়াজেদ আলী খান পান্নি) built that palace beside the Putia River (পুটিয়া নদী) at Korotia (করটিয়া). The whole Zamindar palace premise having 1000m x 500m dimension comprises of lot of old buildings and ponds.
The main gate of the building is currently locked and no outsiders are entertained to have an entry. So if you go there, make sure you can have an entry, or you have to return from there without visiting that archaic building. According to the local people, the palace is open for public at 1st and 12th boishak (বৈশাখ) of Bengali calendar, and the two Eid days.
Near the Zamindar Bari (জমিদার বাড়ি) an old mosque is available. The mosque is having eight domes in two rows. First row is having five equal sized smaller domes and the second one is having three domes where middle one is the largest. At the eastern side of the mosque, a 15 feet tall minaret is available with old stairs. I don't know the exact built date of the mosque. If you know, you can share as a comment at below.
{:}{:bn}
টাঙ্গাইলের করটিয়ায় পুটিয়া নদীর পাশে ওয়াজেদ আলী খান পন্নী এই বিখ্যাত জমিদারবাড়িটি নির্মাণ করেন। ১০০০ মিটার x ৫০০ মিটার এলাকায় অবস্থিত জমিদারবাড়ির আশেপাশে বেশকিছু প্রাচীন ভবন ও পুকুর রয়েছে।
জমিদারবাড়ির মূল ফটকটি বর্তমানে তালাবদ্ধ রাখা হয় এবং বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়না। তাই এই জমিদারবাড়িটি দেখতে গেলে নিশ্চিত করে যাওয়া উচিত যে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অন্যথায় এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাকে না দেখেই ফিরতে হবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, বাংলা বৈশাখ মাসের এক এবং বারো তারিখে ছাড়াও দুই ঈদের দিন জমিদারবাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জমিদারবাড়ির কাছেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। মসজিদটিতে দুই সারিতে আটটি গম্বুজ রয়েছে। প্রথম সারিতে পাঁচটি একই আকারের ছোট গম্বুজ রয়েছে এবং দ্বিতীয় সারির তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি আকারে বড়। মসজিদের পূর্বদিকে পুরাতন সিঁড়ি বিশিষ্ট একটি ১৫ ফুট উঁচু মিনার রয়েছে। মসজিদটির নির্মাণের সময় সম্পর্কে জানা যায়নি।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Kirtipasha Palace{:}{:bn}কীর্তিপাশা প্রাসাদ{:}
[post_id] => 989
[post_link] => http://offroadbangladesh.com/places/kirtipasha-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/01/Kirtipasha-Jomidar-Bari-Jhalakathi-211-300x225.jpg
[post_content] => {:en}
Kirtipasha Palace was named after King Kirty Narayana. Ramjibon sen founded the Kirtipasha palace. The jewels of the family are namely Rohini Roy and Tapon Roy. The contribution of Rohini Roy is Rohiniganj. There is a hospital in that area that is older than the Jhalakathi district hospital. There is also a family living near to the Shiva temple and Shiva's statue.
Kirtipasha Zamindar Bari (কীর্ত্তিপাশা জমিদার বাড়ী) is located at the village Kirtipasha (কীর্ত্তিপাশা) of Jhalokathi district. This is probably a century old house. Now a days, it is abandoned and in a dilapidated condition. For most of the cases only the walls are standing, and the floors or ceilings are disappeared.
The name of the village is after the Zamindar Kirtinarayan Pasha (জমিদার কীর্তি নারায়ণ). And the founder of the Zamindar Bari was Ramjibon Sen. Only one of the building from this massive property was in good condition. Right now that one is a part of a girl's school along with newly built buildings. The Zamindar Bari premise has a Shiva temple inside. And the remaining of a beautiful temple is also exists these days (only the columns and pillars).
{:}{:bn}
কীর্তিপাশা প্রাসাদটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত। কীর্তিপাশা প্রাসাদ নির্মাণ করেন রামজীবন সেন এবং রাজা কীর্তি নারায়নের নামে প্রাসাদটির নামকরন করেন। রোহিণী রায় এবং তপন রায় এই পরিবারটির ‘রত্ন’ বলে পরিচিত। রোহিনিগঞ্জ প্রতিষ্ঠা করেন রোহিণী রায় যেখানে ঝালকাঠি জেলা হাসপাতালের চেয়েও একটি পুরানো হাসপাতাল রয়েছে। এছাড়া এখানে শিবের মূর্তিসহ একটি পারিবারিক শিবমন্দির আছে।
{:}
)
[3] => Array
(
[name] => Naldanga Zamindar Bari
[post_id] => 5068
[post_link] => http://offroadbangladesh.com/places/naldanga-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSC085911-300x225.jpg
[post_content] =>
Naldanga Zamindar Bari (নলডাঙ্গা জমিদার বাড়ি) is a very significant historical place of Gaibandha. It was the birth place of Tulshi Lahiri, a great artist, actor as well as writer. Surendrochandro, father of Tulshi Lahiri, decorated this colorful Zamindar Bari. Cheratar is one of the dramatic book of Tukshi Lahiri which is still included in books in the intermediate standard level in Kolkata.
At British period, Naldanga Zamindar Bari was one of the vital center for collecting revenue of North Bengal. Shibchandra and Shomvochandra were the two brothers who first came to Naldanga and founded the Zamindar Bari. Shibchandra was the grandfather of Tulshi Lahiri. Back of the Zamindar Bari, a relics of Mandir is still seen here. In front of the wall of Zamindar Bari, many valuable sculptures had been hooked, but most of them were stolen or snatched by the local people. Only one sculpture was rescued and still unharmed.
)
)