Array
(
[0] => Array
(
[name] => {:en}Baliati Palace{:}{:bn}বালিয়াটি জমিদার বাড়ি{:}
[post_id] => 2507
[post_link] => http://offroadbangladesh.com/places/baliati-palace/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Baliati-Palace-by-Tanvir-and-Asraful-Alam-300x225.jpg
[post_content] => {:en}
The great Baliati Palace (বালিয়াটি জমিদার বাড়ি) is located at the Saturia Upazila of Manikganj(সাটুরিয়া, মানিকগঞ্জ) district, in the village of Baliati. This historic building is about 200 years of old. A river named Gazikhali(গাজীখালী নদী) which is demised interim of the time, flowed at the northern side of the palace.
The palace is situated on a lush and sprawling premise, approximately 16000 square meter. There are possibly 200 rooms available inside the premise. Back side of the palace has a pond having four ghats(ঘাট). Other side of the pond has a series of sanitary lavatory.
The story starts more than hundred and fifty years ago when the Baliati Zamindars were still a force to be reckoned with in Bangladesh, situated about 35 miles northwest of Dhaka and 5 miles east of Manikgonj district headquarters. The palaces used to be also known as “Dosh-ani-Zaminder bari” due to inheritance of a portion of the main complex from Roy Chand by the well wishers of his first wife among the Zaminders. Kishorilal Roy Chowdhury and Roybahadur Harendra Kumer Roy Chowdhury realized soon enough the necessity of knowledge which compelled them to establish the Jagarnath College and K.L Jubily High school. The Baliati Zaminderbari originally consisted of five similar but separate blocks. The south façade of grand palace presents an attractive frontage of about 400 feet of the extant four blocks of the palace, the two central blocks are two-storied and the other two terminal ones are three-storied. The lofty encircling walls of the imposing Zaminderbari complex are punctuated by three superb gateways, identical in their architectural features. This remarkable complex has been acquired by the Bangladesh archeological department and has been given a new name “Baliati Palace” as a protected cultural property.In exploring the expressiveness of this marvelous structure with time, culture and mood, the attached twelve snaps tell the story by dividing it into three constituent parts. First part expresses the thematic preamble of time and prestige, and style. The second part sequentially put expedition of the underlying interior in the picture capturing architectural details, vista and shape and shadow. Last part tells the present story of the exterior in light of the surrounding at present. In short, the justification of making this sequential development to bring the whole story inside out from it’s behind theme to the present.
{:}{:bn}
রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ মাইল উত্তরপশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা সদর থেকে ৫ মাইল পূর্বে সাটুরিয়া উপজেলায় বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি গ্রামে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রায় ২০০ বছর পুরাতন। এই জমিদারবাড়িটির উত্তরে একসময় গাজীখালী নদী প্রবাহিত হত। ১৬০০০ বর্গমিটার আয়তনের বিশাল এই জমিদারবাড়িটিতে প্রায় ২০০টি কক্ষ রয়েছে। জমিদারবাড়ির পেছনে অবস্থিত পুকুরের এক প্রান্তে চারটি ঘাট আছে এবং অপর প্রান্তে বেশকিছু শৌচাগার রয়েছে।
জমিদারবাড়ির একটি অংশ রায় চাঁদের কাছ থেকে অন্যান্য জমিদারদের প্রথম স্ত্রীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির কারনে এই প্রাসাদটি ‘দশ-আনি-জমিদারবাড়ি’ নামে পরিচিত ছিল। জমিদার কিশোরিলাল চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী এই অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এই কারনে জগন্নাথ কলেজ এবং কে এল জুবিলী হাইস্কুল প্রতিষ্ঠা করেন। মূল জমিদারবাড়িতে পাঁচটি একই রকম কিন্তু ভিন্ন ভাগ ছিল। জমিদারবাড়ির দক্ষিনে বর্তমানে স্থায়ী ৪টি আকর্ষণীয় অংশ অবস্থিত। এগুলোর মধ্যে মাঝের দুটি অংশ হল দোতলা এবং পাশের বাকি তিনটি অংশ তিনতলা। জমিদারবাড়িকে ঘিরে থাকা সুউচ্চ প্রাচীরে তিনটি চমৎকার স্থাপত্যশৈলীর ফটক রয়েছে। বর্তমানে ‘বালিয়াতি প্রাসাদ’ নামকরণ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতর এই জমিদারবাড়িটির অধিগ্রহন করে দেখাশোনা করছে। সময় এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে জমিদারবাড়িটিকে তিনভাগে ভাগ করা হয়েছে বারোটি অধ্যায়ের মাধ্যমে। প্রথমভাগে সময়, শৈলী এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ভাগে জমিদারবাড়ির স্থাপত্যশৈলীর বিস্তারিত বিবরন ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে। শেষভাগে বর্তমান প্রেক্ষাপটে জমিদারবাড়ির গুরুত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় বলা যায় প্রথম থেকে বর্তমান পর্যন্ত এই জমিদারবাড়ির ইতিহাস চমৎকারভাবে ক্রমঅনুযায়ী বর্ণনা করা হয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => Bangladesh Air Force Museum
[post_id] => 10796
[post_link] => http://offroadbangladesh.com/places/air-force-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/air-force-museum1-300x225.jpg
[post_content] =>
Bangladesh Air Force Museum became open for the public on October 2014 at Sher-e-Bangla Nagar, Agargaon, Dhaka. It is located at the western side of runway adjacent to Taltola gate. Within its lofty interior, different phased out air craft and equipment have been kept including the aircraft those took part in our glorious Liberation War.
Timetable: The Air force museum is open on weekdays (Monday-Thursday) from 2 PM to 8 PM.
On weekends: it is open from 10 AM to 8 PM, Sunday is the day off for this area, so the museum is closed on Sundays.
Entry fee: 20 Taka.
The Gallery:There are four different galleries. These are: Air Force Gallery to illustrate some memorable and historical photos. Liberation War Gallery: bring back to us the history of the liberation war. There is a gallery for showing medals and uniforms from different year. The last one is the peacekeepers corner to demonstrate the value of Bangladeshi Soldiers in the International Arena. Apart from these there is a souvenir corner too where you can buy posters, mug, t-shirts with the monogram of the National Air Force.
The previous history of BAF Museum: BAF Museum was established in 17 June 1987. At that time the museum was located in No-3 hanger of BAF Base Bashar, Dhaka cantonment. It was not open for public as we knew, just like the prison museum situated inside the Dhaka Central Jail. Once in a year on 16th December, there was a Military March held along with a three days long Army Weaponry Show. But now it is open for the public visitor. People are already started enjoying the place.
Here is the link of the official website of BAF Museum: http://www.bafmuseum.mil.bd/
)
[2] => Array
(
[name] => {:en}Boddho Vumi and Gono Kobor{:}{:bn}বধ্যভূমি এবং গনকবর{:}
[post_id] => 3643
[post_link] => http://offroadbangladesh.com/places/boddho-vumi-and-gono-kobor/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/boddho-vumi2-300x242.jpg
[post_content] => {:en}Boddho Vumi is located in the field of Amutto village close to Akkelpur Sadar Upazila. In 1971 22 freedom fighters lost their lives in the hands of Pakistani soldiers. As a result a memorial is built in memory of those who lost their lives.
Gono kobor is located in West Amutto Mouja of Akkelpur Upazila. Akkelpur Upazilla has significant contribution in our Liberation war.385 freedom fighters took part from here. Many people died in the Liberation war. There are 2 mass graves in West AmuttoMouja.Many people come here to show respect to the matyrs in Victory and Independence Day.{:}{:bn}
এই বধ্যভূমি ও গনকবর জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত। বধ্যভূমিটি অবস্থিত আক্কেলপুর সদর উপজেলার নিকটবর্তী আমুত্ত গ্রামের মাঠে। ১৯৭১ সালে ২২ জন মুক্তিযোদ্ধা পাকিস্তানী বাহিনীর হাতে এখানে নিহত হন। শহীদদের স্মরণে এখানে একটি সৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।
গনকবরটি অবস্থিত আক্কেলপুর উপজেলার পশ্চিম আমুত্ত মৌজাতে। আমাদের স্বাধীনতা যুদ্ধে আক্কেলপুর উপজেলার রয়েছে বিরাট অবদান। এখান থেকে ৩৮৫ জন মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নেন। এখানকার অনেক মানুষ স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। পশ্চিম আমুত্ত মৌজাতে দুইটি গনকবর আছে। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে অনেক মানুষ এখানে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Soigaon Zamindar Bari{:}{:bn}ছয়গাঁও জমিদারবাড়ি{:}
[post_id] => 6404
[post_link] => http://offroadbangladesh.com/places/soigau-jomider-bari-%e0%a6%9b%e0%a7%9f%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Soigau-Jomider-Bari-11-300x210.jpg
[post_content] => {:en}
Soigaon is the famous place in Shariatpur. Soigaon Zamindar Bari stands at Soigaon Union in Bhedarganj Upazila. In the time of ‘British Ruling' there was some famous leader who took part in the Independent War of India. In the time of 1930-1934 there was some British Camp.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
শরীয়তপুরের একটি নামকরা স্থান হল ছয়গাঁও। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন প্রখ্যাত নেতা এখানে বাস করতেন। এছাড়া ১৯৩০ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত এখানে ইংরেজ সেনাদের ঘাঁটি ছিল। এখানে আসতে হলে আপনাকে প্রথম শরীয়তপুর জেলায় পৌছাতে হবে। সেখান থেকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে পৌছাতে হবে।
{:}
)
)